
20/09/2025
ছোট্ট আব্দুল্লাহর সরলতায় এক অপার কষ্ট লুকিয়ে আছে। সে জানেই না, তার প্রাণপ্রিয় বাবা চিরদিনের জন্য চলে গেছেন। আব্দুল্লাহর নিষ্পাপ মনে ধারণা-বাবা কেবল ঘুমাচ্ছেন। তাইতো মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হাসি দিচ্ছে।
কিন্তু নির্মম সত্য হলো—আজ থেকেই আব্দুল্লাহ হলো এতিম। বাবা যে আর কোনোদিন জেগে উঠে তাকে কোলে নেবেন না, সেটা তার ছোট্ট হৃদয় বুঝতেই পারছে না।
কতটা অসহায় এই দৃশ্য, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। দোয়া করি—আল্লাহ্ প্রিয় বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং ছোট্ট আব্দুল্লাহকে ধৈর্য ও শক্তি দান করুন