আশিকুর রহমান

আশিকুর রহমান দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন! তার মধ্যে অন্যতম হলো- কম কথা বলা।

বছরের শেষ দিন।ভালো খারাপ, সুখ দুঃখ মিলিয়ে কেটে গেলো ২০২৫।আগামী বছরটা আল্লাহ সবার জন্য সহজ আর বরকতময় করে দিক।
31/12/2025

বছরের শেষ দিন।
ভালো খারাপ, সুখ দুঃখ মিলিয়ে কেটে গেলো ২০২৫।
আগামী বছরটা আল্লাহ সবার জন্য সহজ আর বরকতময় করে দিক।

চাঁদের আলোই বাগানবিলাসের কম্বিনেশনটা দারুণ...
27/12/2025

চাঁদের আলোই বাগানবিলাসের কম্বিনেশনটা দারুণ...

পহেলা পৌষের নরম আলো।শীতের হাওয়ায় প্রকৃতি আজ যেন আরও শান্ত।আলহামদুলিল্লাহ—এই সৌন্দর্যও আল্লাহর এক অপার নিয়ামত।
17/12/2025

পহেলা পৌষের নরম আলো।
শীতের হাওয়ায় প্রকৃতি আজ যেন আরও শান্ত।

আলহামদুলিল্লাহ—এই সৌন্দর্যও আল্লাহর এক অপার নিয়ামত।

সম্পর্ক শব্দটা আজকাল বড্ড সস্তা মনে হয়, কেউ কারো অনুভূতির দামটুকুও দিতে জানে না ঠিকঠাক।
30/11/2025

সম্পর্ক শব্দটা আজকাল বড্ড সস্তা মনে হয়, কেউ কারো অনুভূতির দামটুকুও দিতে জানে না ঠিকঠাক।




তুমি যত ভালো হবে, মানুষ তত তোমাকে ব্যবহার করবে এটা সত্য-Good people get used the most. তুমি “না” বলতে না জানলে, মানুষ তো...
26/11/2025

তুমি যত ভালো হবে, মানুষ তত তোমাকে ব্যবহার করবে এটা সত্য-Good people get used the most. তুমি “না” বলতে না জানলে, মানুষ তোমাকে practice ground বানিয়ে ফেলবে। তুমি যত দেবে, তারা তত চাইবে।

শেষে দেখবে, তোমার দেওয়া নিয়ে তারা গর্বও করে না ধরে নেয় এটাই তোমার দায়িত্ব।

কুয়াশাচ্ছন্ন শীতকালীন মাঠের শান্ত পরিবেশে হারিয়ে গেলাম।শীত আসবে আসবে বলে চলে আসছে।
24/11/2025

কুয়াশাচ্ছন্ন শীতকালীন মাঠের শান্ত পরিবেশে হারিয়ে গেলাম।

শীত আসবে আসবে বলে চলে আসছে।

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক য...
22/11/2025

মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন।

আমার এদের সাথে সময় কাটালে শান্তি লাগে।পাতার সৌন্দর্য। আলহামদুলিল্লাহ।
16/11/2025

আমার এদের সাথে সময় কাটালে শান্তি লাগে।

পাতার সৌন্দর্য। আলহামদুলিল্লাহ।

নিজের বুঝ ষোল আনা বুঝেন, ঠিক আছে। তবে অন্যের বুঝ চার আনা না হোক, অন্তত দুই আনা হলেও বোঝা উচিৎ।
13/11/2025

নিজের বুঝ ষোল আনা বুঝেন, ঠিক আছে।
তবে অন্যের বুঝ চার আনা না হোক, অন্তত দুই আনা হলেও বোঝা উচিৎ।

টব ভর্তি পাতা!এনজয় পথোজ 🤍💚
11/11/2025

টব ভর্তি পাতা!
এনজয় পথোজ 🤍💚

চাঁদের আলোতে মাধবীলতা।
07/10/2025

চাঁদের আলোতে মাধবীলতা।

রেইন লিলি।
09/08/2025

রেইন লিলি।

Address

Sunamgonj
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when আশিকুর রহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আশিকুর রহমান:

Share