27/08/2025
চুদু ভাই চাঁন্দ, খুব একটা প্রকাশ্যে আসে না, মাঝে মধ্যে টেক্সট দিয়ে বলে ' ভাই লং টাইম নো সি' বিষয়টা আমিও ভাবতে থাকি। দীর্ঘদিন গাঁ ঢাকা দেওয়া নিয়ে জানতে চাইলে সে বলে তার নানান জায়গায় নানান ব্যবসা, সে নাকি একজন আপকামিং উদ্যোক্তা। তার ব্যবসার ধরণ সম্পর্কে জানতে চাইলে সে ওলানচাষসহ নানান ব্যবসার ব্যাখা দিলেও তার হোটেল ব্যবসা নিয়ে আমাদের কিছুই বলে নাই।
সম্প্রতি বিভিন্ন হোটেলে রেইড পড়ার পর তাকে বেশ চিন্তিতভাবে নানান অলিগলিতে মাস্ক পড়ে ঘুরতে দেখা গেছে। সে আমাকে একদিন ফোনকল করে আবেগি কন্ঠে বলে তার সাথে নাকি অবিচার হয়েছে, পৃথিবীতে এতোকিছু রেখে কেনো হোটেল বিজনেসে রেইড দেওয়া হলো সেই ক্ষোভে সে তার নান্টুকে দুইটা থাপ্পড় দিলো, তারপর সে তার অগণিত সুন্দ্রী গফদের দেখাশোনা করার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিতে চাইলো। যদিও এই বিষয়ে আমি এখনো কোনো সিদ্ধান্তে যাইনি।
আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি!