আসুন গড়ি সোনার বাংলা ।হাঁসি ফোটাই মানুষের মুখে । জাগিয়ে তুলি বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ। আজ দেশের জন্মের ৫০ টি বছর পার হলেও কেন যেন মানুষ কোন এক কারণে স্বাধীনতার সঠিক স্বাদ হতে বঞ্চিত।আরও একবার মানুষকে বলতে হবে বাংলার মানুষ মুক্তি চায়,বাংলার মানুষ বাঁচতে চায়,বাংলার মানুষ অধিকার চায়। তাই ১৯২০ সাল হতে ১৯৭৫ সাল পর্যন্ত দির্ঘ ৫৬ বছর ধরে বঙ্গবন্ধু,র বর্নাঢ্য জীবনকে অনুসন্ধান করলে এক অবিশ্বাস্য অনুপ্র
েরণা খুঁজে পাওয়া যায়। আর খুওব সহজ ভাবে বর্তমান সময়ের চলমান বৈশ্যিক ও দেশিও সমস্যা সমুহ সমাধান করার পথ খুজে পাওয়া যায়।
বঙ্গবন্ধ বাংলার সকল মানুষের,বঙ্গবন্ধু বাংলাদেশের অমুল্য সম্পদ,এই এক জায়গায় এসে কেউ আঙ্গুল তোলার কথা নয়।তাই আজ বলতে হয় বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই ঠিক কিন্তু তিনি তাঁর আদর্শ রেখে গেছেন যেন আমরা বিপদে তার অনুসৃত পথে দেশ মাতৃকার মান রক্ষা ও তাঁর দুঃখি মানুষদের মুখে হাঁসি ফোটাতে পারি।