Nafs- নাফস

Nafs- নাফস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমার পক্ষ হতে (মানুষের কাছে) একটি বাক্য হলেও পৌঁছিয়ে দাও।

19/09/2025
09/09/2025

নববি_যুগে_মদিনা_মুনাওয়ারা
অনুবাদ : আব্দুর রহমান আসজাদ

24/08/2025

এক দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামের : কর্মসংস্থান, বিয়ে, আবাসন ও লাভ হয়েছিল।

24/08/2025

নামাজে কাঁদতে দেখে তাকে রিয়াকারী বলেছিলাম। ফলে একবছর মুনাজাতে কান্না থেকে বঞ্চিত ছিলাম। রিয়া ও অপবাদ নেয়ামত বিনষ্ট করে আল্লাহওয়ালা

"সেলিব্রেটি তো এরাই  সফলকাম তো এরাই "
19/08/2025

"সেলিব্রেটি তো এরাই
সফলকাম তো এরাই "

হারামের প্রতি যার তীব্র অনীহা,হালালাের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা।
13/08/2025

হারামের প্রতি যার তীব্র অনীহা,
হালালাের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা।

—১৯১৭ সালে চাদ দখলের সময় ফ্রান্স ৪০০ আলেমকে একত্রিত করে এবং ম্যাশেট (এক প্রকার ধারালো লম্বা ছুরি) দিয়ে তাদের শিরশ্ছেদ ...
12/08/2025

—১৯১৭ সালে চাদ দখলের সময় ফ্রান্স ৪০০ আলেমকে একত্রিত করে এবং ম্যাশেট (এক প্রকার ধারালো লম্বা ছুরি) দিয়ে তাদের শিরশ্ছেদ করে।
—১৮৫২ সালে ফরাসিরা আলজেরিয়ার লাঘুয়াত শহরে প্রবেশ করে এক রাতে সেখানকার জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে হত্যা করে এবং তাদের জীবন্ত পুড়িয়ে দেয়।
—১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ায় ১৭টি পারমাণবিক পরীক্ষা চালায়। যার ফলে ২৭,০০০ থেকে ১,০০,০০০ মানুষের মৃত্যু হয়। এর ক্ষতিকর প্রভাব এখনো বিদ্যমান।
—১৯৬২ সালে ফ্রান্স যখন আলজেরিয়া ছেড়ে যায়, তখন তারা আলজেরিয়ার তৎকালীন জনসংখ্যার চেয়েও বেশি সংখ্যক মাইন রেখে গিয়েছিল: প্রায় ১ কোটি ১০ লক্ষ মাইন।
—ফ্রান্স ১৩২ বছর ধরে আলজেরিয়া দখল করে রেখেছিল। ফরাসিরা সেখানে আসার প্রথম ৭ বছরে ১০ লক্ষ মুসলিমকে এবং চলে যাওয়ার শেষ ৭ বছরে ১৫ লক্ষ মুসলিমকে নিশ্চিহ্ন করে দেয়।
—ফরাসি ইতিহাসবিদ জ্যাক গোর্কি অনুমান করেছেন, ১৮৩০ সালে আলজেরিয়ায় আসার পর থেকে ১৯৬২ সালে চলে যাওয়ার আগ পর্যন্ত ফ্রান্স সেখানে মোট ১ কোটি মুসলিমকে হত্যা করেছে। এই তথ্যটি কোনো আরব ইতিহাসবিদ নয়, বরং একজন ফরাসি ইতিহাসবিদের।
—ফ্রান্স মাগরেবের দেশগুলোতে যথাক্রমে তিউনিসিয়া ৭৫ বছর, আলজেরিয়া ১৩২ বছর, মরক্কো ৪৪ বছর এবং মৌরিতানিয়া ৬০ বছর ধরে দখলদারিত্ব কায়েম করেছিল।
—ফ্রান্স যখন তাদের বিখ্যাত অভিযানের সময় মিশরে প্রবেশ করেছিল, তখন ফরাসি সৈন্যরা ঘোড়ায় চড়ে মসজিদে ঢুকে এবং পরিবারের সামনেই নারীদের ধর্ষণ করে। তারা মসজিদে মদ্যপান করত এবং এর কিছু অংশকে ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল।
আজ তারা দাবি করে, ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম। অথচ, পশ্চিমা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরাই ৪৫০ বছরে ৫০ কোটি থেকে ১ বিলিয়ন মানুষকে হত্যা করেছে।

কিছু মানুষকে পশ্চিমা সভ্যতার গর্ব করতে এবং এমনকি এর পক্ষে সাফাই গাইতে দেখে অবাক লাগে, যখন তারা এর অন্ধকার ইতিহাস সম্পূর্ণ ভুলে যায়। এটি কেবল ফ্রান্সের আমলনামা। বৃটিশ, পর্তুগিজ, ওলন্দাজ, স্প্যানিশ, ইতালীয় বা আমেরিকান সাম্রাজ্যের নৃশংসতাও এর চেয়ে কোনো অংশে কম ছিল না।
—স্ল্যাভিকফ্রি স্পিরিট।

নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ছাড়া আর কেউ আপনার অপেক্ষায় নেই।
02/08/2025

নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ছাড়া আর কেউ আপনার অপেক্ষায় নেই।

প্রশান্তি ❤️
02/08/2025

প্রশান্তি ❤️

11/07/2025

LOUD AND CLEAR.

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Nafs- নাফস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share