Nafs- নাফস

Nafs- নাফস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমার পক্ষ হতে (মানুষের কাছে) একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও।

এই হলো আমাদের গদি মিডিয়ার হাল হাক্বিকত।
03/06/2025

এই হলো আমাদের গদি মিডিয়ার হাল হাক্বিকত।

আজ মুন্সীগঞ্জ কাচারি থেকে রিকশায় উঠলাম। বসতেই নজর পড়লো এই লেখাটার দিকে-"বসেই তো আছেন তাহলে পড়ুনসুবহানাল্লাহ, আলহামদুলিল্...
03/06/2025

আজ মুন্সীগঞ্জ কাচারি থেকে রিকশায় উঠলাম। বসতেই নজর পড়লো এই লেখাটার দিকে-

"বসেই তো আছেন তাহলে পড়ুন
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার "

কি চমৎকার দাওয়াহ। আমি অবাক ও অভিভূত হলাম। অন্যসময় ফোন হাতে কাজ করলেও আজ এই জিকিরগুলো করতে লাগলাম। ভাইটার জন্য মন থেকো দোআ আসলো..

আমরা দুনিয়ার ব্যপারে কত চালাক। কিভাবে কত কি কামানো যায় তা নিয়ে ব্যস্ত। আর কিছু মানুষ কিভাবে আখেরাত কামানো যায় তাতে ব্যস্ত। কেউ দুনিয়া বাসীর কাছে প্রিয় আর কেউ আসমানবাসীর কাছে প্রিয়। এই ভিন্নতার মূল্য অনেকবেশি..

রিকশা থেকে নামার আগে ছবিটা নিয়ে নিলাম৷ দাওয়াহ’র জন্যই। আসুন ভালো কাজ করি, অন্যকেও ভালো কাজে অনুপ্রাণিত করি।

-সংগৃহীত

জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দিয়েছেন। এ দশক এতটাই ফ...
28/05/2025

জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দিয়েছেন। এ দশক এতটাই ফযীলতপূর্ণ ও মহিমান্বিত যে, আল্লাহ তাআলা এ দশকের রাতগুলোর কসম করেছেন। ইরশাদ হয়েছে,وَ الْفَجْرِ، وَ لَیَالٍ عَشْرٍশপথ ফযরের, শপথ দশ রাত্রির। (সূরা ফাজর ১-২)হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত তিনি রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন,مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ ، قالوا يا رسول الله: ولا الجهاد في سبيل الله؟ قال: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍঅন্য যে কোন সময়ের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে এ দিনগুলোর তথা দশদিনের নেক আমল অধিক প্রিয়। তারা (সাহাবীরা) বলেন, আল্লাহর পথে জিহাদও নয়!! তিনি বলেন, আল্লাহর পথে জিহাদও নয়; তবে কোনো লোক যদি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ে এবং কোন কিছু নিয়ে ফেরত না আসে সেটা ভিন্ন কথা। (বুখারী ৯৬৯ আবু দাউদ ২৪৩৮)ইমাম ইবন কাসীর রহ. বলেন,فهذه النصوص وغيرها تدلّ على أنّ هذه العشر أفضل من سائر أيام السنة من غير استثناء شيء منها، حتى العشر الأواخر من رمضان. ولكنّ ليالي العشر الأواخر من رمضان أفضل من ليالي عشر ذي الحجة، لاشتمالها على ليلة القدر، التي هي خير من ألف شهرএ সকল দলিল ও অন্যান্য দলিল প্রমাণ করে যে, এ দশটি দিন বছরের অন্য দিনগুলোর চেয়ে উত্তম; এমনকি রমযানের শেষ দশ দিবসের চেয়েও উত্তম। তবে, রমযানের শেষ দশরাত্রি যিলহজ্জের দশরাত্রির চেয়ে উত্তম; যেহেতু ঐ রাতগুলোতে লাইলাতুল ক্বদর আছে, যে রাতটি হাজার রাতের চেয়ে উত্তম। (তাফসীরে ইবনে কাছীর ৫/৪১২)তাই একজন মুমিনের কর্তব্য হচ্ছে, খাঁটি তওবা করার মাধ্যমে এ দিনগুলো শুরু করা। এরপর এ দিনগুলোতে অধিক হারে সাধারণ সকল নেক কাজ করা এবং নিম্নোক্ত বিষয় ও আমলগুলোর ওপর গুরুত্ব দেয়া--১. গুনাহ না করানেক আমল যতটুকু করতে পারি-না পারি; গুনাহের মাধ্যমে যেন এ সম্মানিত দিনগুলোর অসম্মান না করি। আল্লাহ তাআলা বলেন,فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ(...তন্মধ্যে চারটি মাস সম্মানিত) ...সুতরাং এ মাসসমূহে তোমরা নিজেদের প্রতি যুলুম করো না। (সূরা তাওবা ৩৬)আল্লাহর নাফরমানী নিজের উপর সবচেয়ে বড় যুলুম। কারণ, এর ক্ষতি তো নিজের উপরই আপতিত হবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকা এ মাসের প্রথম কাজ, সাথে সাথে নেক আমলেও যত্নবান হওয়া দরকার।এ কারণে ইবনু রজব হাম্বলী রহ. লাতাইফুল মাআরিফে জিলহজ্জের আলোচনায় বলেন,احذروا المعاصي فإنها تحرم المغفرة في مواسم الرحمةরহমতের মওসুমসমূহে গুনাহ থেকে বেঁচে থাকো। কেননা তা ক্ষমা থেকে বঞ্চিত করে। (লাতায়েফুল মাআরেফ, পৃ. ৩৭৯)২. এই দশটি দিনকে যিকির-তাসবীহ দ্বারা প্রানবন্ত রাখাএমনিতে যিকির আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় আমল। এ দশকের আমল হিসেবে বিশেষভাবে যিকিরের কথা এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,مَا مِنْ أَيّامٍ أَعْظَمُ عِنْدَ اللهِ وَلَا أَحَبّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنّ مِنْ هَذِهِ الْأَيّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنّ مِنَ التّهْلِيلِ وَالتّكْبِيرِ وَالتّحْمআল্লাহ তাআলার নিকট আশারায়ে জিলহজ্জ মাসের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদু লিল্লাহ পড়। (মুসনাদে আহমাদ ৫৪৪৬; আদদাআওয়াতুল কাবীর, তবারানী ৫৩৪)৩. চুল, নখ, মোচ ইত্যাদি না কাটাজিলহজ্জ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানীর আগ পর্যন্ত নিজের নখ, চুল, মোচ, নাভীর নিচের পশম ইত্যাদি না কাটা। এটা মুস্তাহাব আমল।উম্মে সালামা রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفارهতোমরা যদি যিলহজ্ব মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে তবে সে যেন স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। (সহীহ মুসলিম ১৯৭৭; জামে তিরমিযী ১৫২৩)যে ব্যক্তি কুরবানী করতে সক্ষম নয় সেও এ আমল পালন করবে। অর্থাৎ নিজের চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটবে না; বরং তা কুরবানীর দিন কাটবে।আবদুল্লাহ ইবনে আমর রা্যি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,أمرت بيوم الأضحى جعله الله عيدا لهذه الأمة. قال له رجل :يا رسول الله! أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها؟ قال : لا، ولكن خذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك، فذلك تمام أضحيتكআমি কুরবানীর দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি (অর্থাৎ এ দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে।) আল্লাহ তাআলা তা এ উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানীহা থাকে অর্থাৎ যা শুধু দুধপানের জন্য দেওয়া হয়েছে? আল্লাহর রাসূল ﷺ বললেন, না; বরং সেদিন তুমি তোমার চুল কাটবে (মুন্ডাবে বা ছোট করবে), নখ কাটবে, মোচ এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে। (মুসনাদে আহমদ ৬৫৭৫)অর্থাৎ যারা কুরবানী করতে সক্ষম নয় তারাও যেন মুসলমানদের সাথে ঈদের আনন্দ ও খুশি উদযাপনে অংশীদার হয়। তারা এগুলো কর্তন করেও পরিপূর্ণ সওয়াবের অধিকারী হবে। অনুরূপভাবে হাজীদের সাদৃশ্য অবলম্বনকারী হবে।৪. ঈদুল আযহার দিন ছাড়া প্রথম নয় দিন রোযা রাখাএই দশকের আরেকটি বিশেষ আমল হল, ঈদুল আযহার দিন ছাড়া প্রথম নয় দিন রোযা রাখা। হাদিস শরিফে এসেছে,كَانَ رَسُولُ اللهِ ﷺ يَصُومُ تِسْعَ ذِي الْحِجّةِ.নবী কারীম ﷺ এই নয়টি দিবসে (জিলহজ্জ মাসের প্রথম নয় দিন) রোযা রাখতেন। (আবু দাউদ ২৪৩৭ মুসনাদে আহমাদ ২২২৩৪)৫. বিশেষভাবে নয় তারিখের রোযা রাখাজিলহজ্জ মাসের প্রথম নয় দিনের মধ্যে নবম তারিখের রোযা সর্বাধিক ফযীলতপূর্ণ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي بعده والسنة التي قبلهআরাফার দিনের (নয় তারিখের) রোযার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে, তিনি এর দ্বারা বিগত এক বছর ও আগামী বছরের গুনাহ মিটিয়ে দিবেন। (সহীহ মুসলিম ১১৬২)৬. ০৯ জিলহজ্জ থেকে তাকবীরে তাশরীক শুরু করা৯ জিলহজ্জ ফজর হতে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্তের নামাযের পর একবার করে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। তাকবীরে তাশরীক এই--اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ৭. কুরাবানীর দিনে কুরবানী করারাসূলুল্লাহ ﷺ বলেছেন,أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى، جَعَلَهُ اللهُ عِيدًا لِهَذِهِ الْأُمّةِআমাকে ‘ইয়াওমুল আযহা’র আদেশ করা হয়েছে (অর্থাৎ, এ দিবসে কুরবানী করার আদেশ করা হয়েছে); এ দিবসকে আল্লাহ তাআলা এ উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। (মুসনাদে আহমাদ ৬৫৭৫)সুতরাং আসুন, গুনাহ থেকে বেঁচে থেকে এ মাসের সম্মান রক্ষা করি। নেক আমলের মাধ্যমে এ মাসের যথাযথ কদর করি। তাকবীর-তাসবীহ-যিকিরে প্রাণবন্ত করি এ মাসকে। তাওবা-ইস্তিগফারের মাধ্যমে ধন্য হই ক্ষমা লাভে। একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য হজ্জ-কুরবানীসহ অন্যান্য আমল করি। নয় দিনের রোযার মাধ্যমে সমৃদ্ধ করি নেক আমলের ভান্ডার। আল্লাহ আমাদের তাওফীক দান করুন- আমীন।

© মাওলানা উমায়ের কোব্বাদী

আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া বা কিছু চাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ মুহূর্তকে বেছে নেয়া উত্তম। দোয়ার বিশেষ মুহূর্ত আছে অনেকগু...
23/05/2025

আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া বা কিছু চাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ মুহূর্তকে বেছে নেয়া উত্তম। দোয়ার বিশেষ মুহূর্ত আছে অনেকগুলো। আমরা অধিকাংশই এই সময়গুলোর ব্যাপারে জানি না। না জানার কারণে এই সময়গুলোতে দোয়ার ব্যাপারে আমরা গুরুত্বও দিইনা। এটি আমাদের জন্য আসলে এক প্রকার লোকসানের ব্যাপার।

দোয়া কবুলে বিশেষ মুহূর্তগুলো একসাথে উল্লেখ করছি। হতে পারে এটি আমাদের কারো কারো উপকারে আসতে পারে।

দুআ কবুলের দিনসমূহঃ ১. আরাফার দিন ২. আশুরা তথা মুহাররমের ১০ তারিখ ৩. শাবানের পনেরো তারিখ ৪. রমজানের ১৭ রোজার দিন ৫. উভয় ঈদের দিন ৬. রজবের সাতাশ তারিখ ৭. জিলহজ মাসের প্রথম দশ দিন এবং আইয়ামে তাশরিকের দিনসমূহ ৮. জুমুআর দিন।

দুআ কবুলের রাতসমূহঃ ১. রমজানের পুরো মাস, বিশেষত শেষের দশের বিজোড় রাত ২. ইফতারির সময় ৩. জুমুআর রাত ৪. রজবের প্রথম রাত ৫. রজবের পনেরোতম রাত ৬. রজবের সাতাইশতম রাত ৭. মুহাররমের প্রথম রাত ৮. মুহাররমের দশম রাত ৯. শাবানের পনেরোতম রাত ১০. জিলহজের নবব রাত ১১. দুই ঈদের রাত ১২. জিলহজের চৌদ্দ ও পনেরোতম রাত।

বিভিন্ন মকবুল সময়ঃ ১. ওজুর মাঝামাঝি ও ওজুর শেষের সময় ২. আজান শোনার মুহূর্ত, আজানের মধ্যবর্তী ও পরের মুহূর্ত ৩. আজান ও ইকামাতের মধ্যবর্তী সময় ৪. হাইয়ালাতাইনের পরবর্তী সময় ৫. ইকামাত শুরু হওয়ার মুহূর্ত ৬. নামাজে সুরা ফাতেহা শেষ হওয়ার পর ৭. ফরজ নামাজসমূহের পর ৮. সিজদার সময় ৯. কুরআন তিলাওয়াতের পর ১০. তিলাওয়তে কুরআন খতম হওয়ার পর

১১. মুসলিমদের জমায়েতের স্থান ও সময় ১২. জিকিরের মজলিসের সময় ১৩. উলামায়ে রব্বানি ও আহলুল্লাহদের প্রতি দৃষ্টিপাতের সময় ১৪. বৃষ্টি বর্ষণের সময় ১৫. অসুস্থতার সময় ১৬. রোগীর সেবা শশ্রুষাকারীর দুআ ১৭. অপারগতা, অস্বচ্ছলতা এবং অসহায়ত্বের সময় ১৮. সফরের সময় ১৯. সূর্য উদয়, অস্ত ও হেলার সময়, বিশেষত জুমার দিন ২০. শেষ রাতে মোরগা আজান দেওয়ার সময়

২১. সুবহে সাদিকের সময় ২২. রাতের বেলা, বিশেষত অর্ধরাত্রির পর ২৩. রাতের প্রথম এক তৃতীয়াংশের সময় ২৪. রাতের শেষ এক তৃতীয়াংশের সময় ২৫. রাতের শেষ এক ষষ্ঠাংশের সময় ২৬. মাজলুমের দুআ ২৭. জিহাদের কাতারে অবস্থানের সময় ২৮. কাফেরদের সাথে প্রচণ্ড লড়াইয়ের সময় ইসলামী সেনাবাহিনীর দুআ ২৯. যখন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির শেষ সময় হয় এবং তার রুহ চলে যেতে থাকে আর মানুষ তার চোখ ও মুখ বন্ধ করে দিতে থাকে, তখনকার সময় ৩০. বাইতুল্লাহকে প্রথমবার দেখার সময় ৩১. যমযমের পানি পান করার সময়।

(বারাকাতে দুআ, ৪২৯-৪৩১ পৃষ্ঠা)

লিখা: ইফতেখার সিফাত (হাফি.)

20/05/2025

"গাযায় আড়াই মাস পর পাঁচ ট্রাক সহায়তা ঢুকেছে—তন্মধ্যে দুটোই ছিল শুধুই কাফনের কাপড়! বিশ্ববিবেক, ধন্যবাদ!"

20/05/2025
দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি। আর, মানুষের একটা স্বভাব হলো-সে অন্যের সুখ সহ্য করতে পারে খুবই কম।আপনার সংসারে যদি স...
19/05/2025

দুনিয়াতে অসুখী মানুষের সংখ্যাই বেশি। আর, মানুষের একটা স্বভাব হলো-সে অন্যের সুখ সহ্য করতে পারে খুবই কম।

আপনার সংসারে যদি সুখের ফোয়ারা বহমান থাকে, যদি আপনার বাবা-মা, স্ত্রী, সন্তান-সকলকে নিয়ে আপনি একটা সুখের রাজ্যে বাস করে থাকেন, আমার বিনীত অনুরোধ, মানুষকে সেই সুখের গল্প বলে বেড়ানো থেকে দূরে থাকুন।

কারণ, বদনজর সত্য।

আপনার সুখের গল্প শুনে কারও মনে যদি তার অতৃপ্তি আর অপ্রাপ্তির বিষাদ জেগে উঠে, সে যদি ঈর্ষাপ্রবণ হয়ে পড়ে, এই একটা সাধারণ ঘটনাই আপনার সুখের জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

সুতরাং, আপনার সংসারের সুখের গল্পটাকে আপনার ঘরের চার দেয়ালে বন্দী রাখুন।

© আরিফ আজাদ
(পুরো পোস্টের লিংক কমেন্ট বক্সে)

গুরুত্বপূর্ণ!
19/05/2025

গুরুত্বপূর্ণ!

15/05/2025

৩৪‌ দি‌নেই জীব‌নের‌ মোড় ঘু‌রে গে‌লো। ১০০০ দুরুদ ছিল আমার "টা‌র্নিং প‌য়েন্ট"
👇👇👇👇
বিস্তারিত ক‌মেন্ট ব‌ক্সে......

10/05/2025

আওয়ামিলীগ যদি মারাও যায় এদের যেন জানাযাও পড়া না হয়,
এদের দাফন পর্যন্ত যেন না করা হয়।

আলহামদুলিল্লাহ খুনি লীগ নিষিদ্ধ
10/05/2025

আলহামদুলিল্লাহ
খুনি লীগ নিষিদ্ধ

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Nafs- নাফস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share