Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর

Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর সত্যের সঙ্গে সবসময় —
(3)

25/10/2025

কবাডি টুর্নামেন্ট ২০২৫ | মাতারগ্রাম হাডুডু টুর্নামেন্ট থেকে সরাসরি —

25/10/2025

জকিগঞ্জ-কানাইঘাটে হুজুর হুজুর ঘ্রাণ আসছে।

25/10/2025

রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মরণে আয়োজিত গজল সন্ধ্যা | ইছামতি শাহী ঈদগাহ মাঠ থেকে সরাসরি —

তালামীযে ইসলামিয়া কসকনকপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন আলী আকবর সভাপতি, ফজলে রাব্বি সম্পাদক। বাংলাদেশ আনজুমানে তালামীয...
21/10/2025

তালামীযে ইসলামিয়া কসকনকপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

আলী আকবর সভাপতি, ফজলে রাব্বি সম্পাদক।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলাধীন ৮ নং কসকনকপুর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর, ২০২৫ ঈসায়ী, সোমবার বেলা ২ ঘটিকায় ইনামতি মোকাম মসজিদে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি আল মাহবুব এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলী আকবর এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী ।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সংগঠনের জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক, প্রচার সম্পাদক মোফাজ্জল আহমদ, লতিফিয়া কারী সোসাইটি কসকনকপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাও. আতাউর রহমান, কসকনকপুর ইউনিয়ন আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাও. মাশহুদুল হক, তালামীযে ইসলামিয়া কসকনকপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান সায়েম, খলিলুর রহমান, মসজিদের ইমাম মাও. সুফিয়ান আহমদ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আলী আকবর ইপন- কে সভাপতি, ফজলে রাব্বি রোমন- কে সাধারণ সম্পাদক ও আশরাফ আহমদ মিরাসী- কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ-সভাপতি ইয়ামিন আহমদ, আল আমিন লস্কর, সহ-সাধারণ সম্পাদক- মো. ফজলে রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক- সালমান আহমদ, আহমদ আল রাহি, প্রচার সম্পাদক নাফিজুল ইসলাম ইমন, সহ প্রচার সম্পাদক সাহান আহমদ রুম্মান, অর্থ সম্পাদক সারওয়ার হোসেন রাজা, অফিস সম্পাদক আদনান আহমদ, সহ-অফিস সম্পাদক আহমদ আল ইমরান, সুলতান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরাফাত সিদ্দিকী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, আশরাফ সিদ্দিকী, আল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহি উদ্দিন খান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- আবু তালহা মাহদী, সাকিল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহমিদুর রহমান নাকিব, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক- শাকিল চৌধুরী রিমন, শাহাবুল আলম, হুসাম উদ্দিন, সদস্য- আহসান উদ্দিন, ইমদাদুল্লাহ, আব্দুস ছামাদ, সুফিয়ান আহমদ, মো. রুহুল আমীন, আবিদ আহমদ, রাসেল আহমদ প্রমূখ।

21/10/2025

প্রিয় নেতাকে সামনে রেখে যুবদল নেতা বুরহান উদ্দিন ও সেলিম আহমদ যে স্লোগান ধরলেন -

20/10/2025

শ্যামা পুজা উপলক্ষে কালিগঞ্জ জয় মা কালি যুব সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সত্যজিত দত্ত পুরকায়স্থ অজয়

20/10/2025

শ্যামা পুজা উপলক্ষে কালিগঞ্জ জয় মা কালি যুব সংঘ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সজল দত্ত পুরকায়স্থ -

20/10/2025

শ্রী শ্রী চন্ডি পাঠ | সজল দত্ত পুরকায়স্থ | শ্যামা পুজা উপলক্ষে জয় মা কালি যুব সংঘ কালিগঞ্জ থেকে সরাসরি —

20/10/2025

জকিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের শুভ দীপাবলি উদযাপন | ইনামতি গ্রামের বাবুর বাড়িতে দীপদান সম্পন্ন -

19/10/2025

জকিগঞ্জ-কানাইঘাটে নির্বাচনের হাওয়া বইছে | জকিগঞ্জ উপজেলা ছাত্রদল ৩১ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় | বিএনপির নির্বাচনী গান ২০২৫

19/10/2025

জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শরীফগঞ্জ বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ সম্পন্ন -

18/10/2025

কালিগঞ্জে নুমান উদ্দিন হত্যার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা থেকে সরাসরি —

Address

Zakiganj,Sylhet.
Sylhet

Telephone

+8801753123888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakiganj Mirror - জকিগঞ্জ মিরর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share