আওয়ামী পুনর্জন্ম ৭১

আওয়ামী পুনর্জন্ম ৭১ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আওয়ামী পুনর্জন্ম ৭১, Media/News Company, Sylhet.

02/10/2025

যাকাত দিয়ে দেশ চলবে—এই অপমান মেনে নেবে বাংলাদেশ?

ইসলামে যাকাত-ফেতরা গরিব-অসহায় মানুষের জন্য।

কিন্তু বাংলাদেশ কি এখন ভিক্ষার ঝুলি ধরার জায়গায় নেমে এসেছে?

অথচ গত ১৬ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

করোনার মতো বৈশ্বিক দুর্যোগে বহু শক্তিশালী অর্থনীতি ধ্বসে পড়লেও আমরা টিকে থেকেছি, এগিয়েছি।
Bangladesh Awami League

22/09/2025

দারিদ্র্য মানুষকে কাফের বানিয়ে দেয়।
টাকা কম থাকলে মানুষের মধ্যে কুফরি ঢুকে।😴🤔

🤍
21/09/2025

🤍

12/09/2025

ফজরের বাতাস আসলেই অনেক শান্তি সাথে রহমতের বৃষ্টি
আলহামদুলিল্লাহ

সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি:নং ৭০৭ এর  সকল শ্রমিক ভাইদেরকে জানানো যাচ্ছে যে, আপনাদের গাড়ির গ্...
02/09/2025

সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি:নং ৭০৭ এর সকল শ্রমিক ভাইদেরকে জানানো যাচ্ছে যে, আপনাদের গাড়ির গ্যাস সিলিন্ডার টেস্টের কাগজ সাথে রাখবেন,, সিএনজি পাম্পে সিলিন্ডার টেস্টের কাগজ ছাড়া গ্যাস দেওয়া হচ্ছে না। তাই আপনার গাড়ির গ্যাস সিলিন্ডার টেস্টের কাগজ সাথে রাখার জন্য অনুরোধ করা হল।

✨ আজকের দিনটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ✨আজ আমাদের মুক্তিযুদ্ধের সেনাপতি, বাংলার সূর্য সন্তান, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আত...
01/09/2025

✨ আজকের দিনটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ✨

আজ আমাদের মুক্তিযুদ্ধের সেনাপতি, বাংলার সূর্য সন্তান, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণী ওসমানীর ১০৭তম জন্মদিন।

🇧🇩 তিনি ছিলেন—

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।

গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও অসীম সাহসিকতার প্রতীক।

দেশমাতৃকার জন্য নির্ভীক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত।

সিলেটের গর্ব, বাংলাদেশের চিরকালীন প্রেরণা।

১৯৭১ সালে তাঁর নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ কল্পনাও করা যেত না।
👉 বাঙালি জাতি তাঁর প্রতি চিরঋণী, এই ঋণ কোনোদিন শোধ করার নয়।

আজ তাঁর ১০৭তম জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। 🖤

আমরা আপনাকে কখনো ভুলবো না, বঙ্গবীর। 🌺

#বঙ্গবীরওসমানী #মুক্তিযুদ্ধ #বাংলারসূর্যসন্তান #মুক্তিযুদ্ধেরসেনাপতি #বীরবাংলারগর্ব

📢 ওসমানীনগরে ছিনতাই হওয়া টমটম উদ্ধার, আটক ৩ জনসিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া একটি টমটম...
28/08/2025

📢 ওসমানীনগরে ছিনতাই হওয়া টমটম উদ্ধার, আটক ৩ জন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া একটি টমটমসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত ১২টার দিকে চাতলপাড় বাজার থেকে ছিনতাইকারীদের আটক করা হয়। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

👉 এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
👉 আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

😡 ছিনতাইকারীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

---

#ওসমানীনগর #সিলেট #ছিনতাইকারী #টমটম

রেফারি আছাব আলীর উপর হা*মলার প্রতিবাদে ওসমানীনগরে মানব*বন্ধন।
27/08/2025

রেফারি আছাব আলীর উপর হা*মলার প্রতিবাদে ওসমানীনগরে মানব*বন্ধন।

27/08/2025

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দাদের নজরদারিতে ধরা পড়লেন এক বিদেশি নাগরিক। যাত্রী পেতুলা স্টাফেল-এর ব্যাগেজ স্ক্যানিং করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন উদ্ধার করে তারা।
আন্তর্জাতিক মাদক পাচারের এই ঘটনায় বিমানবন্দর এলাকা ও গোয়েন্দা সংস্থাগুলোতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভ...
26/08/2025

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

#ভোলাগঞ্জ #সাদাপাথর #কোম্পানীগঞ্জ #সিলেটসংবাদ #সিলেট
#ভোলাগঞ্জসংবাদ #সাদা_পাথর #সিলেটবাসী #কোম্পানীগঞ্জসংবাদ #গ্রামবাংলা #সিলেট
#বাংলাদেশ

অপরাধের জীবন কখনোই সুখের হয় না। প্রতিটি ভুলের জন্য রয়েছে কঠিন মাশুল। তাই আসুন, অপরাধ থেকে দূরে থাকি, ভালো কাজ করি। জীব...
26/08/2025

অপরাধের জীবন কখনোই সুখের হয় না। প্রতিটি ভুলের জন্য রয়েছে কঠিন মাশুল। তাই আসুন, অপরাধ থেকে দূরে থাকি, ভালো কাজ করি। জীবনকে সুস্থ ও সুন্দরভাবে উপভোগ করি।

#কারাগার #জেলজীবন #অপরাধ #শাস্তি #অনুতাপ #অপরাধমুক্ত_সমাজ #সতর্কবার্তা #ভালো_কাজ_করুন #জীবন #কঠিন_বাস্তবতা #সিলেট_কেন্দ্রীয়_কারাগার

Address

Sylhet

Opening Hours

Monday 10:00 - 12:00
Tuesday 10:00 - 12:00
Wednesday 10:00 - 12:00
Thursday 10:00 - 12:00
Friday 02:30 - 12:00
Saturday 10:00 - 12:00
Sunday 10:00 - 12:00

Telephone

+8801725960000

Website

Alerts

Be the first to know and let us send you an email when আওয়ামী পুনর্জন্ম ৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আওয়ামী পুনর্জন্ম ৭১:

Share