
04/08/2025
🖤 মৃত্যুর পরও পড়ে থাকে কোটি কোটি টাকা...
আর জীবদ্দশায় নিজের জন্য একটু সময়ও খরচ করা হয় না!
এক ধনকুবের মারা গেলেন। রেখে গেলেন প্রায় ২০০ কোটি টাকা।
কিছুদিন পরই তার স্ত্রী বিয়ে করলেন—ড্রাইভারকে!
ড্রাইভার মনে মনে বলল,
👉 “আমি ভেবেছিলাম আমি তার জন্য কাজ করছি। এখন দেখি, উনি আসলে আমার জন্যই কাজ করেছেন!”
🔍 এই তো জীবন!
সব টাকাপয়সা, সব স্বপ্ন, সব আয়োজন—শেষমেশ অন্য কেউ ভোগ করে।
আর আমরা শুধু ছুটতে থাকি,
হাঁপাতে হাঁপাতে বাঁচতে ভুলে যাই।
---
🎯 সত্যিটা সহজ:
অতিরিক্ত ধনী হওয়ার চেয়ে সুস্থ ও সচেতনভাবে বেঁচে থাকাটাই বেশি জরুরি।
🌱 তাই অবিরাম কামাই নয়—সচেতনভাবে বাঁচা শিখুন।
নিজেকে ভালোবাসুন, জীবনকে উপভোগ করুন।
---
🤔 একটু খেয়াল করে দেখুন— 🔹 মোবাইলের ৭০% ফিচার কখনও ব্যবহার করি না
🔹 গাড়ির ৭০% গতি আমাদের প্রয়োজনই পড়ে না
🔹 বাড়ির ৭০% জায়গা খালি পড়ে থাকে
🔹 আলমারির অর্ধেক কাপড় মাসের পর মাস ছোঁয়া হয় না
🔹 জীবনের সব কষ্টে উপার্জিত টাকা ভোগ করে সেই মানুষগুলো,
যারা হয়তো বছরে একদিনও আপনার জন্য দোয়া করে না
---
🧠 তাহলে বাঁচবো কিভাবে?
✔ অসুস্থ না হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
✔ যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে দুশ্চিন্তা করবেন না
✔ মানুষকে ক্ষমা করে দিন, রাগে নিজেই পোড়ে মানুষ
✔ জল পান করুন, শরীরকে ভালোবাসুন
✔ প্রয়োজনে একটু ছাড় দিন—জিতে গেলেই সব পাওয়া যায় না
✔ জীবনসঙ্গীর হাতে মাঝে মাঝে হাত রাখুন, বলুন:
“তুমি আছো বলেই জীবন সহজ লাগে”
✔ যতই বড় হোন, বিনয়ী হোন
✔ পরিবারকে সময় দিন, মাঝে মাঝে ঘুরে আসুন
✔ ধনী না হলেও কৃতজ্ঞ থাকুন—সুখ মানেই টাকা নয়
✔ সূর্যোদয়, বৃষ্টি, সমুদ্র, চাঁদ—এসবও জীবনের অংশ
✔ গা ভিজিয়ে হাসুন, হাসতে হাসতে বাঁচুন
---
🪷 জীবন তো একটাই!
তাই শুধু দৌড়াতে দৌড়াতে মরবেন না—
👉 আসল কাজ হচ্ছে, জেগে জেগে বাঁচা।