Qari Lutfor Rahman

Qari Lutfor Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qari Lutfor Rahman, Digital creator, Sylhet.

কি বুঝলেন?
14/04/2025

কি বুঝলেন?

শবে কদরেও যারা ক্ষমা পাবে না!!মাকাসিদে শরিয়াহ বা ইসলামি বিধানাবলির উদ্দেশ্য হলো জীবনের সুরক্ষা, সম্পদের সুরক্ষা, জ্ঞানের...
26/03/2025

শবে কদরেও যারা ক্ষমা পাবে না!!

মাকাসিদে শরিয়াহ বা ইসলামি বিধানাবলির উদ্দেশ্য হলো জীবনের সুরক্ষা, সম্পদের সুরক্ষা, জ্ঞানের সুরক্ষা, বংশধারার পবিত্রতার সুরক্ষা, বিশ্বাস ও ধর্মকর্মের সুরক্ষা। এসব সুরক্ষা নিশ্চিত করতে ইসলাম সব ক্ষতিকর জিনিসকে নিষিদ্ধ করেছে। সেই আলোকেই মদ ও মাদক মাকাসিদে শরিয়াহ বা শরিয়তের উদ্দেশ্যাবলির পরিপন্থী।

মদ ও মাদক পাপাচারের শিকড় এবং অন্যতম কবিরা গুনাহ (তাবরানি ও বায়হাকি)।
মদ্যপান ও মাদক সেবন এমন পাপ, যা সব ধরনের অপরাধের দরজা খুলে দেয়। এ জন্যই সব ধরনের মদ, মাদক ও নেশাদ্রব্য ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম।

মহানবী (সা.) বলেন, ‘যেকোনো পানীয় (বা বস্তু) নেশা উদ্রেক করে, তা হারাম।’ (বুখারি: ২৪১)

ধূমপান মাদক সেবনের প্রথম ধাপ। ধূমপান ও তামাক এক পর্যায়ে আসক্তি বা নেশায় পরিণত হয়, যা ছাড়া ধূমপায়ী ও মাদকসেবী থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘হে বিশ্বাসীগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক শর সম্পূর্ণ ঘৃণ্য বস্তু; শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ আদায় থেকে বিরত রাখতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না?’ (সুরা মায়িদা, আয়াত ৯০-৯১)

জাহান্নামের তিনটি বৈশিষ্ট্য—আগুন, ধোঁয়া ও দুর্গন্ধ। এই তিনটির সমাহার ঘটে ধূমপানে। মদ, মাদক, ধূমপান ও তামাক শুধু ব্যবহারকারীর নয়, বরং অন্যদেরও ক্ষতি করে। এটি দেশ, জাতি ও সমাজের জন্য সর্বনাশা শত্রু। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সতর্ক থাকো এমন ফিতনার ব্যাপারে, যা শুধু জালিম অপরাধীদের ওপরই আপতিত হবে না (বরং সামগ্রিকভাবে সবার ক্ষতি হবে)। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা।’ (সুরা আনফাল, আয়াত ২৫)

মদ্যপায়ী ও মাদকসেবীদের দোয়া কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘এই রাতে আল্লাহ তাআলা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, মুমিনদের ক্ষমা করে দেন, কাফির-মুশরিকদের তওবা করার সুযোগ দেন; কিন্তু মদ্যপায়ীদের তওবা ছাড়া ক্ষমা করেন না।’ (বায়হাকি, শুআবুল ইমান, কিতাবুস সুন্নাহ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩৮২)। শবে কদরেও তাদের দোয়া কবুল হয় না—‘মদ্যপায়ী বা মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, পিতা-মাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী, শরিয়তসিদ্ধ কারণ ছাড়া মুসলমানদের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী।’ (হুজ্জাতুল্লাহিল বালিগাহ, তাফসিরে কাশফুল আসরার, খণ্ড: ১, পৃ. ৫৬৪)।

ধূমপান ও তামাক সেবন ক্ষতিকর এবং অপচয়। আল্লাহ তাআলা বলেন, ‘এবং তোমরা কিছুতেই অপচয় কোরো না; নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।’ (সুরা বনি ইসরায়েল, আয়াত ২৬-২৭)। কিয়ামতের দিনে হাশরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদমসন্তান এক কদমও নড়তে পারবে না। যথা জীবন, যৌবন, আয়, ব্যয়, জ্ঞান। ব্যয়ের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা পানাহার করো কিন্তু অপব্যয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত ৩১)

ধূমপানে রোজা ভঙ্গ হয়। তাই ধূমপায়ীরাও রমজানে দিনের বেলায় ধূমপান করেন না। অনুরূপভাবে যাঁরা বিভিন্নভাবে তামাক সেবন করেন, তঁারাও রোজা অবস্থায় তা থেকে বিরত থাকেন। রমজানে প্রতিদিন দীর্ঘ ১৫ থেকে ২০ ঘণ্টা ধূমপান, তামাকসহ সব ধরনের মাদক থেকে দূরে থাকেন। তাই রমজান মাস ধূমপান, তামাকসহ সব ধরনের মাদক বর্জনের সুবর্ণ সুযোগ।

মুফতি মাওলানা লুৎফুর রহমান আজহারী।

স্ট্যাটাস লেখার ভাষা হারিয়ে ফেললাম! টাইটেলটা কি হতে পারে বলুন তো?
18/03/2025

স্ট্যাটাস লেখার ভাষা হারিয়ে ফেললাম! টাইটেলটা কি হতে পারে বলুন তো?

দাড়ি রাখা নবীজি (সা:) এর সুন্নত তবে এভাবে কি সুন্নত হবে?
17/03/2025

দাড়ি রাখা নবীজি (সা:) এর সুন্নত তবে এভাবে কি সুন্নত হবে?

সেজন্যই ইসলাম গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডকে 'না' বলে আর হাজব্যান্ড-উইফকে 'হ্যাঁ' বলে! আপনার মূল্যবান মতামত কি?
17/03/2025

সেজন্যই ইসলাম গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডকে 'না' বলে আর হাজব্যান্ড-উইফকে 'হ্যাঁ' বলে! আপনার মূল্যবান মতামত কি?

সবুজ শ্যামল নীলাভূমির দেশ বাংলাদেশ
16/03/2025

সবুজ শ্যামল নীলাভূমির দেশ বাংলাদেশ

প্রত্যন্ত এলাকায় মধ্যেরাতে শি'শু'র কা'ন্না'র শ'ব্দ বা মহিলার আর্তনাদ, কান্না বা কৌশল করে কারো ডাক শুনতে পেলে ভুলেও দরজা ...
16/03/2025

প্রত্যন্ত এলাকায় মধ্যেরাতে শি'শু'র কা'ন্না'র শ'ব্দ বা মহিলার আর্তনাদ, কান্না বা কৌশল করে কারো ডাক শুনতে পেলে ভুলেও দরজা খুলবেন না। এগুলো সং"ব"দ্ধ ডা"কা'ত দলের চক্রান্ত, বিভিন্ন কৌশলে আপনাকে ঘর থেকে বাইরে আনার পদ্ধতি!

অতএব, সবাই যার যার স্থান থেকে সতর্ক থাকুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান

এবং ভাল লাগল শেয়ার করুন

সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি! যারা আমাদের দয়াল নবীজিকে নিয়ে কটুক্তি করে তাদের শাস্তি বাংলার জমিনে একটি হতে পারে?
15/03/2025

সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি! যারা আমাদের দয়াল নবীজিকে নিয়ে কটুক্তি করে তাদের শাস্তি বাংলার জমিনে একটি হতে পারে?

তারাবি নামাজের ইমামুতির সময় ইমামের মৃত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! হাফেজ রবিউল ভাই সাতক্ষীরা পৌর মসজিদে...
14/03/2025

তারাবি নামাজের ইমামুতির সময় ইমামের মৃত্যু! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! হাফেজ রবিউল ভাই সাতক্ষীরা পৌর মসজিদে তারাবি চার রাকাত শেষ না করতেই দুনিয়া ছেড়ে চলে গেলেন😭😭
আমার ভাইকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমীন!

শেয়ার করে এই পোস্টটি সবার কাছে ছড়িয়ে দিন

আমার সাথে সবাই একমত কিনা?
13/03/2025

আমার সাথে সবাই একমত কিনা?

রোজাদার পুলিশের বুকে যারা লাথি মেরেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিচার চাই, করতে হবে! আমার সাথে কে কে একমত? (সবার মা...
12/03/2025

রোজাদার পুলিশের বুকে যারা লাথি মেরেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিচার চাই, করতে হবে! আমার সাথে কে কে একমত? (সবার মাঝে দ্রুত ছড়িয়ে দিন)

আপনাদের অতি মূল্যবান কমেন্টের অপেক্ষায় আছি
10/03/2025

আপনাদের অতি মূল্যবান কমেন্টের অপেক্ষায় আছি

Address

Sylhet

Telephone

+8801855515158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Lutfor Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share