
07/02/2025
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
🚀 হানিফ এন্টারপ্রাইজ-এ চাকরির সুযোগ! 🌟
✅এতদ্বারা চাকরিপ্রত্যাশী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হানিফ এন্টারপ্রাইজ-এ "চেকার" পদে বেশ কিছু সংখ্যক সৎ, নিষ্ঠাবান, উদোমী ও কর্মঠ লোকবল (পুরুষ) নিয়োগ প্রদান করা হবে🔥
নিম্নে আবেদন প্রেরণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করে দেয়া হলোঃ
💼 পদের নাম: চেকার
👥 পদসংখ্যা: ১০ জন
📍 কর্মস্থল: বাংলাদেশের যে-কোন স্থানে
🎂 বয়স: ২০-২৫ বছর
🎓 শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/দাখিল বা সমমান
💰 বেতন: আলোচনা সাপেক্ষে
📌প্রয়োজনীয় অন্যান্য শর্তাবলী ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
💠আগ্রহী প্রার্থীদের ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাককালীন সময়ের মধ্যে (সকাল ৯:০০ - বিকাল ৫:০০) প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ(সদ্য তলা পাসপোর্ট সাইজের ছবিযুক্ত CV/বায়োডাটা, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি, এবং ইউটিলিটি বিলের কপি) নিচে উল্লেখিত ঠিকানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে বা নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে জমা করতে বলা হচ্ছে।
💠প্রাতিষ্ঠানিক বিধি মোতাবেক চাকরি নিশ্চিত হইলে যোগদানের পূর্বে ফেরৎযোগ্য জামানত হিসেবে ২০,০০০/-(বিশ হাজার) টাকা কোম্পানির ব্যাংক একাউন্টে জমা রাখতে হবে।
💠বেতন- ভাতা ও বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা সমূহ আলোচনা সাপেক্ষ্যে অবগত করা হবে।
🏡আবেদন প্রেরণের ঠিকানা:
📍 প্রধান কার্যালয়:
৭৫/২, কোটবাড়ী,গাবতলী, দারুসসালাম, মিরপুর, ঢাকা-১২১৬
📧 Email Address:
[email protected]
⚠️ ই-মেইলের মাধ্যমে সিভি/বায়োডাটা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই PDF ফরম্যাটে পাঠাতে হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না।
📌গুরুত্বপূর্ণ নির্দেশনা:
⚠️ বিভিন্ন দালাল চক্রের প্রতারিত হওয়া থেকে সাবধান থাকুন।
⚠️ কারো সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না।
⚠️ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে সরাসরি অফিসে যোগাযোগ করুন অথবা ই-মেইল করুন।
🔴 সমস্ত ধরনের যোগাযোগ অফিস চলাকালীন সময়ে সম্পন্ন করতে হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হানিফ এন্টারপ্রাইজ কর্তৃক প্রকাশিত✅
✔️সার্কুলার নম্বর: HE/ACO-003/CKR/1.2.25
📢 প্রকাশের তারিখ: ০১.০২.২০২৫
ধন্যবাদ
বরিশাল সিকার্স 💙
#চাকরির_সুযোগ #চেকার