Ujjal Dash Chinu - উজ্জ্বল দাশ চিনু

Ujjal Dash Chinu - উজ্জ্বল দাশ চিনু Peaceful Bangladesh

মুজিব তোমায় স্মরণে,ভয় করিনা মরণে।
15/08/2025

মুজিব তোমায় স্মরণে,
ভয় করিনা মরণে।

জানে আলম অপু বলল সে লজ্জায় মায়ের ফোন ধরছে না। তার দিশেহারা বউ বক্তব্যই শুরু করল, 'অপু অসহায়,মা-বাপ কেউ নেই।'এজন্যই টাকা ...
14/08/2025

জানে আলম অপু বলল সে লজ্জায় মায়ের ফোন ধরছে না। তার দিশেহারা বউ বক্তব্যই শুরু করল, 'অপু অসহায়,মা-বাপ কেউ নেই।'
এজন্যই
টাকা পয়সা দিয়ে ভালো স্ক্রিপ্ট রাইটার নিতে হয় 😉

আওয়ামীলীগ নেত্রী শাম্মীর বাসায় ৫০লাখ টাকা  চাঁদাবাজির ঘটনা এবং গতকালকে এনসিপি নেতার রাজ স্বাক্ষীতে নতুন করে আলোচনার জন্ম...
14/08/2025

আওয়ামীলীগ নেত্রী শাম্মীর বাসায় ৫০লাখ টাকা চাঁদাবাজির ঘটনা এবং গতকালকে এনসিপি নেতার রাজ স্বাক্ষীতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঐ স্বাক্ষী,নিজের দায় স্বীকার করেছে এবং পাশাপাশি যারা জড়িত ছিল তাদের নামও প্রকাশ করেছে।

আমি বিষয়টাকে আরেকটু খোলে বলি এবং আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দেই-

১/শাম্মীর বাসায় যে সিসিটিভি ফুটেজ ছিল,আপনার কি মনে হয় না এনসিপির ঐ টুকাই গুলো এটা দেখেছে?

২/যদি দেখে থাকে,তবে এটা চালু রেখেই কেন চাঁদা নিতে গেলো?

এই দু'টো প্রশ্নের বিশ্লেষণটা আগে দেখি,
মূলত তারা চেয়েছিল দেশে একটা অস্থির অবস্থা তৈরি করতে।যেন সবাই ভীত হয়ে পড়ে,বিশেষ করে আওয়ামীলীগার মাইন্ডের যারা আছেন।

এবার,
১/বলুন তো আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মোংলা মাসুদ যে এই ঘটনার নির্দেশদাতা,এটা কিভাবে প্রমাণিত হয়,?

২/বলুন তো,হুটহাট করে কেনই বা এই ছেলেটি সামাজিক মাধ্যমে এসে সবকিছু প্রকাশ করে দিয়েছে?তাও এতোদিন পরে এসে?

দেখুন,প্রথমত বলবো,এই দেশে যত গুলো কুকর্ম ঘটে,সবগুলোই কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ার নির্দেশেই পরিচালিত হয়।আওয়ামীলীগের কোনো পুটিমাছ যখন রাঘববোয়ালের বাসায় অ্যাটাক করবে,অবশ্যই বড় কোনো মালের নির্দেশনায়ই করবে,বিএনপি,জামাত সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
আমরা পূর্বেও দেখেছি,বিভিন্ন সময়ে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনতে মোংলা মাসুদ থানায় গিয়েছে,তাদেরকে প্রটেক্ট করেছে।
কিন্তু এবারের বনিবনাটা মিলে নি মূলত ভাগাভাগি কম বেশির জন্য।

আসিফ মাহমুদ সজীব ভূইয়ারা এখনো ধুঁয়া তুলসীপাতা সেজে মিডিয়ায় সামনে বয়ান দিচ্ছে,অভিযোগ গুলো উড়িয়ে দিতে চাইছে।কিন্তু আদৌও কি পিঠ বাঁচানো সম্ভব হবে?

সাবধান,ধর্মের কল বাতাসে নড়ে!!

ভাইটি ভাষণ দিতে গিয়ে উত্তেজনায় বলে ফেলছে,বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ জিয়া😂
13/08/2025

ভাইটি ভাষণ দিতে গিয়ে উত্তেজনায় বলে ফেলছে,বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ জিয়া😂

সিলেটের পাথর লুটপাট সম্পর্কে সবাই জেনেছেন। বান্দরবান থেকে পাথর লুটপাট সম্পর্কে কয়জনে জানেন? নিচের ছবিতে বান্দরবানের থানচ...
13/08/2025

সিলেটের পাথর লুটপাট সম্পর্কে সবাই জেনেছেন। বান্দরবান থেকে পাথর লুটপাট সম্পর্কে কয়জনে জানেন? নিচের ছবিতে বান্দরবানের থানচির বিভিন্ন পাহাড় থেকে পুষ্পা স্টাইলে পাথর লুটপাট চলছে ৫ আগস্টের পর থেকে। বান্দরবান জেলার আরো বিভিন্ন জায়গা থেকে পাথর লুটপাট করার খবর পাওয়া যাচ্ছে।

যেন দেখার কেউ নাই,দেশের কি কোন মা বাপ নাই?

13/08/2025

১৭ বছরে বিএনপির নাকি জন্মহার কমে গেছিলো😂

12/08/2025

লোকটার অপরাধ তিনি আওয়ামীলীগের কর্মী।তাই কাদামাটিতে পুতে দিতে চাইছিলো।

মনে রেখো বাংলাদেশ

12/08/2025

বাংলা ছবি অনেক বছর হইলো দেখি না।সাদা পাথর লুটপাট শেষ,এখন পুলিশরা গেছে আসামি ধরতে😂
ঠিক যেন বাংলা ছবি,,

বানরের রুটি ভাগ করার মতো দেশটার ভাগাভাগি চলতেসে! ক্ষমতার লোভে যারা দেশ বিক্রির দলিলে দস্তখত দিতেসে তাদের কথা দেশের মানুষ...
12/08/2025

বানরের রুটি ভাগ করার মতো দেশটার ভাগাভাগি চলতেসে! ক্ষমতার লোভে যারা দেশ বিক্রির দলিলে দস্তখত দিতেসে তাদের কথা দেশের মানুষ মনে রাখবে।

একজন এস আইয়ের সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছিলাম,সত্যিই কি রাবার বুলেটে মানুষ মারা যায়? তিনি,একটা হাসি হেসে বললেন,আরে ভাই...
08/08/2025

একজন এস আইয়ের সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছিলাম,সত্যিই কি রাবার বুলেটে মানুষ মারা যায়?
তিনি,একটা হাসি হেসে বললেন,আরে ভাই আমরা যে বুলেট ইউজ করি,সেটা দিয়ে তোমার খুব কাছ থেকে গুলি ছুঁড়লেও মরার রিস্ক কম।

তাদের দাবী পুলিশের গুলিতে আবু সাঈদ মারা যায়।কিন্তু খেয়াল করে দেখবেন,সাঈদের ঘাড়ে কাটা বেয়ে রক্ত বের হচ্ছে। ডাক্তারি রিপোর্টে বলা হয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আবু সাঈদ মারা যায়।

তর্কের খাতিরে ধরে নিলাম পুলিশের গুলিতে সাঈদ মারা যায়।কিন্তু রাবার বুলেটে কি, মারা যাওয়া পরিমাণ রক্ত ক্ষরণ হয়?

জামাত বিএনপি কতটা ভয়ানক,৫ আগষ্টের পর এতো গুলো মানুষের জ/বাই,নৃ*শংস ভাবে আগুনে পুড়িয়ে মারা কিংবা প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে পিটিয়ে মারার দৃশ্য, থেকেও কি শতভাগ নিশ্চিত হওয়া যায় না?
যারা লা/শের রাজনীতি কায়েম করে বার বার ক্ষমতায় গিয়েছে তাদের ইতিহাস জানুন।নিজের ঘুমন্ত বিবেকটারে কাজে লাগান।সব উত্তর পাবেন,তথাকথিত জুলাই আন্দোলনের মূল টার্গেটটাও ধরতে পারবেন।

৫ আগষ্ট ঘটানোর জন্য শুধু একটা লা/শের মিছিল প্রয়োজন ছিল।
সিম্বল _____

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ujjal Dash Chinu - উজ্জ্বল দাশ চিনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ujjal Dash Chinu - উজ্জ্বল দাশ চিনু:

Share