Emon Hasan Bd

  • Home
  • Emon Hasan Bd

Emon Hasan Bd **Calling all tech lovers! Get your daily dose of innovation & stay ahead of the curve. Join our IT adventure!**

🔴 সতর্কবার্তা: ফিশিং লিংকের ফাঁদে পড়বেন না! 🔴সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, অনেকে বিভিন্ন প্রলোভনমূলক অফার দিয়ে ফেসব...
19/07/2025

🔴 সতর্কবার্তা: ফিশিং লিংকের ফাঁদে পড়বেন না! 🔴

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, অনেকে বিভিন্ন প্রলোভনমূলক অফার দিয়ে ফেসবুক, ইনবক্স, বা বিভিন্ন গ্রুপে লিংক শেয়ার করছে।
📌 উদাহরণস্বরূপঃ

"সব সিমে ১০০ এমবি ফ্রি!"

"বিকাশ/নগদ/রকেটে ১০০০-২০০০ টাকা বোনাস!"

⚠️ কিন্তু খেয়াল করলে দেখা যাবে, এই লিংকগুলোর ডোমেইনে "বিকাশ" / "নগদ" / "রকেট" – কোনো অফিসিয়াল নাম নেই! .com তো অনেক পরের বিষয়!

✅ এই লিংকগুলো আসলে ফিশিং লিংক।
যেখানে ঢুকলে আপনাকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে বলা হয়। আপনি যদি সেই তথ্য দেন, সেগুলো ব্যবহার করে আপনার
🔹 মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট) হ্যাক করে টাকা হাতিয়ে নেয়।
🔹 এমনকি আপনার ফোনও হ্যাক করে ফেলা যায়।

💣 এই লিংকগুলোতে লুকিয়ে থাকতে পারে ম্যালওয়্যার বা ভাইরাস, যেগুলো লিংকে ক্লিক করলেই ফোনে ঢুকে যায় এবং

আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, কল রেকর্ড

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

এমনকি সোশ্যাল মিডিয়া একাউন্টের তথ্য
সার্ভারে পাঠাতে শুরু করে!

❗এভাবেই অনেক সময় মানুষের গোপন ছবি, ভিডিও, কল রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়ে — আপনি তখন বুঝতেও পারেন না, কখন কীভাবে তথ্য বেরিয়ে গেছে।

🚫 তাই দয়া করে, কোনো প্রলোভনে পড়ে অপরিচিত লিংকে ক্লিক করবেন না।
📲 কেউ যদি এমন লিংক শেয়ার করে, সরাসরি রিপোর্ট করুন বা সতর্ক করুন।

🔐 সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন!
📢 নিজে সচেতন হোন, অন্যদেরও সতর্ক করুন।

11/06/2024

যে যাওয়ার,
সে যাওয়ার তৈরি অনেক আগে থেকেই করে,
যখন পুরা তৈরি হয়ে যায় তখন চলে যায়।
আর যে যাওয়ার চিন্তা করেই ফেলছে তাকে রেখে কি লাভ..?

অ্যাড্রিয়াটিক উপকূল ক্রোয়েশিয়ার একটি রত্ন, যা তার অত্যাশ্চর্য সৈকত এবং স্ফটিক-স্বচ্ছ জলের জন্য পরিচিত। দর্শনার্থীরা স...
21/05/2024

অ্যাড্রিয়াটিক উপকূল ক্রোয়েশিয়ার একটি রত্ন, যা তার অত্যাশ্চর্য সৈকত এবং স্ফটিক-স্বচ্ছ জলের জন্য পরিচিত। দর্শনার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে বা বালিতে বিশ্রাম নিতে পছন্দ করেন।

উপকূলীয় শহরগুলি কেবল সমুদ্র সৈকত জীবন সম্পর্কে নয়; তারা সমৃদ্ধ ইতিহাস এবং সুস্বাদু সীফুড রন্ধনপ্রণালী অফার করে। এই শহরগুলির মধ্য দিয়ে হাঁটলে, আপনি প্রাচীন ভবনগুলি দেখতে পাবেন এবং সমুদ্রের তাজা খাবারের স্বাদ পাবেন।

ক্রোয়েশিয়ার এই জায়গা(ছবি নিচ) ৩০০ ফুট গভীর। নীল রঙের গর্ত। এখানে পানি বুদবুদের মতো পরিষ্কার, এবং বরফের মতো ঠান্ডা, এটাই হলো একমাত্র প্রকৃতির বানানো রহস্যময় একটা গর্ত।

বিজ্ঞান মনে করে এটা মানুষের তৈরি কোনো সুইমিংপুল নয়। সমুদ্র যেভাবে স্রষ্টা তৈরি করেছেন, এই সুন্দর জায়গা ও মহান স্রষ্টা মানবজাতি কে উপহার হিসেবে দিয়েছেন। তিনি কতো কিছু দিয়েছেন আমাদের জন্য কিন্তু আমরা কী করি!! আসলে, মহান আল্লাহ যদি নরওয়ে, সুইজারল্যান্ড, কাস্মীর, নেপাল, ইন্দোনেশিয়া, মালদ্বীপের মতো সুন্দর দেশ বানাতে পারেন,, তাহলে চিন্তা করেন জান্নাত কেমন হবে, সরি জান্নাত আপনার চিন্তার বাইরে,💛💛

Address


Alerts

Be the first to know and let us send you an email when Emon Hasan Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon Hasan Bd:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share