Bishu & Brothers Vlog

Bishu & Brothers Vlog ┏╮/╱
╰🌺 ╮•••⊰❂⊱❣
╱/ ╰┛"Bishu Malakar
┏╮/╱
╰🌺 ╮•••⊰❂⊱❣
╱/ ╰┛"It's My Real Fb Page❤️࿐
Original ✔

06/07/2025

নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

বাঁশীতে কি মধু ভরা
আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায়
কালার বাঁশী হলো বাম
বলে শুধু রাধা নাম
কুলবঁধুর কুলমান মজায়
বাঁশীর সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাহিরে ফেলে
পুনঃ রাধা যায়রে যমুনায়

শোন গো ললিতে সখী
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায়
আমি নারী কুলবালা
কালার বাঁশী দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমার কেউ থাকো
বন্ধু এনে প্রাণটি রাখো
নইলে প্রাণ সঁপিব তার পা\’য়

ভুবনমোহন সুরে
ভাইটাল নদী উজান ধরে
জ্বলে আগুন আমার অন্তরায়
মনের লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরী বাজায়
নইলে কলসী বেন্ধে গলে
ঝাঁপ দেবো যমুনায় জলে
প্রাণ ত্যাজিব বলে দূরবীন শাহ

26/06/2025

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
আইলায়না আইলায়না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে ও বন্ধু আইলায় নারে

আইলায় না আইলায়না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
আইলায়না আইলায়না রে বন্ধু
করলায় রে দিওয়ানা
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায়না রে ও বন্ধু আইলায়না রে

🌺🌺uploaded by 🌺🌺
♥♥shamim sayed♥♥
🌺🌺santa_shamim🌺🌺
⭐ROCK STAR SSJ⭐⭐

অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা
অতি সাধের পিড়িত রে বন্ধু
নাইরে যার তুলনা
দারুণ বিচ্ছেদের জ্বালা
আগে তো জানিনা রে বন্ধু
আইলায়না রে ও বন্ধু আইলায়না রে

🌺🌺uploaded by 🌺🌺
♥♥shamim sayed♥♥
🌺🌺santa_shamim🌺🌺
⭐ROCK STAR SSJ⭐⭐

গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা
গলে মোর কলঙ্কের মালা
কেউ ভালবাসেনা
কুল-মান দিয়া কি করিব
তোমায় যদি পাইনা রে বন্ধু
আইলায়না রে ও বন্ধু আইলায়না রে

🌺🌺uploaded by 🌺🌺
♥♥shamim sayed♥♥
🌺🌺santa_shamim🌺🌺

⭐ROCK STAR SSJ⭐⭐

আব্দুল করিম কুল-মান হারা
সবি তুমার জানা?
আব্দুল করিম কুল-মান হারা
সবি তুমার জানা?
সুসময়ে সুজন বন্ধু
দেখা তো দিলায় না রে বন্ধু
আইলায় না রে ও বন্ধু আইলায়না রে

🌺🌺uploaded by 🌺🌺
♥♥shamim sayed♥♥
🌺🌺santa_shamim🌺🌺
⭐ROCK STAR SSJ⭐⭐

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওানা
আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওানা
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায়না রে ও বন্ধু আইলায়না রে

আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওানা
আইলায় না আইলায় না রে বন্ধু
করলায় রে দিওানা
সুখ বসন্ত সুখের কালে
শান্তি তো দিলায় না রে বন্ধু
আইলায়না রে ও বন্ধু আইলায়না রে

ও বন্ধু আইলায়না রে
ও বন্ধু আইলায়না রে
ও বন্ধু আইলায়না রে
ও বন্ধু আইলায়না রে
--------ধন্যবাদ- --------

26/06/2025

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া

না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর?
সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা

কুল-মানের আশা ছেড়ে
মন-প্রাণ দিয়াছি যারে
এখন সে কাঁদায় আমারে, এই কী তার প্রেমধারা ?

শুইলে স্বপনে দেখি
ঘুম ভাঙ্গিলে সবই ফাঁকি
কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া

আশা পথে চেয়ে থাকি
তারে পাইলে হব সুখি
এ করিমের মরণ বাকী, রইলো সে যে অধরা

26/06/2025

ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া
একদিন তুমি যাইতে হবে এই সমস্থ থইয়া রে
পরার ধন লইয়া
ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া

পরার ঘরে বসত করো পরার অধীন হইয়া
আপনি মরিয়া যাইবায় এই ভব ছাড়িয়া রে
পরার ধন লইয়া
ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া
কি ধন লইয়া আইলায় ভবে?

কি ধন যাইবায় লইয়া?
ভবে এসে ভুলে গেলায় ভবের মায়া পাইয়া রে
পরার ধন লইয়া
ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া

বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া
কালসাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে
পরার ধন লইয়া
ভব সাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ...

14/06/2025

বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা
আমি মরিয়া হইব শ্রী নন্দের নন্দন.......
তোমারে বানাব আধা আ আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা

--------------------------------------------

তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হাড় গলেতে পড়িও
ও তুমি আমারই মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হাড় গলেতে পড়িও
তুমি যাইও.... যমুনার ঘাটে
তুমি যাইও.... যমুনার ঘাটে
না মানি ননদীর বাঁধা আ আ

বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা

--------------------------------------------

তুমি আমারই মতন কাঁদিও কাঁদিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি আমারই মতন কাঁদিও কাঁদিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও
তুমি বুঝিবে যখন.... নারীর বেদন
তুমি বুঝিবে যখন.... নারীর বেদন
রাধাঁর প্রানে কতো ব্যাথা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা
আমি মরিয়া হইব শ্রী নন্দের নন্দন.......
তোমারে বানাব আধা আ আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা আ আ
বনমালী তুমি পরজনমে হইও রাধা......
-------TheEnd------

#0009737

11/06/2025

আমি সাধ করে পরেছি গলে
শ্যামকলঙ্কের মালা
যায় যাবে কুলমান যাবে
প্রাণ গেলেও ভালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

সেও পাগল, করেও পাগল
পাগলামি তার খেলা
তার কারণে দুই নয়নে
বহে নদী-নালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

বাউল আবদুল করিম বলে
শোনো গো সরলা
সে বিনে আর কে খুলিবে
প্রেমবাক্সের তালা গো সখি–
শ্যাম কলঙ্কের মালা ॥

#0009737

11/06/2025

--------------------------------------------

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ী
ধরতে পারলে মনোবেড়ী
দিতাম পাখির পায়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়

--------------------------------------------

আট কুঠুরী নয় দরজাটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
অপেক্ষা করুন
আট কুঠুরী নয় দরজাটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।।

--------------------------------------------

কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
অপেক্ষা করুন
কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে লুকায়

কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়

--------------------------------------------

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে

কোনদিন খাঁচা পড়বে খসে
কোনদিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ী
ধরতে পারলে মনোবেড়ী
দিতাম পাখির পায়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।।

11/06/2025

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।

আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।

কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।।

11/06/2025

তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হবো কালাচাঁন
ওরে প্রেম কলঙ্কের জ্বালা কতরে
করবো আমি তার প্রমাণ

বানাইবো তোরে আমি কুলের কুলবালা
বুঝাইবো সখিরে প্রেম-বিচ্ছেদের জ্বালা
কেমন করে ঘরে রবি রে
কেমনে রাখবি কুলমান

যমুনারই কূলে যখন বসে কদমতলে
বাজাওবো বাঁশের বাঁশী রাধা রাধা বলে
বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
কেমন কঠিন বিষের বাণ

>>>>>>>>>>>>>

11/06/2025

তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান...
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান...

ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
হায়রে করব আমি তার প্রমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান..

--------------------------------------------

ওরে..বানাইব তোরে আমি
ফুলের কুলো বালা...
বুঝাইব কারে বলে..
প্রেম বিচ্ছেদের জ্বালা...

ওরে ..বানাইব তোরে আমি
ফুলের কুলো বালা ...
বুঝাইব কারে বলে
প্রেম বিচ্ছেদের জ্বালা...

--------------------------------------------

ওরে..কেমন করে ঘরে রবি রে..
ওরে..কেমন করে ঘরে রবি রে..
হায়রে কেমনে রাখবি কুলমান
হায়রে কেমনে রাখবি কুলমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী

ওরে..যমুনারই কূলে যখন
বসে কদমতলে...
বাজাইব বাঁশের বাঁশি
রাধা রাধা বলে...

--------------------------------------------

ওরে...যমুনারই কূলে যখন
বসে কদমতলে ...
বাজাইবো বাঁশের বাঁশি
রাধা রাধা বলে...

হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে কতই কঠিন বিষের বাণ
হায়রে কতই কঠিন বিষের বাণ
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান

ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
হায়রে করব আমি তার প্রমান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান
তোরে বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান...
আমি হব কালাচান..

>>>>>>>>>>>>>

Address

Fenchuganj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishu & Brothers Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bishu & Brothers Vlog:

Share