Dream Boy

Dream Boy সবাই আমার পেইজটি সাপোর্ট করবেন লাইক ক?

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে কান্নারত অবস্থায় আশেপাশের মানুষের কাছে নিজের ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি ...
10/08/2025

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে কান্নারত অবস্থায় আশেপাশের মানুষের কাছে নিজের ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন এক বিদেশি নাগরিক- রবিবার (১০ আগস্ট) এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া এই ঘটনার ভিডিওতে দেশের ব্যাপারে নেতিবাচক ও হতাশাজনক কমেন্টে সয়লাব হয়ে যায়।

দেশের আনাচে-কানাচে এমন চুরি/ছিনতাই নিত্যদিনের ঘটনা হলেও একজন ভিনদেশি নাগরিকের সাথে এমন কিছু ঘটলে তা বিদেশিদের মাঝে বাংলাদেশের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।

এমন ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। এর দায়ভার হয়ত আমাদের সবার কাঁধেই কমবেশি পড়ে।

✅ নামাজের বৈজ্ঞানিক উপকারিতা :১) নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃত...
10/08/2025

✅ নামাজের বৈজ্ঞানিক উপকারিতা :
১) নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেক বৃদ্ধি পায়।

২) আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে বা সিজদাহর জায়গায় স্থির অবস্থানে থাকে, ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩) নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪) নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।

৫) নামাজ মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়।

৬) নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে। যেমন, ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয়; এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭) নামাজে ওজুর সময় মুখমণ্ডল ৩ বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮) ওজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেস তৈরি হয়; ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলি রেখা কমে যায়।

৯) কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে; এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে।

১০) নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়।

১১) কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয়; ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

তাছাড়া সবচেয়ে বড় কথা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ।

আল্লাহ যেন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। 🤲🤲
(-আমিন-)

২০০৪ সালের অক্টোবরের একদিন নিউজিল্যান্ডের উত্তর উপকূলের হোয়াংগারেই এলাকায় চারজন সাঁতারু সমুদ্রে নামেন। তাদের মধ্যে ছিলে...
10/08/2025

২০০৪ সালের অক্টোবরের একদিন নিউজিল্যান্ডের উত্তর উপকূলের হোয়াংগারেই এলাকায় চারজন সাঁতারু সমুদ্রে নামেন। তাদের মধ্যে ছিলেন লাইফগার্ড রব হাউস এবং তিনজন কিশোরী। আবহাওয়া ছিল শান্ত, সমুদ্রও ছিল নিরিবিলি। কিন্তু হঠাৎ গভীর জল থেকে ভেসে ওঠে এক বিশাল সাদা হাঙর, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই সমুদ্রের ভেতর থেকে এগিয়ে আসে কয়েকটি বটলনোজ ডলফিন। মুহূর্তের মধ্যেই তারা সাঁতারুদের চারপাশে ঘিরে ফেলে।

ডলফিনগুলো এমনভাবে ঘুরতে থাকে, যেন পানির নিচে এক জীবন্ত প্রাচীর তৈরি হয়েছে। হাঙরটি মাত্র কয়েক মিটার দূরে ঘুরঘুর করছিল, কিন্তু ডলফিনের শক্ত বৃত্ত ভেদ করে আসতে পারেনি। প্রায় ৪০ মিনিট ধরে তারা এই সুরক্ষা বজায় রাখে। মাঝে মাঝে ডলফিনগুলো হাঙরের দিকেও ছুটে গিয়ে তাকে দূরে ঠেলে দেয়, আবার ফিরে এসে বৃত্তের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়।

পরে রব হাউস বলেন, এত কাছে থেকে হাঙর দেখা ছিল ভয়ের, কিন্তু ডলফিনের দলটি যেন ইচ্ছে করেই তাদের বাঁচাতে এসেছিল। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলেন, ডলফিনেরা সাধারণত নিজেদের সন্তান ও দলের সুরক্ষায় এভাবে আচরণ করে, কিন্তু অনেক সময় তারা মানুষের প্রতিও একই রকম প্রতিরক্ষামূলক আচরণ দেখায়।

শেষ পর্যন্ত হাঙরটি এলাকা ছেড়ে চলে গেলে ডলফিনেরাও ধীরে ধীরে সরে যায়। সাঁতারুরা নিরাপদে তীরে ফিরে আসেন। এই ঘটনাটি আজও প্রমাণ হিসেবে বলা হয়—সমুদ্রের প্রাণীরাও কখনো কখনো মানুষের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক হয়ে উঠতে পারে।

বড়শিতে আটকানোর আগে যদি মাছটিকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবণ, কড়াই, গরম তেল, আগু...
05/08/2025

বড়শিতে আটকানোর আগে যদি মাছটিকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবণ, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে তাকে ফ্রাই করা হবে! মাছ কিন্তু কখনো তা বিশ্বাস করতো না, করলে এই বড়শির ধারে কাছেও আসতো না।

তেমনি আমাদের বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আযা*ব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত, জা*হান্নাম আছে আমরা বিশ্বাস করি না। যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনও এতটা নোংরা হতো না। আমরা হতাম পুত ও পবিত্র মানুষ। আমরা ঘুষ, সুদ, হা'রাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া, শিরক ও বি*দআত থেকে দূরে থাকতাম।

কারণ, এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যের মুখোমুখি হতে হবে এটা সুনিশ্চিত।

পলক মুচ্ছল স্টেজে যখন পারফরম্যান্স করতে ওঠেন, অকপটেই বলে দেন, তাঁর টাকার দরকার । এমনটা কিন্তু সব শিল্পী করেন না । তবে পল...
05/08/2025

পলক মুচ্ছল স্টেজে যখন পারফরম্যান্স করতে ওঠেন, অকপটেই বলে দেন, তাঁর টাকার দরকার । এমনটা কিন্তু সব শিল্পী করেন না । তবে পলক মুচ্ছল করেন।
আর এটা শুনে শ্রোতারা তাঁর প্রতি শ্রদ্ধায় আর গদগদ হন। টাকার কথা শুনে বিন্দুমাত্র খারাপ ভাবেন না। কারণটা সবাই জানে , পলক কনসার্ট করেন নিজের জন্য নয় । লাগাতার পরিশ্রম করতে পারেন। নিজের সামনে একটা টার্গেট ফিক্সট করে রাখেন।
মাথার মধ্যে সবসময় ঘোরে, কনসার্ট থেকে পাওয়া টাকা কত দ্রুততার সঙ্গে তিনি সঠিক জায়গায় পৌঁছে দেবেন। আসলে সেই টাকা দিয়ে হয় ছোট্ট ছোট্ট শিশুদের হার্ট সা=র্জারি। যে শিশুদের বাবা-মায়ের পক্ষে অত টাকা খরচ করার সামর্থ্য নেই।
দাঁড়ান, এখানেই শেষ নয়। সঙ্গীত শিল্পী বাস্তব জীবনের গল্প খুঁজতে পৌঁছে যান পুতুল নির্মাতাদের কাছে। বহু পুতুল বিক্রেতার সংসার চলে পলকের টাকায়। সেই বিক্রেতাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের কাছ থেকে একটি করে পুতুল নিজের কাছে রাখেন তিনি।
জানলে আশ্চর্য হবেন , মঞ্চ থেকে পলককে জোর গলায় বলতে শোনা গিয়েছিল , তিনি কনসার্ট করেন গরিব মানুষদের জন্য। শিশুদের চিকিৎসার জন্য। এটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন।
ইতিমধ্যেই গায়িকা প্রায় সাড়ে তিন হাজারের বেশি শিশুর হার্ট সা=র্জারি করেছেন। সোজা কথায়, পলক বহু শিশুর কাছে ভগবানের সমান। এই স্বার্থপর দুনিয়ায় এমনটা ক'জন করতে পারে বলুন তো??

যে দেশটাকে নিয়ে আমরা ম*স্ক*রা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে।সেখানে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকর...
05/08/2025

যে দেশটাকে নিয়ে আমরা ম*স্ক*রা করি, সেই উগান্ডার ভাগ্য এবার বদলাতে চলেছে।
সেখানে ৩১ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি স্বর্ণ আকরিক আবিষ্কার করেছে, যার মধ্যে আনুমানিক ৩,২০,০০০+ টন পরিশোধিত সোনা মাটির নিচে লুকানো আছে।

১২ ট্রিলিয়ন ডলার মূল্যের এই আবিষ্কার উগান্ডাকে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশগুলোর কাতারে নিয়ে যাবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি ভারতের টোটাল অর্থনীতি ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের। বাংলাদেশের টোটাল অর্থনীতি প্রায় ৪৫০ বিলিয়ন ডলারের।
তাহলে ভাবুন ১২ ট্রিলিয়ন, এই অ্যামাউন্ট কতটা বড়।

যদি নিষ্কাশন ও পরিশোধনের কাজ মসৃণভাবে এগোয়, তাহলে এই আবিষ্কার উগান্ডার অর্থনীতিকে বদলে দিতে পারে। বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং আন্তর্জাতিক সোনার বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারে।

উগান্ডার স্বর্ণযুগ হয়তো সবেমাত্র শুরু হলো। ✨

সংগৃহীত

04/06/2025
31/05/2025

Amazing beautiful Bangladesh 🥰💯❤️‍🩹🇧🇩

26/05/2025

















(যদি গানটি বাংলা হয়)











13/05/2025
29/06/2023

I gained 3 followers, created 5 posts and received 46 reactions from March to June! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Sylhet

Telephone

+8801947479697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Boy:

Share

Category