The Moment

The Moment This is a media related page.

১০৫* রান। এর মধ্য থেকে শুধুমাত্র ২০ রান বাউন্ডারিতে এসেছে। বাকি সব রান নিয়েছেন দৌড়ে। ৩৬ বছর বয়সে এসে এমনটা সত্যিই প্রশংস...
17/06/2025

১০৫* রান। এর মধ্য থেকে শুধুমাত্র ২০ রান বাউন্ডারিতে এসেছে। বাকি সব রান নিয়েছেন দৌড়ে। ৩৬ বছর বয়সে এসে এমনটা সত্যিই প্রশংসনীয়।

ফ্রিল্যান্সিংয়ে রেকর্ড গড়ছে শিক্ষার্থীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া ✊টেকজোন দক্ষতা বৃদ্ধির কথা বলে। এগিয়ে যাও...
29/05/2025

ফ্রিল্যান্সিংয়ে রেকর্ড গড়ছে শিক্ষার্থীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া ✊

টেকজোন দক্ষতা বৃদ্ধির কথা বলে। এগিয়ে যাওয়ার কথা বলে। নিজের পারার ক্ষমতাকে নতুনভাবে জাজ করার কথা বলে। যারা চিন্তা করে আমার দ্বারা কিচ্ছু হবে না তাদেরকে নতুন স্বপ্ন দেখতে সাহায্য করে। টেকজোনের সহযাত্রী হোন।ক্যারিয়ারে এগিয়ে থাকুন।

আজকে ভর্তি হওয়া শিক্ষার্থীবৃন্দ 👇

১.গ্রাফিক ডিজাইন কোর্সে ভূকশিমইলের বহুল পরিচিত অনলাইন পেইজ মৌচাক টিভি - Moucak tv 'র কর্ণধার রায়হান আহমেদ।
২.গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হওয়া ভূকশিমইলের পরিচিত মুখ জাহিদ হাসান।

🔰ঈদ পরবর্তী ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ব্যাচে ভর্তি চলছে। ১০০% ইনকাম গ্যারান্টির পাশাপাশি পাবেন শতভাগ সাপোর্ট।
🔰 শুধুমাত্র মেয়েদের আলাদা স্বতন্ত্র ব্যাচে ভর্তি চলছে। ক্লাস শুরু আগামী সপ্তাহে।

📢📢প্রতিষ্ঠান কোড - ৭৩০৫১

📍 ঠিকানা: 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া শপিং কমপ্লেক্স, উত্তরবাজার, কুলাউড়া
📞 যোগাযোগ:01335662968/01762801848

জীবনে স্কিলফুল না হলে এগিয়ে যাওয়া ভীষণ কষ্টের।স্কিল গড়ার কারিগর টেকজোন কুলাউড়া। ভালো কিছু আশা করছি টেকজোন থেকে।
23/05/2025

জীবনে স্কিলফুল না হলে এগিয়ে যাওয়া ভীষণ কষ্টের।স্কিল গড়ার কারিগর টেকজোন কুলাউড়া। ভালো কিছু আশা করছি টেকজোন থেকে।

22/05/2025

আলহামদুলিল্লাহ! প্রিয় ভাইদের প্রতিষ্ঠান TechZone Kulaura বড় হচ্ছে দিন দিন। শুভ কামনা টেকজোনের জন্য।

আমাদের আস্থাভাজন ও প্রিয়দের প্রতিষ্ঠান। বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনার সন্তানকে ভর্তি করতে পারেন।
17/05/2025

আমাদের আস্থাভাজন ও প্রিয়দের প্রতিষ্ঠান। বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনার সন্তানকে ভর্তি করতে পারেন।

কম্পিউটার ও ফ্রিল্যান্সিংয়ের মাস্টার হতে চলে আসুন 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়ায়।

প্রিয় সদ্য সমাপ্ত এসএসসি শিক্ষার্থীবৃন্দ! ফ্রি এই সময়ে সময় নষ্ট না করে স্কিল শিখুন ক্যারিয়ার গড়ুন।
🔴 স্কিলছাড়া প্রতিদ্বন্দ্বী ব্যাস্ত এ জীবনে টিকে থাকা কঠিন। স্কিলের প্রশ্নে টেকনোলজির এ যুগে সবচেয়ে এগিয়ে কম্পিউটার স্কিল। যার কম্পিউটার দক্ষতা যতবেশি দেশে অথবা বিদেশে সে চাকুরীর ক্ষেত্রে একধাপ এগিয়ে।

🔴 গতানুগতিক পদ্ধতির কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের ভিড়ে 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া সম্পুর্ন ব্যাতিক্রম। 'টেকজোন' কোর্স শিখায় না বরং স্কিল শিখায়।শিক্ষার্থীকে কম্পিউটারের মাস্টার বানায়।

🔴 ফ্রিল্যান্সিংয়ে টেকজোনের জুড়ি মেলা ভার। ফ্রিল্যান্সিংয়ের প্রতিটি কোর্স হাতে কলমে শিখানোর পাশাপাশি ইনকাম করা পর্যন্ত সাপোর্ট।

🔴 আলহামদুলিল্লাহ! আমাদের গ্রাফিকের বেশ কিছু শিক্ষার্থীর প্যাসিভ ইনকাম শুরু হয়েছে।

🔰এসএসসি পরবর্তী কম্পিউটার ও স্পোকেন ইংলিশের নতুন ব্যাচে ভর্তি চলছে।
🔰ফ্রিল্যান্সিংয়ের হটকেক ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে।
🔰বিদেশগামীদের অফিস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে।
🔰বাচ্চাদের ছোট থেকে গড়ে তুলতে কিডস ইংলিশ + কম্পিউটার কোর্সে ভর্তি চলছে।
🔰 টেকজোন কম্পিউটারের টাইপিং শিখাচ্ছে ৩ ভাষায়। বাংলা ইংরেজি ও আরবীতে।

📢📢প্রতিষ্ঠান কোড - ৭৩০৫১

📍 ঠিকানা: 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া শপিং কমপ্লেক্স, উত্তরবাজার, কুলাউড়া
📞 যোগাযোগ:01335662968/01762801848

29/04/2025

কম্পিউটার আর ফ্রিল্যান্সিংয়ে কুলাউড়ার অনন্য এক প্রতিষ্ঠান TechZone Kulaura.

𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়ার জনপ্রিয় কোর্স 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧+𝐀𝐢 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 কোর্স শুরু আগামী সপ্তাহে 💻গতানুগতিক কম্পিউটার আর ফ্রি...
12/04/2025

𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়ার জনপ্রিয় কোর্স 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧+𝐀𝐢 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 কোর্স শুরু আগামী সপ্তাহে 💻

গতানুগতিক কম্পিউটার আর ফ্রিল্যান্সিং কোর্সের ধারণা পাল্টে দিতে কুলাউড়ায় যাত্রা শুরু হয়েছে 'টেকজোনের'। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটিতে শুরু হচ্ছে 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧+𝐀𝐢 𝐰𝐢𝐭𝐡 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 কোর্সের নতুন ব্যাচ।

আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আমাদের সার্বোক্ষনিক তত্বাবধানে দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠবেন।

'𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞' কারো আবেগ ইমোশন আর ফিউচার নিয়ে ছলচাতুরী করে না।ষোলআনা ভালো ক্লাসের পাশাপাশি স্কিলফুল জাতী গঠনে মনোযোগী টেকজোন।

একটি ভালো খবর 🙋‍♂️
➡️ আমাদের বেশ কিছু শিক্ষার্থীরা এখন দক্ষ ফ্রিল্যান্সার। যারা নিয়মিত ডলার আর্ন করছেন।

📍 ঠিকানা: 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া শপিং কমপ্লেক্স, উত্তরবাজার, কুলাউড়া
📞 যোগাযোগ: 01762801848/01335662968

©️ TechZone Kulaura

এসএসসি পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কম্পিউটার আর ফ্রিল্যান্সিংয়ে কুলাউড়ার অন্যতম এই প্রতিষ্ঠানটিকে বেছে নিতে পারেন। ক্যারিয়...
10/04/2025

এসএসসি পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কম্পিউটার আর ফ্রিল্যান্সিংয়ে কুলাউড়ার অন্যতম এই প্রতিষ্ঠানটিকে বেছে নিতে পারেন। ক্যারিয়ার গড়তে বেস্ট চয়েজ হতে পারে টেকজোন।

ফ্রিল্যান্সিং ও কম্পিউটার কোর্সের ধারণা পাল্টে দিতে কুলাউড়ায় TechZone এর যাত্রা শুরু।
03/04/2025

ফ্রিল্যান্সিং ও কম্পিউটার কোর্সের ধারণা পাল্টে দিতে কুলাউড়ায় TechZone এর যাত্রা শুরু।

ঈদ শেষ!
ভাবছেন কি করবেন? 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 আর 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 কোর্স করুন।আমরা গতানুগতিক 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 আর 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 কোর্সের ধারণাই পাল্টে দেবো।

আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ ও স্কিলফুল করা। আর দক্ষ ও স্কিলফুল শিক্ষার্থীর টাকা ইনকাম করা শতভাগ নিশ্চিত।

প্রযুক্তির এ যুগে পিছিয়ে না থেকে 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 আর 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 কোর্স সম্পর্কে জানতে চলে আসুন TechZone Kulaura অফিসে। আর ফ্রি ধারণা নিন 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 আর 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐢𝐧𝐠 এর জগত সম্পর্কে।

📍 ঠিকানা: 𝐓𝐞𝐜𝐡𝐙𝐨𝐧𝐞 কুলাউড়া শপিং কমপ্লেক্স, উত্তরবাজার, কুলাউড়া
📞 যোগাযোগ: 01762801848/01335662968

Address

Kulaura, Moulvibazar
Sylhet
3230

Alerts

Be the first to know and let us send you an email when The Moment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Moment:

Share

Category