14/08/2025
আওয়ামীলীগ নেত্রী শাম্মীর বাসায় ৫০লাখ টাকা চাঁদাবাজির ঘটনা এবং গতকালকে এনসিপি নেতার রাজ স্বাক্ষীতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঐ স্বাক্ষী,নিজের দায় স্বীকার করেছে এবং পাশাপাশি যারা জড়িত ছিল তাদের নামও প্রকাশ করেছে।
আমি বিষয়টাকে আরেকটু খোলে বলি এবং আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দেই-
১/শাম্মীর বাসায় যে সিসিটিভি ফুটেজ ছিল,আপনার কি মনে হয় না এনসিপির ঐ টুকাই গুলো এটা দেখেছে?
২/যদি দেখে থাকে,তবে এটা চালু রেখেই কেন চাঁদা নিতে গেলো?
এই দু'টো প্রশ্নের বিশ্লেষণটা আগে দেখি,
মূলত তারা চেয়েছিল দেশে একটা অস্থির অবস্থা তৈরি করতে।যেন সবাই ভীত হয়ে পড়ে,বিশেষ করে আওয়ামীলীগার মাইন্ডের যারা আছেন।
এবার,
১/বলুন তো আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মোংলা মাসুদ যে এই ঘটনার নির্দেশদাতা,এটা কিভাবে প্রমাণিত হয়,?
২/বলুন তো,হুটহাট করে কেনই বা এই ছেলেটি সামাজিক মাধ্যমে এসে সবকিছু প্রকাশ করে দিয়েছে?তাও এতোদিন পরে এসে?
দেখুন,প্রথমত বলবো,এই দেশে যত গুলো কুকর্ম ঘটে,সবগুলোই কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়ার নির্দেশেই পরিচালিত হয়।আওয়ামীলীগের কোনো পুটিমাছ যখন রাঘববোয়ালের বাসায় অ্যাটাক করবে,অবশ্যই বড় কোনো মালের নির্দেশনায়ই করবে,বিএনপি,জামাত সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
আমরা পূর্বেও দেখেছি,বিভিন্ন সময়ে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনতে মোংলা মাসুদ থানায় গিয়েছে,তাদেরকে প্রটেক্ট করেছে।
কিন্তু এবারের বনিবনাটা মিলে নি মূলত ভাগাভাগি কম বেশির জন্য।
আসিফ মাহমুদ সজীব ভূইয়ারা এখনো ধুঁয়া তুলসীপাতা সেজে মিডিয়ায় সামনে বয়ান দিচ্ছে,অভিযোগ গুলো উড়িয়ে দিতে চাইছে।কিন্তু আদৌও কি পিঠ বাঁচানো সম্ভব হবে?
সাবধান,ধর্মের কল বাতাসে নড়ে!!