Pohela Sylhet

Pohela Sylhet সংবাদ, বিজ্ঞাপন কিংবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭২৭৬২৫৫৮৩।

ব্রিটেনে বিশ্বনাথের মেয়ে আনিকা জেসমিনের এম.বি.বি. এস ডিগ্রি অর্জন বিশ্বনাথের কৃতি সন্তান আনিকা জেসমিন মিয়া গত ২১ জুলাই...
04/08/2025

ব্রিটেনে বিশ্বনাথের মেয়ে আনিকা জেসমিনের এম.বি.বি. এস ডিগ্রি অর্জন

বিশ্বনাথের কৃতি সন্তান আনিকা জেসমিন মিয়া গত ২১ জুলাই সোমবার ব্রিটেনের বার্টস এন্ড দ্যা লন্ডন স্কুল অফ মেডিসিন এন্ড ডেনটিসট্রী থেকে অনার্সসহ আই.বি.এস.সি এর উপর এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেছেন।

ব্রিটেনে জন্মগ্রহণকারী আনিকা সিলেটের বিশ্বনাথ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চাঁন্দশীর কাপন গ্রামের ব্রিটেন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা কবির মিয়া ও সৈয়দা নিশাতারার কন্যা ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে সে বাবা-মায়ের প্রথম সন্তান।

আনিকা তার এই সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষক- শিক্ষিকার অসামান্য অবদান রয়েছে বলে জানান।সে মেডিক্যালে আরো উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য দেশবাসী ও প্রবাসীদের দোয়া কামনা করেছেন।

বালাগঞ্জের হাবিবা অপহরণের খবর ভূয়া, বললেন পালিয়ে বিয়ে করেছিসিলেটের বালাগঞ্জে পরিবারের ইচ্ছায় বিয়ে না করায় হয়রানির শিকার ...
02/08/2025

বালাগঞ্জের হাবিবা অপহরণের খবর ভূয়া, বললেন পালিয়ে বিয়ে করেছি
সিলেটের বালাগঞ্জে পরিবারের ইচ্ছায় বিয়ে না করায় হয়রানির শিকার হচ্ছে এক তরুণী ও তার স্বামীর বাড়ির লোকজন। শনিবার (২ আগস্ট) বিকাল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
বালাগঞ্জ উপজেলার শিওরখাল (বড়জমাত) গ্রামের মো. আব্দুল হক ও হেপি বেগমের মেয়ে খাদিজা বেগম হাবিবা (২১) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “চলতি বছরের ২৪ এপ্রিল আমাদের পার্শ্ববর্তী শিওরখাল-কদমতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে আমার ভালোবাসার মানুষ লিটন আহমদের সঙ্গে আমি স্বেচ্ছায় গিয়ে সিলেট সিটি করপোরেশনের (দক্ষিণ সুরমা উপজেলার) ২৪ নং ওয়ার্ডের কাজী অফিসে গিয়ে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু আমার মা-বাবা এ বিয়ে মেনে নেননি। আমার ও লিটনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকা অবস্থায় আমি বিষয়টি বার বার পরিবারের কাছে উপস্থাপন করেছি। কিন্তু তারা মেনে নেননি। একপর্যায়ে আমাকে অন্যত্র বিয়ে দিতে চাপ সৃষ্টি করলে আমি লিটনকে বিয়ে করি। কিন্তু আমাদের বিয়ে ঠেকাতে না পেরে পরবর্তীতে আমার মা বালাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমাকে অপহরণ করা হয়েছে বলে বক্তব্য প্রদান করেন। যেটি সম্পূর্ণ মিথ্যা।”
সংবাদ সম্মেলনে খাদিজা বেগম হাবিবা আরও বলেন, “শুধু মিথ্যা তথ্যে সংবাদ সম্মেলন করেই আমার মা ক্ষান্ত হননি, আমার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনকে আসামি করে এ পর্যন্ত ৩টি মামলা করেছেন। তাদের দায়েরকৃত মামলার শুনানিতে আমি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আমি বলেছি- লিটন আহমদের সাথে আমার ৮ বছরের প্রেমের সম্পর্ক ছিল। আমি আমার পরিবারকে বিষয়টি জানাই। তারা আমাকে লিটন আহমদের সাথে বিয়ে দিতে রাজি হননি। লিটন আহমেদর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে চাপ দেন, নির্যাতন করেন। তারা জোর করে আমাকে অন্যত্র বিয়ে দিতে চান। ফলে বাধ্য হয়ে ২৮ এপ্রিল লিটন আহমদকে আমি স্বেচ্ছায় গিয়ে বিয়ে করি। আমার জবানবন্দীর প্রেক্ষিতে আদালত আমার মা-বাবাকে আপস করার জন্য নির্দেশ দেন। কিন্তু এরপরও আমার মা-বাবার হয়রানিমূলক কার্যক্রম থামছে না। বিয়ের পর বৈঠকে উপস্থিত সালিশি ব্যক্তিদেরকেও হয়রানি করছেন আমার মা। মিথ্যা মামলায় আমার স্বামী ও তার পরিবারের লোকজনের সঙ্গে সালিশি ব্যক্তিদেরও করেছেন আসামি। আমার মামা শ্বশুরের বাড়িতে পুলিশ পাঠিয়ে করেছেন হয়রানি।”
হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খাদিজা বেগম হাবিবা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে হাবিবার স্বামী লিটন আহমদ ও শ্বশুর বাড়ির লোকজন উপস্থিত ছিলেন।

প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার)'র পরলোকগমণ : বিভিন্ন মহলের শোকপ্রকাশসিলেটের দক্ষিণ সুরমার সিলাম পদ্মলো...
30/07/2025

প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার)'র পরলোকগমণ : বিভিন্ন মহলের শোকপ্রকাশ
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার) আর নেই। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে নয়টার সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য ছাত্র গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল চারটায় সিলাম ব্রাম্মণপাড়ায় নিজ বাড়ির সামনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার)'র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুজ্জামান সালেহ, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সিলাম পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারি আবু সাঈদ জুবেরী ছাদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শোক জ্ঞাপনকারীরা পরলোকগত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার)'র আত্মার প্রশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন,কাজে লাগবে। (১) সিলেট এমএজি ওসমা...
29/07/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।
শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন,কাজে লাগবে।

(১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88 0821713838, +88 0821714849

(২৭) সিটি পলি ক্লিনিক
পুরাতন মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821715433

(২৮) আল-নুর চক্ষু ক্লিনিক
হাউস-৭, রোড- ৮, ব্লক- এ, উপশহর, সিলেট।
✆ +880821 715620, +8801716753657

(২৯) আল-বান্না জেনারেল হাসপাতাল
দরগাহ গেইট, আম্বরখানা, সিলেট।
✆ +88 0821725441

(৩০) আরোগ্য পলি ক্লিনিক
১০, মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712311, +88 0821714744

(৩১) আয়েশা মেডিকেয়ার
লামাবাজার, সিলেট।
✆ +88 0821717222

শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন, কাজে লাগতে পারে।

#সিলেট

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!! ৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক স...
28/07/2025

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!! ৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে, তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে। আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও..

, , , , # , , ...

27/07/2025

ব্রেকিং নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটির বিলুপ্ত ঘোষণা

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারেপতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্র...
27/07/2025

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে
পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিষ্ফোরক ও ভাংচুরের মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।
তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিক ১নং ও রুনু মিয়া ২নং আসামী ছিলেন। এতদিন তারা পলাতক ছিলেন। রোববার তারা জামিন নিতে আদালতে আসলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য- সেলিম আহমদ ফলিক পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেটের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা কালে তিনি সিলেটের পরিবহন সেক্টরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেন। এই সময় কোন কিছু হলে পরিবহন শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিতেন তিনি।
২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। এই মামলায় ফলিক ও রুনু পলাতক ছিলেন। সর্বশেষ রোববার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন আদালত।

উঠে নাই এখনো দাড়ি, না চাইতেও   পেয়ে গেলাে স্বপ্নে দেখা যুবতী নারী......See more
27/07/2025

উঠে নাই এখনো দাড়ি, না চাইতেও
পেয়ে গেলাে স্বপ্নে দেখা যুবতী নারী......See more

বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারল তার স্ত্রী পুরুষরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ মূলত নারী ন...
26/07/2025

বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারল তার স্ত্রী পুরুষ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ মূলত নারী নয়, সে পুরুষ। নববধূ একজন পুরুষ—এমন খবর জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোঃ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ‘সামিয়া’ নামের এক তরুণীর। পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ৭ জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া। পারিবারিক সম্মতিতে মৌলভি ডেকে তাদের বিয়েও সম্পন্ন হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় রেজিস্ট্রি করা সম্ভব হয়নি।
প্রায় দেড় মাস স্বামী-স্ত্রী হিসেবে সংসার করার পর সামিয়ার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। নববধূ হিসেবে তার কিছু শারীরিক ও সামাজিক আচরণে সন্দেহ জাগে। গত ২৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে নিশ্চিত হওয়া যায়, সামিয়া আসলে একজন পুরুষ।
তার প্রকৃত নাম মোঃ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে মাহমুদুল হাসান শান্ত বলেন, "ফেসবুকে পরিচয়ের পর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৭ জুন সে হঠাৎ বাড়িতে চলে আসে। তখন আমরা পরিবারকে বিষয়টি জানিয়ে মৌলভি ডেকে বিয়ে করি। বিয়ের পর থেকেই তার ব্যবহার ছিল রহস্যজনক। সে প্রায়ই বলত, অসুস্থ—ডাক্তার কাছে আসতে মানা করেছেন।"
ঘটনা জানাজানির পর শনিবার (২৬ জুলাই) সকালে শাহিনুর ওরফে সামিয়াকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, একজন ছেলে আমাদের ঘরে বউ সেজে দেড় মাস থেকেছে, আমরা টেরই পাইনি। তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে বুঝতে পারিনি সে পুরুষ।
এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর রহমান বলেন, শান্তর সঙ্গে যা করেছি, সেটা অবশ্যই অন্যায়। কিন্তু আমার শারীরিক সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে, তাই এমন করেছি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

25/07/2025

সিলেটে পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

25/07/2025

সিলেটে এনসিপির পদযাত্রা চৌহাট্টা পয়েন্টে

25/07/2025

সিলেটে এনসিপি নেতৃবৃন্দ...

Address

সিলেট-সুলতানপুর রোড, দক্ষিণ সুরমা, সিলেট।
Sylhet

Telephone

+8801727625583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pohela Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share