10/08/2025
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে কান্নারত অবস্থায় আশেপাশের মানুষের কাছে নিজের ফোন ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন এক বিদেশি নাগরিক- রবিবার (১০ আগস্ট) এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া এই ঘটনার ভিডিওতে দেশের ব্যাপারে নেতিবাচক ও হতাশাজনক কমেন্টে সয়লাব হয়ে যায়।
দেশের আনাচে-কানাচে এমন চুরি/ছিনতাই নিত্যদিনের ঘটনা হলেও একজন ভিনদেশি নাগরিকের সাথে এমন কিছু ঘটলে তা বিদেশিদের মাঝে বাংলাদেশের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।
এমন ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। এর দায়ভার হয়ত আমাদের সবার কাঁধেই কমবেশি পড়ে।