06/07/2025
গঠিত হলো ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ‘জিয়া সাইবার ফোর্স’ কমিটি — সভাপতি জুনেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল, সাংগঠনিক সম্পাদক মাশরুর
গোয়াইনঘাট প্রতিনিধি:
সাইবার জগতের তথ্যযুদ্ধের ফ্রন্টলাইন শক্তি হিসেবে গড়ে উঠছে ‘জিয়া সাইবার ফোর্স’। তারই ধারাবাহিকতায় এবার গঠিত হলো ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন শাখার জিয়া সাইবার ফোর্স কমিটি। সদ্য ঘোষিত এই কমিটিতে ৪৭ জন উদ্যমী ও দলের আদর্শে বিশ্বাসী তরুণ কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ রাজনৈতিক কর্মী জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাশরুর খান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
সহ-সভাপতি: খলিল আহমদ, হারুনুর রশিদ
সিনিয়র যুগ্ম সম্পাদক: তারেক আহমেদ তুহিন
যুগ্ম সম্পাদক: মেহেদী মারলিং রাহাত
সহ-সাংগঠনিক সম্পাদক: সাইদুল হক
প্রচার সম্পাদক: ইমন আহমদ
ক্রিড়া সম্পাদক: পাবেল আহমদ
সহ-ক্রিড়া সম্পাদক: আব্দুর রহমান
দপ্তর সম্পাদক: আহমেদ সেবুল
এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল বিএনপি কর্মী, যারা সহ-সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন:
নাহিদ আহমদ, জামিল আহমদ, ছালিক আহমেদ, অদূধ, মাহিন, জুবেল আহমদ জুবেল, মনজুর আহমদ, রাসেল তালুকদার।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, এ কমিটি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে জিয়া পরিবারের আদর্শ ছড়িয়ে দেবে। একই সঙ্গে সাইবার জগতে বিএনপির নীতি, আদর্শ ও সত্যের পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করবে।
নেতৃবৃন্দ জানান, “বিএনপি এখন কেবল মাঠেই নয়, অনলাইনেও যুদ্ধ করছে। তথ্যভিত্তিক জবাব ও দলের ভাবমূর্তি রক্ষায় সাইবার ফোর্সের ভূমিকা অপরিসীম। এ কমিটি সেই কাজেই অগ্রণী ভূমিকা পালন করবে।”
আগামী দিনে জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান এই কমিটি গোয়াইনঘাট তথা সিলেট অঞ্চলে বিএনপির সাইবার কার্যক্রমে গতি ও নবপ্রাণ সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।