06/02/2024
উপকার হবে👇
ইমামের দশটি অধিকার
এক.
যতযোগ্য ও বুজুর্গই হোক না কেন, ইমামের অনুমতি ছাড়া তার জায়গায় দাড়িয়ে কারো ইমামতি করার অধিকার নেই। ইমাম কাউকে অনুমতি দিলে ভিন্ন কথা।
দুই.
ইমাম না আসা পর্যন্ত বা ইমাম নামাজের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত নামাজের জন্য মুসল্লিদের দাড়ানো নিষেধ।
তিন.
ইমামের অনুমতি ছাড়া ইকামত দেয়া নিষেধ। কারণ, মুয়াজ্জিন আজানের মালিক আর ইমাম ইকামতের মালিক।
চার.
ইমামের জায়গা সবার আগে। ইমামের আগে দাড়ালে নামাজ হয় না, চাই সে যত বড়ই ব্যক্তি হোক না কেন। হ্যা, মারা গেলে ইমামের সামনে যেতে পারে যেমন, জানাযা।
পাচ.
জ্ঞানী ও সম্ভ্রান্ত ব্যক্তিরা বডিগার্ড হিসাবে ইমামের নিকটবর্তী দাড়াবে। যাতে ইমামের কোন অসুবিধা হলে, তারা সলব করতে পারে।
ছয়.
নামাজে সকল কাজে ইমামের অনুসরণ বা ইমামের পর করতে বলা হয়েছে এবং ইমামের আগে করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
সাত.
সালাতুল খওফে মুক্তাদি পরিবর্তন হয়, ইমাম নয়।
আট.
ইমামের আমল মুক্তাদিদের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। যেমন, কেরাত সুতরা ইত্যাদি।
নয়.
ইমাম সেজদায়ে সাহু করলে, মুক্তাদিদেরও করতে হয় তাদের ভুল হোক বা না হোক। পক্ষান্তরে মুক্তাদির ভুলের কারণে ইমামের কিছুই করতে হয় না।
দশ.
ইমামের নামাজ নষ্ট হলে, মুক্তাদিদেরও নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু মুক্তদির নামাজ নষ্ট হলে ইমামের নামাজে কোন সমস্যাই হয় না।
তাই ইমামের কদর করুন, সর্বজায়গায় তাকে ইমামই রাখুন।