Suhaib-আমিন

Suhaib-আমিন আল্লাহু আকবর ❤️🌺
(3)

28/06/2025

নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা !🖤.

27/06/2025

যদি মনে করেন আপনার গু'নাহের জন্য আল্লাহ আপনার দু’আ কবুল করবেন না, তাহলে মনে রাখবেন শ'য়'তান যখন আল্লাহর কাছে দীর্ঘ জীবন চেয়েছিলো তখন তার দু’আ কবুল করা হয়েছিলো।

— ইমাম সুহাইব ওয়েব

26/06/2025

"যে বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত পথ খুলে দেন। রিযিক, শান্তি, সুখ সব জায়গায় বরকত আসে।"
— (হাদিস: আবু দাউদ ১৫১৮)

26/06/2025

"হে আল্লাহ! আপনি যদি দুনিয়ায় আমাকে এ জন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্ছিত করবেন, তাহলে এ খ্যাতি আমার থেকে ছিনিয়ে নিন!"

-বিশর হাফী (রহিমাহুল্লাহ)
[বাইহাক্বীর ‘আয-যুহদুল কাবীর’: ১৪৭]

25/06/2025

- অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
[সূরা আদ-দোহা; ০৫]

25/06/2025

যে ব্যক্তি বিধবা ও অভাবগ্রস্তদের দেখাশোনা করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো।
(সহিহ বুখারি: ৬০০৬)

25/06/2025

সব সময়,কথা কম বলেন ✔️👍

25/06/2025

প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয্যা গ্রহণকালে সূরা ইখ্‌লাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দু’হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তাঁর দেহের সম্মুখভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন।

সহীহ বুখারী, হাদীস ৫০১৭

আপনি জানতেও পারেননি, আল্লাহ কতবার আপনাকে অদৃশ্য বিপদ থেকে নিরাপদে রেখেছেন।  — আলহামদুলিল্লাহ!
24/06/2025

আপনি জানতেও পারেননি, আল্লাহ কতবার আপনাকে অদৃশ্য বিপদ থেকে নিরাপদে রেখেছেন।
— আলহামদুলিল্লাহ!

24/06/2025

নিশ্চয়ই ভালকাজ মন্দকাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।
সূরা হুদ আয়াতঃ ১১৪

23/06/2025

একটি গুনাহ করার পর আবার গুনাহ
করা মূলত গুনাহেরই শাস্তি। অন্যদিকে একটি আমল করার পর আরেকটি আমল করতে পারা মূলত আমলের পুরষ্কার।

~ আবুল হাসান আল-মাযনি (রহ.)
সূত্র: [সিফাতুস সাফওয়া, ২/২২৬]

Address

Sylhet
Sylhet
4444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhaib-আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suhaib-আমিন:

Share

Category