06/10/2022
মীলাদ শরীফের বৈধতা সম্পর্কে শায়খুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) রচিত ‘ফায়সালায়ে হাফত মাসআলা’ নিয়ে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হল। দেওবন্দী উলামায়ে কিরামের অনেকেই বলতে লাগলেন যে, এটা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) এর লেখা হতে পারে না। জনৈক মরহুম খান সাহেব এটা নিয়ে বেশ তোড়জোড় এবং উচ্চবাক্য করলেন।
এ সময় সৈয়দ নূরুল হাসান নামে দেওবন্দের জনৈক বুযুর্গ চিন্তা করলেন এই কিতাব সাথে নিয়ে তিনি হজ্জে যাবেন এবং সরাসরি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) এর কাছে গিয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে এই কিতাব কি সত্যিই তাঁর লেখা এবং এতে কোন সংযোজন-বিয়োজন করা হয়েছে কিনা। এই নিয়তে তিনি হজ্জের সফরে 'ফায়সালায়ে হাফত মাসআলার' একটি কপি সাথে নিলেন। এ সময় মাওলানা মিয়া মোহাম্মদ সাদিক নামে জনৈক আলেম ছাহেবও তাঁর সফরসঙ্গী ছিলেন।
সৈয়দ নূরুল হাসান বর্ণনা করেন, মক্কা শরীফে গিয়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) এর দরবারে হাজির হয়ে আমি তাঁকে ‘কদমবুছি‘ করলাম। আমি আমার ব্যাগ থেকে কিতাবটি বের করা কিংবা এসম্পর্কে কোন কিছু বলার আগেই তিনি আমার সাথী মাওলানা মিয়া মোহাম্মদ সাদিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, “মিয়া মোহাম্মদ সাদিক! হিন্দুস্তানে বড় আজীব আজীব বিষয় সংগঠিত হচ্ছে, বিভিন্ন ধরণের ঝগড়া-ফাসাদ দেখা দিয়েছে। আমি শুনলাম, অনেক মানুষ ‘ফায়সালায়ে হাফত মাসআলা’ সম্পর্কে সন্দেহ করে যে এটি আমি অধমের লেখা কি না। আফসোসের কথা হচ্ছে, কার লেখা সেটি বড় কথা নয়, কী লেখা হয়েছে সেটি বুঝাই হচ্ছে বড় বিষয়। সত্য কথা হচ্ছে এই, এই কিতাবটি আমি অধমই লিখেছি।”
এরপর তিনি তাঁর কিতাবে উল্লেখিত সাতটি মাসআলাই একের পর এক পুঙ্খানুপঙ্খরূপে বর্ণনা করে গেলেন। সুবহানাল্লাহ!
[এই ঘটনাটি প্রফেসর মোহাম্মদ আনওয়ার হুসাইন শেরকুটি রচিত ‘হায়াতে ইমদাদ’ (হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) এর জীবনী, ১ম সংস্করণ, মাহবুব প্রিন্টিং প্রেস দেওবন্দ, কুতুবখানা কাসেমী দেওবন্দ) এ উল্লেখ করা হয়েছে। তাছাড়া ‘ইমদাদুল মুশতাক‘ কিতাবের ১৭৯ পৃষ্ঠায়ও এ ঘটনা উল্লেখিত আছে।]
প্রসঙ্গতঃ মীলাদ শরীফ সম্পর্কে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী (রঃ) এর বক্তব্য হলো, “আমি অধমের নীতি হচ্ছে আমি মীলাদ মাহফিলে যোগদান করি, বরং বরকতের ওসীলা মনে করে আমি নিজেই প্রতি বছর এ আয়োজন করে থাকি এবং কিয়ামের মধ্যে আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি।” (ইসলাহুর রুছুল ১০৮-১০৯ পৃঃ,