13/05/2024
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ শুকরিয়া। সিলেট জেলাধীন কানাইঘাট উপজেলার 'লক্ষিপ্রসাদ আইডিয়্যাল একাডেমি'র এসএসসি-২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা বিগত বছরগুলোর ন্যায় এবারও ঈর্ষনীয় ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। গোটা সিলেট শিক্ষাবোর্ডে ফলাফল যেখানে বিপর্যয় ঘটেছে, সেখানে লক্ষিপ্রসাদ আইডিয়্যাল একাডেমির শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল দিয়ে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। এ বছর ৯ টি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বনিম্ন ফলাফল সিলেট শিক্ষাবোর্ডের ৭৩.৩৫% এবং সর্বোচ্চ যশোহর শিক্ষা বোর্ডের ৯২.৩৩%। এক্ষেত্রে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান লক্ষিপ্রসাদ আইডিয়্যাল একাডেমির পাশের হার আরো একধাপ এগিয়ে ৯৩.৩৩%। 'আল্লাহুম্মা লাকাল হামদ্ ওয়া লাকাশ শুকুর'।
নবম-দশম শ্রেণির একাডেমিক স্বীকৃতি না থাকায় পার্শ্ববর্তি একটি প্রতিষ্ঠানে অধিভুক্ত হয়ে পরীক্ষা দিতে হয় বলে একাডেমির স্বনামে এই ফলাফল সরকারিভাবে দৃশ্যমান হয়না। পার্শ্ববর্তি প্রতিষ্ঠানটির প্রতি আমাদের অনিমেষ কৃতজ্ঞতা রইল।
এক নজরে ফলাফল
লক্ষিপ্রসাদ আইডিয়্যাল একাডেমি
১.হাসানা মাহদিয়া(৪.৯৪)=A
২.মাসরুরা বেগম(৪.৬১)=A
৩.ফাতেমা বেগম(৪.৩৯)=A
৪.সজীব রাম দাস(৪.১১)=A
৫.রাসনা বেগম(৪.০০)=A
৬.শাহরিয়া আলম(৩.৯৪)=A-
৭.রেজিন বেগম(৩.৭৮)=A-
৮.খাদিজাতুল বুশরা(৩.৬৭)= A-
৯.হাসান আহমদ মাসুদ(৩.৬৭)=A-
১০. রাজীবুর রহমান রাজু(৩.৪৪)= B
১১.আশরাফুল আলম(৩.৩৯)=B
১২.তপন রাম দাস(৩.২৮)=B
১৩.শুক্কুরা বেগম(৩.৪৪)=B
১৪.সুলতানা বেগম(৩.১১)=B
১৫.ইমদাদুল ইসলাম(০.০০)=F
-------------------------------------------------------------------
মোট পরীক্ষার্থী : ১৫ জন
কৃতকার্য : ১৪ জন।
গ্রেড ভিত্তিক ফলাফল
----------------------
A = ০৫ জন
A- = ০৪ জন
B = ০৫ জন
C = নাই
D = নাই
F = ০১ জন।
পাশের হার= ৯৩.৩৩%।
আলহামদুলিল্লাহ।কানাইঘাট উপজেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে আমাদের বিদ্যালয়।
আশা করি ফলাফলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।