Break Rules

Break Rules পৃথিবীতে আনন্দ নিয়ে বেচে থাকা জরুরি। কিছু কঠিন নিয়ম আমাদেরকে তা হতে দেয়না। তাই Break Rules!

এই একদিনে আমরা ঘুরে দেখেছি নেত্রকোনার তিনটি অসাধারণ জায়গা – বিরিশিরি, লেংগুরা আর পাচগাঁও। দেখিয়েছি কিভাবে সিলেট থেকে ট্র...
29/07/2025

এই একদিনে আমরা ঘুরে দেখেছি নেত্রকোনার তিনটি অসাধারণ জায়গা – বিরিশিরি, লেংগুরা আর পাচগাঁও। দেখিয়েছি কিভাবে সিলেট থেকে ট্রেনে নেত্রকোনা যাওয়া, YMCA গেস্ট হাউজে থাকা, আর বাইকে ঘুরে ঘুরে পুরোদিনে তিনটি স্পট কাভার করেছি।

🚂 মাত্র ৩৫০ টাকায় ৩ ট্রেন বদলে পৌঁছে যাওয়া যায় দূর্গাপুর – আর YMCA গেস্ট হাউজে থাকার খরচ জনপ্রতি মাত্র ২৭৫ টাকা! 😲

ইউটিউব ভিডিও লিঙ্কঃ https://youtu.be/8PhsRqDHDQs

গত এক বছরে ৭৫ হাজার মানুষ ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আমার ভিডিও দেখেছেন।  এটা আমার জন্য বড় পাওয়া।  আমি ভিউ এর জন্য ভিডিও ...
21/06/2025

গত এক বছরে ৭৫ হাজার মানুষ ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আমার ভিডিও দেখেছেন। এটা আমার জন্য বড় পাওয়া। আমি ভিউ এর জন্য ভিডিও বানাই না। বানাই নিজের জন্য, এবং আমার ট্রাভেল টাইম টাকে স্মৃতিময় করে রাখার জন্য।

20/06/2025

গৌরিপুর জংশন। ময়মনসিংহ।

যারা শ্রীলংকা যাওয়ার পরিকল্পনা করছেন তারা ভুলেও ট্রেন যাত্রাটা মিস করবেন না।  বলা হয় সুইজারল্যান্ড এর পর সবচাইতে সেরা ট্...
08/06/2025

যারা শ্রীলংকা যাওয়ার পরিকল্পনা করছেন তারা ভুলেও ট্রেন যাত্রাটা মিস করবেন না। বলা হয় সুইজারল্যান্ড এর পর সবচাইতে সেরা ট্রেন এক্সপেরিয়েন্স এখানে।

এই পোস্ট এ বলেছি যাত্রা পথের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা, আমার রুট প্ল্যান, টিকেটিং আর ছোট ছোট অনেক গুরুত্বপুর্ন তথ্য৷

তাই, শ্রীলংকা সফরের আগে এই পোস্ট আপনার জন্য হতে পারে অনেক সহায়ক৷

Srilanka Train journey, শ্রীলঙ্কা ট্রেন টিকেট, Srilanka train routes and train ticketing system

শ্রীলংকায় গিয়ে যদি ট্রেনই চড়েন, তবে আপনার সফরের আট আনাই বৃথা!
08/06/2025

শ্রীলংকায় গিয়ে যদি ট্রেনই চড়েন, তবে আপনার সফরের আট আনাই বৃথা!

বলা হয় সুইজারল্যান্ড এর পর সবথেকে সুন্দর ট্রেন জার্নি এখানে , শ্রীলঙ্কায় ! কি নেই এখানে ? সাগর - পাহাড় - ঝর্না ...এই ...
30/05/2025

বলা হয় সুইজারল্যান্ড এর পর সবথেকে সুন্দর ট্রেন জার্নি এখানে , শ্রীলঙ্কায় ! কি নেই এখানে ? সাগর - পাহাড় - ঝর্না ...
এই জার্নি স্বপ্নের মত অথবা স্বপ্নের চেয়েও সুন্দর !

https://youtu.be/Etf3ztvmFgw

লালন, আগাগোড়া এক রহস্য পুরুষ । মানুষ রহস্য ভালবাসে, তাই ভালবাসে লালনকেও। আমরা ঘুরতে গিয়েছিলাম লালনের মাজারে, কথা বলেছি...
18/01/2025

লালন, আগাগোড়া এক রহস্য পুরুষ । মানুষ রহস্য ভালবাসে, তাই ভালবাসে লালনকেও। আমরা ঘুরতে গিয়েছিলাম লালনের মাজারে, কথা বলেছি লালন ভক্তদের সাথে , শুনেছি লালন গান । কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামের সেই বিকালের কথা থাকল এখানে।

লিংক: https://youtu.be/WrkVvUuCw1Q

ক্যামেলিয়া টি গার্ডেন, গলফ এর মাঠ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর স্মৃতির বিমানবন্দর সব মিলিয়ে ট্যুরের জন্য এক কমপ্লিট প্যাকেজ...
15/11/2024

ক্যামেলিয়া টি গার্ডেন, গলফ এর মাঠ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর স্মৃতির বিমানবন্দর সব মিলিয়ে ট্যুরের জন্য এক কমপ্লিট প্যাকেজ আমাদের শমসেরনগর ।
আর যদি হয় ট্রেন ট্যুর , তাহলে তো 👌
দেখুন: https://youtu.be/x9M_YKefVco

19/10/2024
Rules Are Rules, Don't Break Rules
13/10/2024

Rules Are Rules, Don't Break Rules

মাত্র ২৪ ঘণ্টার সফরে কি কি দেখলাম মেঘালয়ে....লিংক:
12/08/2024

মাত্র ২৪ ঘণ্টার সফরে কি কি দেখলাম মেঘালয়ে....

লিংক:

মেঘালয় । নাম শুনলেই চোখে ভাসে পাহাড় আর মেঘের খেলা । বাংলাদেশের সি...

Great Support !!
26/06/2024

Great Support !!

Address

Azadi/4
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Break Rules posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share