
19/07/2025
🔴 সতর্কবার্তা: ফিশিং লিংকের ফাঁদে পড়বেন না! 🔴
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, অনেকে বিভিন্ন প্রলোভনমূলক অফার দিয়ে ফেসবুক, ইনবক্স, বা বিভিন্ন গ্রুপে লিংক শেয়ার করছে।
📌 উদাহরণস্বরূপঃ
"সব সিমে ১০০ এমবি ফ্রি!"
"বিকাশ/নগদ/রকেটে ১০০০-২০০০ টাকা বোনাস!"
⚠️ কিন্তু খেয়াল করলে দেখা যাবে, এই লিংকগুলোর ডোমেইনে "বিকাশ" / "নগদ" / "রকেট" – কোনো অফিসিয়াল নাম নেই! .com তো অনেক পরের বিষয়!
✅ এই লিংকগুলো আসলে ফিশিং লিংক।
যেখানে ঢুকলে আপনাকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়। আপনি যদি সেই তথ্য দেন, সেগুলো ব্যবহার করে আপনার
🔹 মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট) হ্যাক করে টাকা হাতিয়ে নেয়।
🔹 এমনকি আপনার ফোনও হ্যাক করে ফেলা যায়।
💣 এই লিংকগুলোতে লুকিয়ে থাকতে পারে ম্যালওয়্যার বা ভাইরাস, যেগুলো লিংকে ক্লিক করলেই ফোনে ঢুকে যায় এবং
আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, কল রেকর্ড
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
এমনকি সোশ্যাল মিডিয়া একাউন্টের তথ্য
সার্ভারে পাঠাতে শুরু করে!
❗এভাবেই অনেক সময় মানুষের গোপন ছবি, ভিডিও, কল রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়ে — আপনি তখন বুঝতেও পারেন না, কখন কীভাবে তথ্য বেরিয়ে গেছে।
🚫 তাই দয়া করে, কোনো প্রলোভনে পড়ে অপরিচিত লিংকে ক্লিক করবেন না।
📲 কেউ যদি এমন লিংক শেয়ার করে, সরাসরি রিপোর্ট করুন বা সতর্ক করুন।
🔐 সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন!
📢 নিজে সচেতন হোন, অন্যদেরও সতর্ক করুন।