Sheikh Tune

Sheikh Tune আসসালামু আলাইকুম
লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন

ভীড় থেকে আলাদা হওয়াটা ভীষণভাবে প্রয়োজন ...ভালো করে খেয়াল করলে দেখবে—পৃথিবীর ইতিহাসে যারা নিজেদের নাম রেখে গেছে,তারা কখনো...
27/10/2025

ভীড় থেকে আলাদা হওয়াটা ভীষণভাবে প্রয়োজন ...
ভালো করে খেয়াল করলে দেখবে—
পৃথিবীর ইতিহাসে যারা নিজেদের নাম রেখে গেছে,
তারা কখনো ভীড়ের অংশ হয়ে থাকেনি।
বরং তারা ছিল আলাদা,
ভিন্ন চিন্তায়, ভিন্ন পথে, ভিন্ন সাহসে।

ভীড় সবসময় নিরাপদ,
কিন্তু ভীড়ের ভেতরে থেকে নিজেকে চিনে নেওয়া অসম্ভব।
ভীড় তোমাকে শেখাবে কিভাবে “মিলে যেতে হয়”,
কিন্তু খুব কম মানুষ শেখাবে কিভাবে “নিজেকে আলাদা করে গড়ে তুলতে হয়।”

নিজের পরিচয় বানাতে গেলে,
অন্যদের মতো হওয়া চলবে না।
তোমার ভাবনা, তোমার কথা, তোমার পথচলাতেই থাকতে হবে এক বিশেষ ছাপ।
কারণ আলাদা মানুষরাই একদিন দুনিয়াকে বদলে দেয়।

সুতরাং, ভীড়কে ভয় পেও না...
ভীড় থেকে একটু দূরে সরে গিয়ে নিজের আলোয় জ্বলে ওঠো।

কারণ নিজের পরিচয় তৈরি হয় ঠিক তখনই,
যখন তুমি নিজেকে আলাদা করে চিনতে শেখো।।

©️selfconfidence

Bangladesh is not for beginners!
26/10/2025

Bangladesh is not for beginners!

23/10/2025

🌿 প্রিয় সিলেটবাসী, সুন্নাতি চিকিৎসা হিজামায় চলছে বিশেষ ছাড়! 🌿

👉 হিজামা একটি সুন্নাতি চিকিৎসা, যা প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে শরীরকে করে তোলে সতেজ ও সুস্থ।
এর মাধ্যমে ইনশাআল্লাহ উপকার পাওয়া যায়—
✅ উচ্চ রক্তচাপ
✅ মাথাব্যথা (মাইগ্রেন)
✅ কোমর ও হাঁটুর ব্যথা
✅ ঘাড়ে ব্যথা
✅ চুল পড়া, ব্রণ, অ্যালার্জি
এছাড়াও আরও অনেক রোগে।

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়।" – (সহীহ বুখারী)

✨ আমাদের বিশেষ আয়োজনের মাধ্যমে সবাইকে হিজামার উপকারিতা জানানো এবং সুন্নাহ ভিত্তিক এই চিকিৎসা সবাইকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
👉 এই অফারটি থাকছে সীমিত সময়ের জন্য।

🔹 কেন আল হেরা হিজামা সেন্টার বেছে নেবেন?
✔️ অভিজ্ঞ ও প্রশিক্ষিত থেরাপিস্ট দ্বারা চিকিৎসা
✔️ আপনার সমস্যা বুঝে উপযুক্ত চিকিৎসা প্রদান
✔️ মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ও মহিলা স্পেশালিস্ট
✔️ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই

📞 আজই যোগাযোগ করুন: 01712-032525

#সিলেট_হিজামা #আলহেরা_হিজামা_কটেজ #হিজামা_cupping_therapy #সুন্নাহ_হিজামা

22/10/2025
লুইচ্চা, চরিত্রহীন মাসনা কাসেমী নামের অসভ্য আর ইতরটারে তার হালাল (!) পতিতালয় নিয়ে যে এদেশের প্রতিনিধিত্বশীল হুজুররা কিছু...
20/10/2025

লুইচ্চা, চরিত্রহীন মাসনা কাসেমী নামের অসভ্য আর ইতরটারে তার হালাল (!) পতিতালয় নিয়ে যে এদেশের প্রতিনিধিত্বশীল হুজুররা কিছু বলতেছে না এইটার দায় এসব হুজুরদের অবশ্যই নিতে হবে। এখানে যেই সিস্টেমে, যেই প্রসেসিংয়ে তারা প্রতিষ্ঠান খুলে বিয়ে নামের ফাইজলামিটা করে এটাকে হয়ত পতিতাবৃত্তি নয়ত 'মুতআ বিয়ে' (চুক্তিভিত্তিক) বলতে হবে। এইটাকে যদি সুন্নত বলে তাহলে সুন্নত অবমাননার জন্য এই ইতর প্রাণীটাকে আলাদা করে জু-*তা দিয়ে পিটানো উচিত বলে মনে করি।

আমার কাছে এই ইতরের পতিতালয় সিস্টেমের প্রতিষ্ঠানে বিয়ে নামের ফাইজলামির প্রসেসিংটা অনরেকর্ডেট আছে। কিভাবে এখানে বিয়ের মত একটি সুমহান কার্যক্রমকে পতিতাবৃত্তির আদলে ব্যবসায়িক সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে তার একটা অনরেকর্ড অডিও ক্লিপ আছে। আমার ইচ্ছা ছিলো বিষয়টা একদম প্র্যাকটিক্যাল করে ফেলার জন্য একটা মেয়েকে তাদের হেরেম থেকে নিয়েও আসবো। তারপর বিষয়টা নিয়ে কথা বলবো। পরে ভাবলাম এটা ব্যাকফায়ার করতে পারে। রেকর্ডই এনাফ। কখনও প্রোপার প্রতিকার হবে বুঝলে এই ডকুমেন্ট দিয়ে দিবো জাতীয় মিডিয়া বা কোথাও।

এই ইতরের সাথে আমার চেনা ইসলামী অঙ্গনের প্রায় লুচুদেরই সম্পর্ক আছে। নামসহও বলতে পারি কয়েকটা। সেইসব লুচুরা উপরে উপরে বিরাট রকমের হুজুর সেজে সেজে রাইতের আন্ধারে এসব অসভ্যতা করে বেড়ায়। ওই লুচুদের চেহারাও সামনে আসা উচিত।

গতকাল এক ক্লিপে দেখলাম এই বহুগামী ইতর প্রাণীটা বলতেছে, বিয়ে করা রাসুলের সুন্নাত হলে তালাক দেওয়াও রাসুলের সুন্নাত। রাসুল স. নাকি বলছে এভাবে মেয়ে ধরে ধরে তালাক দিতে। ইভেন সে একশ বিয়ে করবে ভালো চারটা বউয়ের জন্য। পুরাই একটা পশুত্বের স্বভাব বলা যায়।

পশুরাই এমন বাছ-বিচারহীন, নিয়ম-নীতিহীন বহুগামিতা করে বেড়ায়। কোনো মুস্থ মানুষ এই ধরণের সাইকোগীরি করতে পারে না। এই পশুকে অবশ্যই রিহ্যাব সেন্টারে ভর্তি করে নুনুতে কারেন্টের শক দেওয়া উচিত।

বাস্তবতা হলো - ধ*র্ষক আর নারীলোভী চরিত্রহীন ইতররা কখনওই পৃথিবীর কোনো নারীর মধ্যে সুখ খুঁজে পাবে না। এদের মস্তিস্ক বিকৃত হওয়ার কারণে মেয়ে দেখলেই এদের কেবল মেয়েদেরকে ভোগ করতে মন চায়। নুনু দাড়ায়া যায়। সেই ভোগটাই অনেকে ধ*র্ষণের মাধ্যমে করে, অনেকে লুচুগীরির প্রেমের ফাঁদে ফেলে করে, কেউ ব্লাকমেইল করে করে আর এই মামুন কাসেমীদের মত ইতর হুজুররা দ্বীনি সিস্টেম বের করে ইসলামের নামের মধ্য দিয়ে করে।

এই ইতরের আর এক লেখায় দেখছিলাম - সে বলতেছে তাঁর এই বহুনারী ভোগের ইসলামি পন্থা (!) যারা অস্বীকার করে তারা নাকি তাগুত। এই তাগুতের সাথে তার লড়াই চলবে। অথচ শরিয়াহ থাকলে এইটারে চুক্তিভিত্তিক নারীভোগের কারণে অথবা জিনার গুনাহ নিজে করা ও অপরকে করানোর কারনে অনেক আগেই দুনিয়া ছেড়ে রজম খেয়ে চলে যাওয়া লাগতো। এই পশুটা এখন তাগুত নির্ধারণ করে তার লুইচ্চামির বিরোধিতা কেউ করলে। তাগুত কত সহজ এই অসভ্যগুলোর কাছে।

এই ইতরকে সম্মিলিতভাবে থামান প্লিজ। জাস্ট প্রোপার অনুসন্ধান করলে এবং এই ইতরদের কথিত বিয়ের সিস্টেম সম্পর্কে জানলে আপনি নিজেই দুঃখ পাবেন ইসলামকে এবং বিয়ের মত একটা মহান কার্যক্রমকে এরা কিভাবে নষ্ট করে দিচ্ছে তা দেখে।

অনেকে ভাবেন এত মেয়ে এরা পায় কই? ভাই, প্রকাশ্যে অপ্রকাশ্য পতিতালয়গুলো যেভাবে মেয়ে পায় এরাও সেভাবেই পায়। অসহায়, অর্থলোভ অথবা ধর্মীয় ব্লাকমেইল - এই তিন পয়েন্টেই মেয়ে আসে। এখানে অর্থনৈতিক ও শারিরিক লাভ-লোভের হিসাব আছে এজন্য এটা চলমান রাখার সব কোশেশই করা হবে। ইভেন আমি ধারণা করি এরা বিভিন্ন বড় বড় বক্তা ইসলামি সেলিব্রিটিদেরকে মেয়ে সাপ্লাই করে করে তাদেরকে ব্লাকমেইল করার মধ্যেও থাকতে পারে! এই পয়েন্টটার কোনো ডকুমেন্ট আমার কাছে নাই। এটা আমার ধারণা। এজন্যই এদের ব্যাপারে জাতীয় গণমাধ্যম থেকে অনুসন্ধান হওয়া উচিত।

অনেক সাইড ইতর আর লুচুরা এখানে কমেন্টবক্সে আসবে এই ইতরের পক্ষে বিভিন্ন কমেন্ট করার জন্য। এই সাইড ইতরগুলো ইসলামে বিয়ের প্রসেসিং ও বিয়ের সিস্টেম সম্পর্কে কিছুই জানে না। রাসুল স. বিয়ের যে মডিউল আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো সম্পর্কে কোনো ধরণের জানাশোনা এদের নেই।

লেখা অনেক বড় হয়ে গেছে তাই এ বিষয়ে বললাম না। কেবল কয়েকটা নোট পয়েন্ট বলি।

- রাসুল স. উনার তেষট্টি বছর জিন্দেগীর ৫০ বছর পার করেছিলেন কেবল একটিমাত্র বিয়ে করে। হযরত খাদিজা রাদি. বেঁচে থাকতে তিনি দ্বিতীয় বিয়ে করেননি। খাদিজা রাদি. ইন্তেকালের বছরকে আমুল হুজন বলা হয়েছে। হযরত খাদিজাকে কবরস্ত করার পর রাসুল স. সেখানে কান্নাভেজা চোখে দাড়িয়ে ছিলেন। সবাই চলে যাওয়ার পরও রাসুল স. কবরপাশে দাড়িয়ে ছিলেন। ইসলামের বয়ানে স্ত্রীর প্রতি মায়া এভাবেই দেখিয়ে গেছেন রাসুল স.। খাদিজা রাদি. ইন্তেকালের পর রাসুল স. আরো একাধিক বিয়ে করেছেন তবে সেগুলো বেশিরভাগেরই ভিন্ন ব্যাখ্যা ও নবুওয়াতের সাথে খুসুসি হওয়ার আলাপ আছে।

- যারা মহরানা নিয়ে কথা বলেন তাদের জন্য বলি - রাসুল স. পনেরোশ বছর আগে উনার মেয়েকে প্রায় দশলক্ষ টাকা মহরানায় বিয়ে করিয়েছিলেন। হিসাব করে দেখেন হাদিস মোতাবেক।

ইসলামে বিয়েকে সহজ ও পবিত্র রাখা হয়েছে। এখানে শরয়ি ও ফিকহি সঠিক বিস্তার না থাকলে ইসলামের নিয়মকে বিকৃতভাবে ব্যবহার করে এই মামুন কাসেমীদের মত ইতররা বিয়েকে বানায়া নিবে পতিতাবৃত্তি ও অর্থ কামাইয়ের মাধ্যম। এখন অন্তত এগুলো স্টপ করানো উচিত। এবং এর দায়িত্ব আলেমদের। ইসলামপন্থীদের।

বাংলার মাটিতে আজ এক আশ্চর্য দৃশ্য দেখা গেল—কালের কফিন ভেদ করে এক গণতন্ত্র-পূজারী ফিরে এসেছেন, শিক্ষা দিতে এক রোজাদার মান...
20/10/2025

বাংলার মাটিতে আজ এক আশ্চর্য দৃশ্য দেখা গেল—
কালের কফিন ভেদ করে এক গণতন্ত্র-পূজারী ফিরে এসেছেন, শিক্ষা দিতে এক রোজাদার মানুষকে!

মৃতরা যখন জীবিতদের উপদেশ দিতে উঠে আসে, তখন সত্যিই ভাবতে হয়—
আমরা আসলে কোন যুগে বাস করছি?

এখন আবার প্রচার চলছে— রোজাদার নাকি “উগ্রতা” দেখাচ্ছেন!

বলি, এতো বছর ধরে সেই পূজারীরা হেকমতের আলো জ্বেলে কার কী আলোকিত করলেন?

নাকি, নিজেদের অক্ষমতার আঁধারেই শুধু স্বার্থান্বেষের দ্বীপ জ্বালাচ্ছেন?

“পরিবর্তন নিজের থেকেই শুরু হোক"... জীবনের যেকোনো উন্নতি, প্রগতি বা ইতিবাচক পরিবর্তনের মূল উৎস নিজেকেই হতে হবে। আমরা অনেক...
18/10/2025

“পরিবর্তন নিজের থেকেই শুরু হোক"...

জীবনের যেকোনো উন্নতি, প্রগতি বা ইতিবাচক পরিবর্তনের মূল উৎস নিজেকেই হতে হবে। আমরা অনেক সময় চাই অন্যরা বদলাক, পরিস্থিতি বদলাক, কিন্তু প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের অন্তরের চেতনা থেকে।

১. নিজের দায়িত্ব নেওয়া

যখন আমরা নিজের আচরণ, মনোভাব, ও চিন্তাভাবনার জন্য দায়িত্ব নিই, তখন আমরা অন্যের উপর অভিযোগ করার প্রয়োজন অনুভব করি না।
উদাহরণ:

গাড়ির ধুলো বা ঘরের অগোছালো অবস্থা নিয়ে অভিযোগ না করে, নিজেই প্রথম ধুলো পরিষ্কার বা জায়গা গোছানো শুরু করা।

সম্পর্কের সমস্যা নিয়ে ক্রমাগত অভিযোগ না করে, নিজেই শান্ত ও সদয় আচরণ করা।

২. নিজেকে মূল্যায়ন করা

পরিবর্তনের জন্য প্রথম ধাপ হলো নিজের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা:

কোন অভ্যাস বা চিন্তা আমাকে পিছনে টানছে?

আমি কোন বিষয়ে অস্থির বা হতাশ বোধ করি?

কোন গুণ বা ক্ষমতা আমাকে আরও সজাগ ও শক্তিশালী করে?

এই আত্ম-বিশ্লেষণ আমাদের বুঝতে সাহায্য করে কোন দিক পরিবর্তনের প্রয়োজন।

৩. ছোট ছোট পদক্ষেপে শুরু করা

পরিবর্তন বড় বা কঠিন হতে হবে এমন নয়। ছোট, দৈনন্দিন পদক্ষেপ অনেক বেশি শক্তিশালী।
উদাহরণ:

রাগ কমানোর জন্য দৈনিক ৫ মিনিট ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা।

নিজের সময়কে পরিকল্পিত করা।

ইতিবাচক ভাষায় কথা বলা শুরু করা।

৪. মনকে প্রস্তুত করা

পরিবর্তন মানসিকভাবে প্রস্তুতির প্রয়োজন। নিজের ভেতরের মানসিকতা বদলালে বাহ্যিক জীবনের পরিবর্তন স্বাভাবিকভাবেই আসে।

নেতিবাচক চিন্তা ধরার আগে থামুন।

ইতিবাচক মননশীলতা চর্চা করুন।

নিজের প্রতি দয়া ও সহানুভূতি বজায় রাখুন।

৫. অন্যকে অনুপ্রাণিত করা

যখন আমরা নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনি, তখন অন্যরাও তা দেখতে পায় এবং অনুপ্রাণিত হয়। নিজের উদাহরণই সবচেয়ে প্রভাবশালী শিক্ষণ।

“পরিবর্তন নিজের থেকেই শুরু হোক” নিজেকেই প্রথম দিকে বদলাতে হবে, নিজের অভ্যাস, মনোভাব, এবং চিন্তাভাবনা দিয়ে পৃথিবীতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। এটি আত্মদায়িত্ব, সচেতনতা, এবং ধৈর্যের কাজ।

📌 আপনার সন্তানের বয়স কি ১৫+?আপনার সন্তান এখন ১৫ পেরিয়েছে? অভিনন্দন 🌱সে এখন জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে —শিশু...
17/10/2025

📌 আপনার সন্তানের বয়স কি ১৫+?

আপনার সন্তান এখন ১৫ পেরিয়েছে? অভিনন্দন 🌱
সে এখন জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে —
শিশু নয়, আবার পুরো বড়ও নয়।
এই সময়টায় আপনি যেভাবে তাকে গাইড করবেন, সেটাই ঠিক করবে তার ভবিষ্যৎ দিক।

চলুন জেনে নিই, এখন কীভাবে তাকে "দায়িত্বশীল মানুষ" হিসেবে গড়ে তোলা যায় 👇

🧭 ১️⃣ ছোট দায়িত্ব দিন
ওর হাতে ছোট ছোট দায়িত্ব দিন —
ঘরের কাজ, নিজের জিনিস নিজে দেখা, ছোট ভাইবোনের হোমওয়ার্ক দেখা।
এগুলোই ওর চরিত্রে “দায়িত্ববোধ” নামের সোনার বীজ বপন করবে 🌱

🧺 ২️⃣ বাজারে পাঠান
সপ্তাহে একদিন ওকে বাজারে পাঠান।
ওখানেই শিখবে "নেগোসিয়েশন", "বুদ্ধি খাটানো", "মানুষের সাথে মিশে চলা" —
এই তিনটা জিনিস স্কুলে শেখানো হয় না, কিন্তু জীবনে সবচেয়ে কাজে লাগে 💡

💰 ৩️⃣ নিজের চেষ্টায় কিছু আয় করুক
১৫ বছর থেকেই ওকে শেখান —
নিজে কিছু উপার্জনের মানে কী!
হোক সেটা টিউশনি, আঁকাআঁকি, ডিজাইন, বা অনলাইন ছোট কাজ।
নিজে আয় করলে ও বুঝবে —
"টাকার মূল্য শুধু টাকায় নয়, তাতে জড়িয়ে থাকে সময়, পরিশ্রম আর সম্মান!" 💪

❤️ ৪️⃣ ওর মন বোঝার চেষ্টা করুন
এই বয়সে ওর মনে নতুন রঙ আসবে, নতুন অনুভূতি জাগবে।
এটা খুব স্বাভাবিক।
ওকে বন্ধুর মতো পাশে নিন, খোলাখুলি বুঝিয়ে বলুন —
“তোমার অনুভূতি ভুল নয়, কিন্তু সময়ের আগে কিছুই সুন্দর হয় না।”

💬 ৫️⃣ ওর মতামত শুনুন
ওর চিন্তা, ওর কথা শুনুন।
পরিবারের ছোটখাটো সিদ্ধান্তে ওর মতামত চাইুন।
ও অনুভব করবে — “আমাকেও গুরুত্ব দেওয়া হয়।”
এভাবেই জন্ম নেয় আত্মবিশ্বাস 🌟

🌿 ৬️⃣ ভালো মানুষের সান্নিধ্যে আনুন
ওকে এমন মানুষদের মাঝে রাখুন, যারা সত্যিকারের ভালো।
বিখ্যাত না হলেও যাদের ভেতর আছে সততা, পরিশ্রম আর ভদ্রতা।
ওরা-ই ওর জীবনের জীবন্ত অনুপ্রেরণা হবে 🔥

📖 ৭️⃣ নিজের জীবনের গল্প শোনান
আপনার সাফল্যের, সংগ্রামের গল্প ওকে বলুন।
রিয়েল লাইফ গল্পই সবচেয়ে শক্তিশালী মোটিভেশন 💎

🤝 ৮️⃣ ওর সাথে বন্ধুত্ব করুন
ওর প্রিয় আত্মীয়, বিশ্বস্ত বন্ধুদের সাথে পরিচয় করান।
যাতে প্রয়োজনের সময় ও কারও ওপর ভরসা করতে পারে।
আপনি না থাকলেও, আপনার মতো কেউ ওর পাশে থাকবে — এটাই জীবনের আসল সেফটি নেট।

💡 ৯️⃣ সামান্য সমস্যাও শেয়ার করুন
সব না হলেও কিছু কিছু দুশ্চিন্তা ওর সাথে ভাগ করুন।
ও বুঝতে শিখবে —
“বাবা-মাও মানুষ, তাদেরও লড়াই আছে।”
এতে ও আরও সহানুভূতিশীল, মাটির মানুষ হয়ে উঠবে 🌼

🕊️ মনে রাখবেন —
১৫ বছর বয়সে ওর হাতে বইয়ের চেয়ে বেশি দরকার আপনার সময়, পরামর্শ আর ভালোবাসা।
এটাই ওর জীবন গড়ার স্বর্ণযুগ।

আজ ওকে গড়ে তুলুন,
আগামীকাল ও-ই হবে আপনার সবচেয়ে বড় গর্ব 💖

Address

Sylhet

Telephone

+8801772437280

Website

https://www.youtube.com/@Sheikhtune

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Tune:

Share

Category