Hammad Hossen

Hammad Hossen আসসালামু আলাইকুম।

25/04/2025

তাকে যতটুকু ভালোবাসার কথা তার চেয়ে বেশিই ভালোবাসা দিয়েছি।যা,তার জন্য অতিরিক্ত। আর অতিরিক্ত কোনো কিছুই সুঠাম নয়।

সে আমার কাছে গোপনে এসেছিলো। আমিও তাকে গোপনেই যাইতে দিলাম।কিন্তু, এই নির্জন নিশিতে সে তার কতটুকু আমার কাছে ফেলিয়া গেছে হয়...
24/04/2025

সে আমার কাছে গোপনে এসেছিলো। আমিও তাকে গোপনেই যাইতে দিলাম।কিন্তু, এই নির্জন নিশিতে সে তার কতটুকু আমার কাছে ফেলিয়া গেছে হয়তো সে নিজেই জানে না। জানলে হয়তো সে কখনও যেতে পারতো না।শ্রীকান্তে এমনই একটা ভাব ফুটিয়ে তুলেছিলেন শরৎচন্দ্র।
ঘোলাটে মন নিয়েও যে পিচাশ মানুষকে তুমি ভালোবাসা দেখাচ্ছো।হয়তো আমার থেকে তার প্রতি তোমার দরদটাই বেশি।নয়তো এতো ভালোবাসার পরেও কেনো তোমাকেই আমার হারাতে হলো।তুমিনা আমার জন্য আজন্মের ভয়। যেই ভয়কে উপলক্ষ করেই তুমি সুযোগ খুঁজো।

আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখি।তারা মিথ্যে দিয়ে শহর সাজায়।গল্প বানায়।ফুলের গল্প।যে গল্পে সে থাকে ফুল আপনি থাকবেন স...
18/04/2025

আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখি।তারা মিথ্যে দিয়ে শহর সাজায়।গল্প বানায়।ফুলের গল্প।যে গল্পে সে থাকে ফুল আপনি থাকবেন সেই ফুলের কাটা।কাটা ছোটাতে থাকে নানান বাহানা সেই বাহানায় পড়ে আপনি অনেক কিছু হারাবেন। সম্মান হারাবেন, সুখ হারাবেন,ঘুম হারাবেন এমনকি যাদের প্রিয় ছিলেন তাদেরকেও হারাবেন।তারপরও আপনি ঘোচানো প্রতারণার স্বীকার হওয়ার জন্য থাকে ভালোবাসবেন।কারণ যতদূর ভালোবাসা যায় ততদূর সাজানো, ঘোচানো প্রতারণা পৌঁছাতে পারে না। এজন্যই মনি,রিষী,এলিট ব্যক্তিরা ভালোবাসাকে ওজনহীন স্থরে রেখেছেন। ভালোবাসার মানুষ কেবল হৃদয়ে বহন করা যায়।কোলষিত অন্তরে মানায় মিথ্যা বাহানা।
তোমার আমার দেখা হোক ফের,
আজ আর না!
হাম্মাদ হোসেন

হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতী দেশে।(তাই) সারা গোকুল কেঁদে আকুল নয়নজলে ভেসে॥
16/04/2025

হারিয়ে গেছে ব্রজের কানাই দ্বারাবতী দেশে।
(তাই) সারা গোকুল কেঁদে আকুল নয়নজলে ভেসে॥

আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হ’লে পরপৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথাক’য়ে গেছে; আমরা বুঝেছি যারা পথ...
15/04/2025

আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হ’লে পর
পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা
ক’য়ে গেছে; আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর
আরো-এক আলো আছে: দেহে তার বিকালবেলার ধূসরতা;
চোখের-দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হ’য়ে আছে স্থির:
পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর:
জীবনানন্দ দাশ - Jibanananda Das
কবিতা - মৃত্যুর আগে

21/03/2025

বেইমানরা জীবনে মিথ্যা দিয়েই সমৃদ্ধশালী হোক।

স্বার্থের দুনিয়ায় কেউ কারোর নয়।স্বার্থ কেটে গেলেই বৃথা হয় পরিচয়!
20/03/2025

স্বার্থের দুনিয়ায় কেউ কারোর নয়।
স্বার্থ কেটে গেলেই বৃথা হয় পরিচয়!

11/03/2025

মানুষ মূলত অযত্নে একা হয়ে যায়,তারপর নিঃসঙ্গতায় ভুগে। দুরন্ত স্বভাব থেকে শান্তশিষ্ট হয়ে যায়। একা একা কথা বলে। আলো এড়িয়ে অন্ধকার ভালোবাসে!
মানুষ আসলেই কি দুঃখে বাঁচে?

Everything you lost will be replaced by something better! Inshallah!
25/02/2025

Everything you lost will be replaced by something better! Inshallah!

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দরকার নেই। মানুষিক এবং শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় উচ্চতা। ভালো খারাপ কারুর কাছে বলে কোন...
30/01/2025

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দরকার নেই। মানুষিক এবং শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় উচ্চতা।
ভালো খারাপ কারুর কাছে বলে কোনো ফায়দা নেই, আল্লাহর রহমতের আশায় বেচে থাকাটা অতীব জরুরি।

নান্দনিক অভিনয়ের চেয়ে জীবনের সুখ কোথাও নেই।যে যতো পারেন নান্দনিক অভিনয়ে মগ্ন থাকেন।দেখবেন,জীবন সহজ এবং সুন্দর।
14/01/2025

নান্দনিক অভিনয়ের চেয়ে জীবনের সুখ কোথাও নেই।যে যতো পারেন নান্দনিক অভিনয়ে মগ্ন থাকেন।দেখবেন,জীবন সহজ এবং সুন্দর।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hammad Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hammad Hossen:

Share