Sylhet 360 TV

  • Home
  • Sylhet 360 TV

Sylhet 360 TV আমরা ঝড়া ফুল কুড়ে বেড়াই
(2)

রাজনগরে কয়েক যুবকের ওপর মাদক ব্যবসায়ীর হা ম লা। প্রতিবাদে মাদক ব্যবসায়ী মসুদের বাড়িতে স্থানীয় জনতার আ গু ন।প্রতিবাদকারীদ...
26/10/2025

রাজনগরে কয়েক যুবকের ওপর মাদক ব্যবসায়ীর হা ম লা। প্রতিবাদে মাদক ব্যবসায়ী মসুদের বাড়িতে স্থানীয় জনতার আ গু ন।

প্রতিবাদকারীদের উপর হা-ম-লার জেরে রাজনগরে মাদক ব্যবসায়ীর বাড়িতে আ-গু-ন ধরিয়ে দিয়েছে জনতা। রাত সাড়ে ১১ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মসুদ মিয়া নামের এক ব্যাক্তি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিলো এলাকাবাসী। শনিবার থেকে এলাকার যুব সমাজ পাহারা বসায়। মাদক নির্মূলে রোববার সকালে একজনকে আটক করে গাঁ-জা উদ্ধার করে যুবকরা। এ ঘটনায় ক্ষু:ব্ধ হয়ে রাতে মাদক ব্যবসায়ীদের একটি চক্র স্থানীয় কয়েকজনকে কুপিয়ে আহত করে। এতে উত্তেজিত হয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করেন। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা মসুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।সর্বশেষ রাত ১২ টা ২৩ মিনিট পর্যন্ত তথ্য মতে আগুন জ্বলছে।

কুলাউড়া ০২ আসনে কাকে যোগ্য মনে করেন। ~মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ ~ইঞ্জিনিয়ার সাহেদ আলী
25/10/2025

কুলাউড়া ০২ আসনে কাকে যোগ্য মনে করেন।

~মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ
~ইঞ্জিনিয়ার সাহেদ আলী

মৌলভীবাজারের কুলাউড়া-০২ আসনে এদের গুঞ্জন শুনা যাচ্ছে।অনলাইন জনমতে কার জনপ্রিয়তা বেশি।
25/10/2025

মৌলভীবাজারের কুলাউড়া-০২ আসনে এদের গুঞ্জন শুনা যাচ্ছে।
অনলাইন জনমতে কার জনপ্রিয়তা বেশি।

শ্রীমঙ্গলে বিএনপি নেতার হাতে মসজিদের মুয়াজ্জিন লাঞ্ছিতমৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন (খাদিম) আব্দুল লতিফক...
20/10/2025

শ্রীমঙ্গলে বিএনপি নেতার হাতে মসজিদের মুয়াজ্জিন লাঞ্ছিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন (খাদিম) আব্দুল লতিফকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে।

সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পরে এই ঘটনা ঘটে। এরপর শ্রীমঙ্গল শহরে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জোহরের নামাজের পর মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা লাগাচ্ছিলেন। এ সময় মসজিদের ভিতরে উপস্থিত বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে বলেন, “শব্দ হলো কেন?” — বলেই তিনি মুয়াজ্জিনের ওপর চড়াও হন।

অভিযোগ রয়েছে, তিনি কোনো কথা না শুনেই মুয়াজ্জিন আব্দুল লতিফকে ধমক ও মারধর করেন।

ঘটনার পর খবর পেয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এশার নামাজের পর উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। পরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।‌ বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় মুসল্লিদের তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি অস্বীকার করে। এদিকে মুসল্লিরা প্রশাসন ও মসজিদ কমিটি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিয়ে মসজিদের পবিত্র পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ করে জয়নাল সাহেব এসে রেগে গিয়ে আমাকে ধমক দেন। আমি কিছু বলার আগেই তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনো এমন আচরণ পাইনি। আমি আল্লাহর ঘরে অপমানিত হয়েছি— এটা খুব কষ্টের।

এবিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা অভিযোগ নিয়ে এসেছিলেন, আবার সংশোধন করবেন বলে গিয়েছেন। এখনো আসেন নাই। আর পুলিশ কাউকে হেফাজতে নেয়নি।

রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে মেদিনীমহলের রাস্তা এখনো অচল।গর্ত, খাঁজাখুঁজি আর ভাঙা সড়ক পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়া...
19/10/2025

রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে মেদিনীমহলের রাস্তা এখনো অচল।
গর্ত, খাঁজাখুঁজি আর ভাঙা সড়ক পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে।

🛣️ দ্রুত সংস্কার চাই—নিরাপদ যাতায়াত ও মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
#মুন্সিবাজার #মেদিনীমহল #রাস্তা #প্রতিবাদ #সচেতনতা

মৌলভীবাজার চৌমুহনী 💥
14/10/2025

মৌলভীবাজার চৌমুহনী 💥

😭একটি হারানো বিজ্ঞপ্তি,😭নাম: রিফাত আহমদ পিতা: লুৎফুর মিয়াগ্রাম: ভুজবল,ডাকঘর কর্নিগ্রাম, রাজনগরম মৌলভীবাজার।   , বয়স ১৫ ব...
14/10/2025

😭একটি হারানো বিজ্ঞপ্তি,😭

নাম: রিফাত আহমদ
পিতা: লুৎফুর মিয়া
গ্রাম: ভুজবল,
ডাকঘর কর্নিগ্রাম, রাজনগরম মৌলভীবাজার। , বয়স ১৫ বছর
আজ সকাল ৬টা থেকে তার কোনো খুঁজ খবর পাওয়া যাচ্ছে না।তার পড়নে ছিলো নিল কালারের পাঞ্জাবী। যদি কোনো দয়াবান ব্যাক্তি তাকে কোথাও দেখেন বা পেয়ে থাকেন তাহলে নিম্নের নাম্বারে যোগাযোগ করবেন।

দয়া করে বেশি বেশি শেয়ার করবেন, হয়তো আপনাদের একটি শেয়ারে তার সন্ধান পাওয়া যেতে পারে তাই প্লিজ পোস্ট দেখামাত্র শেয়ার করুন।

যোগাযোগ নাম্বার:
01736230776,
01776-140353,
01987611708

07/10/2025

সিলেট মোগলাবাজারে ট্রেন দূ'র্ঘ'টনা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sylhet 360 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet 360 TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share