Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর

Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর সত্যের সঙ্গে সবসময় —
(3)

04/08/2025
04/08/2025

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন।

সূত্র: নির্বাচন কমিশন।

04/08/2025

রসময় দাস এর সাতপাক অনুষ্ঠান থেকে সরাসরি —

02/08/2025

বিয়ের পীড়িতে বসলেন ইনামতি গ্রামের রসময় দাস | গায়েহলুদ অনুষ্ঠান ও মঙ্গলস্নান | Marriage Ceremony of Roshomoy Das 2025

Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর

31/07/2025

রসময় দাস'র শুভ পরিণয় উপলক্ষে ধামাইল গান ও নাচ থেকে সরাসরি —

লতিফিয়া ক্বারী সোসাইটি বারঠাকুরী আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন।লতিফিয়া ক্বারী সোসাইটি বারঠাকুরী আঞ্চলিক শাখার ক...
19/07/2025

লতিফিয়া ক্বারী সোসাইটি
বারঠাকুরী আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন।

লতিফিয়া ক্বারী সোসাইটি বারঠাকুরী আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই, শুক্রবার বাদ মাগরিব সোনাসার পশ্চিম মহল্লা জামে-মসজিদে এক সভায় কমিটি গঠন করা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন,দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট'র অফিস সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট'র অফিস সহকারী মতিউর রহমান।
উপস্থিত ছিলেন, লতিফি হ্যান্ডস'র অফিস সহকারী আব্দুল লতিফ হাবিব, মাও: বাহার উদ্দিন খান।

সভায় সবার মতামতের ভিত্তিতে সভাপতি পদে ক্বারি আব্দুন নুর, সাধারণ সম্পাদক পদে মাওলানা তাহের আহমদ চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে মাওলানা শিব্বির আহমদ নির্বাচিত হন। অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি: মাও মাশুক আহমদ, মাও আব্দুল মুকিত, সহ সাধারণ সম্পাদক: মাও ইমরান আহমদ,সাংগঠনিক সম্পাদক: শরীফ উদ্দিন, অফিস সম্পাদক: মো মাছুম আহমদ, প্রচার সম্পাদক: হা: মাও ফয়ছল আহমদ, সদস্য: নেজাম উদ্দিন,হা:কামাল আহমদ, হা:রুহুল আমিন, মো: আব্দুল ফাত্তাহ, মো: সাইদ সুলতান, মো: আফজল হোসেন, মো:ইমাদ উদ্দিন চৌধুরী, মো: জাবির আহমদ, মাও: আব্দুল শহীদ, মাও: আব্দুল মান্নান
।উপদেষ্টাবৃন্দ হলেন- মাওলানা ক্বারী আজিজুল রহমান তাপাদার, মাও: মাসুক আহমদ, মাস্টার ওলিদুর রহমান,মেম্বার আব্দুর রশিদ, মাও: আহমদুর রহমান, মাও: নজরুল হক,হাফিজ খলিল আহমদ, মহি উদ্দিন আলতা, হাফিজ আব্দুল করিম।

মুনশীপাড়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন-জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষ...
13/07/2025

মুনশীপাড়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সম্পন্ন-

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুনশীপাড়া দাখিল মাদ্রাসায় ১৩ জুলাই ২০২৫, রোজ রবিবারে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নারিকেল গাছ রোপণ সম্পন্ন হয়েছে।

এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল মুমিত, সহ-সুপার মাওলানা নেজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক রুহুল আমীন, কাজী মো. লেইছ আহমদ, মাওলানা মোহাম্মদ মিফতাহ উদ্দিন লস্কর, মাওলানা মুস্তাক আহমদ, মাস্টার মইজ উদ্দিন ও শিক্ষার্থী।

📢 হারানো বিজ্ঞপ্তি📢মৌলভীরচক গ্রামের আব্দুল মালিক (মলিক) এর ৫/৬ দিন থেকে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না!ভাই-বোন, স্ত্রী ও ৩ স...
12/07/2025

📢 হারানো বিজ্ঞপ্তি📢

মৌলভীরচক গ্রামের আব্দুল মালিক (মলিক) এর ৫/৬ দিন থেকে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না!
ভাই-বোন, স্ত্রী ও ৩ সন্তানসহ এলাকাবাসী খুবই দূঃচিন্তায় আছেন।

উল্লেখ্য যে, তিনি রাজমিস্ত্রী, গাছ কাঠা,গরু মহিষের ব্যবসার সাথে জড়িত।
কেউ কেউ ধারণা করছেন উনি ভারতে গিয়ে বিএসএফের ধাওয়া খেয়ে কোথায় আছেন/গেছেন কেউ জানে না!

উনার সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন উনার পরিবার।

সবাই পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

02/07/2025

কসকনকপর খোঁজারমহল্লা নিবাসী, আল্লামা ফুলতলী সাহেব রহ. এর ছোট বোন, মরহুম শুয়াইবুর রহমান ও এডভোকেট আতিকুর রহমান সাহেবের মমতাময়ী মা গতকাল রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ইন্তেকাল হয়েছেন।
ইন্না...................রাজিউন।

মরহুমার যানাযার নামাজ আজ দুপুর ২ ঘটিকার সময় খোঁজারমহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

27/06/2025

অসাধারণ ট্রাইবেকার | সেমিফাইনাল ম্যাচ | থানাবাজার একাদশ বনাম ইয়েস ক্লাব | উইন থানাবাজার।

Address

Zakiganj
Sylhet

Telephone

+8801753123888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share