M.K.Motivation

M.K.Motivation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M.K.Motivation, Digital creator, Sylhet.

السلام عليكم ورحمه الله (اهلا وسهلا)
আমার নতুন পেজে আপনাকে স্বাগতম ইসলামিক সুন্দর ভিডিও পেতে এই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকতে পারেন। সব সময় মোটিভেশনাল ভিডিও আসবে আপনার খারাপ সময় মন ভাল হওয়ার কারন হতে পারে।

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে? একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না। এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বি...
19/06/2025

আপনার নিজের জন‍্য কি ছয়টা মাস সময় হবে?

একবার ভেবে দেখুন। শুধু ছয় মাস। খুব বেশি না।

এই ছয় মাসে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দিবেন।

কী করবেন এই সময়ে? নিজের স্বপ্ন পূরণ করবেন, নিজেকে নতুন করে গড়ে তুলবেন।

আমরা প্রায়ই বলি, “সময় পাই না।” কিন্তু সত্যি কি পাই না, নাকি সময়টা এমন কাজে নষ্ট করি, যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই যোগ হয় না?

ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা—এসব বাদ দিলে দেখবেন, আপনার হাতে কত সময় পড়ে থাকে।

চলুন, ছয় মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি। এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন, ছয় মাস পরে আপনার জীবন একেবারে অন্য রকম হয়ে যাবে।

১. ফালতু আড্ডাকে ‘না’ বলুন।

বন্ধু ফোন দিয়ে বলল, “চল, টো টো করে ঘুরি, আড্ডা দিই।” আপনি জানেন, সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না, শুধু সময় নষ্ট। এখন কী করবেন?

বিনয়ের সঙ্গে বলুন, “না রে ভাই, আজ পারব না।” প্রথমে কঠিন লাগবে, কিন্তু একবার চেষ্টা করে দেখুন। প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে, তখন গর্ব অনুভব করবেন।

২. নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন।

আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল শেখা, বা একটা ব্যবসা শুরু করা। কিন্তু দিনের শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই স্বপ্নের দিকে সময় দিন।

ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। ছয় মাস পরে যখন দেখবেন, আপনার কাজ এগিয়ে গেছে, তখন নিজেকে ধন্যবাদ দিবেন।

৩. যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন।

আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা সবসময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে? কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়?

এই ছয় মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন, যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে।

৪. দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন।

দিনের কাজগুলোর একটা তালিকা করুন। সকালে উঠে ভাবুন, “আজ কী কী করব?” আর সেটা সময়মতো শেষ করুন।

রাতের শেষে যখন দেখবেন, আপনার সব কাজ শেষ হয়েছে, তখন একটা আত্মবিশ্বাস জন্মাবে। আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের শরীরের যত্ন নিন।

এটা খুব জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই এগোবে না। প্রতিদিন অন্তত আধঘণ্টা হাঁটুন বা ব্যায়াম করুন।

আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে ১০ মিনিট ধ্যান করুন। দেখবেন, আপনার মন শান্ত থাকবে, আর কাজে মনোযোগ আরও বাড়বে।

৬. সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিন।

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম—এগুলো যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন। এই ছয় মাসে ঠিক করুন, দিনে এক ঘণ্টার বেশি এদের পেছনে সময় দেবেন না।

এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন। একটা অনলাইন কোর্স করতে পারেন, বা একটা নতুন বই পড়া শুরু করতে পারেন।

৭. প্রতিদিন নতুন কিছু শিখুন।

নতুন কিছু শেখা মানেই নতুন দরজা খোলা। ছয় মাসের জন্য একটা পরিকল্পনা করুন। প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। হয়তো এটা কুকিং, হয়তো ডিজিটাল মার্কেটিং, কিংবা কোনো নতুন ভাষা।

ছয় মাস পরে দেখবেন, আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন।

ভাবুন তো, ছয় মাস পরে আপনি কোথায় দাঁড়াবেন?

ছয় মাস খুব বেশি সময় নয়। কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন, ছয় মাস পরে আপনার জীবন একদম নতুন মোড় নেবে। আপনি হয়তো নিজের স্বপ্নের একদম কাছে পৌঁছে যাবেন।

জীবনটা ছোট।

কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে।

ছয় মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন।

নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন।

ছয় মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন, তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পাবেন—আর সেই মানুষটি হবে আপনারই আপডেটেড ভার্সন।

তো? এই ছয় মাসের যাত্রা শুরু করবেন কবে?

আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকেই শুরু হতে পারে।

Be Positive 😊
Believe in Yourself 😎
Never Give Up 🔥

আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক ভালো লাগছে কারণ অনেকদিন পরে প্রিয় রাহবারকে কাছে পেয়ে এবং উনার মুখ থেকে মানব ও মানবতার কল...
13/06/2025

আলহামদুলিল্লাহ
আজকে আমার অনেক ভালো লাগছে কারণ অনেকদিন পরে প্রিয় রাহবারকে কাছে পেয়ে এবং উনার মুখ থেকে মানব ও মানবতার কল্যাণ ইসলামি জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য বর্তমান পরিস্থিতিও বাস্তবতা নিয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। সুন্দর বক্তব্য দিয়ে সকলের মনকে জয় করেছেন। আমি গর্বিত বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কর্মী হতে পেরে।

13/06/2025

Ashik Ahamed

হে আমার ভাই! হে আমার বোন!!রিজিক নিয়ে অহেতুক পেরেশানি ত্যাগ করুন। হতাশাকে ঝেড়ে ফেলুন। চোখ বুজে দীর্ঘ নিশ্বাস নিয়ে আল-বিদা...
16/05/2025

হে আমার ভাই! হে আমার বোন!!

রিজিক নিয়ে অহেতুক পেরেশানি ত্যাগ করুন। হতাশাকে ঝেড়ে ফেলুন। চোখ বুজে দীর্ঘ নিশ্বাস নিয়ে আল-বিদা জানান সব ধরনের লোভলালসাকে। চিরদিনের জন্য ত্যাগ করুন অপচয়-অপব্যয় ও কৃপণতাকে। মিথ্যা উপস্থাপনা আর ধোঁকাবাজির পসরা সাজানো বাদ দিয়ে মনোযোগী হোন প্রকৃত মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ে। মনে রাখবেন-'রিজিক নির্ধারিত, লোভীরা বঞ্চিত। কৃপণ নিন্দিত, হিংসুক পীড়িত।
#জীবন #ব্যর্থতা_শেষ_নয় #ইসলামেরআলো

15/05/2025

আগামীকাল নারী মৈত্রী নামে যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে বিশ্বাস ও চিন্তার দিকে আহবান করছে এবং বাস্তবায়নের জন্য কাজ করছে তার অধিকাংশই সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। কোনো মুসলমান সেচ্ছায় এমন অনুষ্ঠানের সাথে ঐক্যমত পোষন করলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে।

সুতরাং, আগামীকাল প্রতিটি মুসলিমের উচিত এই অনুষ্ঠান থেকে নিজে বিরত থাকা এবং নিজের পরিবার-পরিজনকেও বিরত রাখা এবং এই অনুষ্ঠানকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধের চেষ্টা করা।

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ● সূরা আল-কাহফ পাঠ করা● অধিক পরিমাণে দরুদ পড়াاَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّ...
09/05/2025

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম|জলু°ম, মুজ|হিদ, ক|র|ব°ন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ|লিম, মুন|ফিক, ত|গু°ত ও কু-ফফ|রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

08/05/2025

দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া বা শান্তিপূর্ণ সম্পর্ক যখন হঠাৎ করে অশান্তিতে ভরে যায়, তখন অনেক সময় তা বদনজরের কারণেও হতে পারে। তাই এক্ষেত্রে সম্পর্কে বদনজরের আশংকা করলে করনীয় -

১. নিয়মিত মাসনুন দুআ ও কুরআনের আয়াত পাঠ করা:

সুরা ফালাক ও সুরা নাস প্রতিদিন সকালে ও রাতে ৩ বার করে পড়ুন।

আয়াতুল কুরসী ফজর ও মাগরিবের পর পড়া খুবই উপকারী।

এছাড়া সুরা বাকারা নিয়মিত বাসায় চালিয়ে রাখলে শয়তান দূরে থাকে।

২. হাদিস অনুযায়ী রুকইয়াহ :
পানি নিয়ে কুরআনের নির্দিষ্ট আয়াত (যেমন ফালাক, নাস, আয়াতুল কুরসী) পড়ে তাতে ফুঁ দিয়ে সেই পানি দুজনকেই পান করতে পারেন বা গোসল করতে পারেন

৩. হিংসুকের নজরে পড়া এড়ানোর জন্য সম্পর্কের মাধুর্য অধিক প্রকাশ না করা :

সম্পর্কের খুশির দিকগুলো সবার সামনে খুব বেশি শেয়ার না করাই ভালো। অনেক সময় বুঝে-না বুঝেই মানুষ ঈর্ষা করে বসে।আর হিংসুকের
হাসাদ থেকে বেঁচে থাকতে গোপন

৪. দুইজনের মধ্যকার সম্পর্কের বরকত লাভের আশায় দুআ করা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুআ করতেন:
"اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام"
(হে আল্লাহ, আমাদের হৃদয়গুলো এক করে দাও, আমাদের সম্পর্ককে সংশোধন করে দাও এবং আমাদের শান্তির পথে চালাও)।

৫.তাওয়াক্কুল রাখা-
বদনজর হোক বা অন্য কোনো সমস্যা, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ধৈর্য, দুআ এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল সব সমস্যার চাবিকাঠি।

07/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Emdad Rayhan, Saiful Islam, Abdur Rahman, Kamal Hossain, Mohammad Sayem, Tofayel Ahamed, Fakhrul Islam, Burhan Uddin, Hafez Jawadur Rahman, Aminur Rahman, Burhan Uddin, Md Mohinur Islam, Selim Ahmed

Address

Sylhet

Telephone

+8801765641921

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.K.Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.K.Motivation:

Share