05/09/2025
ডা*য়াবেটিস ভালো হয়. প্রাকৃতিক ভাবে
*কালোজিরা*
ডা*য়াবেটিস উচ্চ র*ক্তচাপ, হৃদরোগ প্রতিরোধ করে। চুল পড়া,ব্রণ, স্মৃতিশক্তি মস্তিষ্ক, হজম শক্তির ক্ষেত্রে দারুন ভাবে কাজ করে, কাল্পনিকভাবে ।এন্টি অক্সিডেন্ট ও এন্টি ব্যাকটেরিয়াল গুনাগুন সহ, হাদিসে বর্ণিত সকল রোগের মহাঔষধ কালোজিরা।
*মৌরি*
খারাপ কোলেস্টরেল টক্সিন ও গ্যাস নিঃসরণে মৌরির ভূমিকা অপরিসীম । হজম শক্তি ও দৃষ্টিশক্তি বৃদ্ধিতে মৌরির ঝুড়ি নেই।
*মেথি*
খারাপ কোলেস্টরেল, রক্তে শর্করা, ত্বক সুন্দর করা, চুল পড়া বন্ধে, গ্যাস নিঃসরণ, ক্যা*ন্সারের ঝাড় নির্মূল সহ বহু রোগের শিফা মেথির মাঝে।
*বাদাম*
ডা*য়াবেটিস, ক্যা*ন্সার নির্মূল করে চিনা বাদাম.হার্ট ভালো রাখতে, ব্রেনের ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি বাড়াইতে, ত্বক সুন্দর, হাড় শক্ত, দাঁতের যত্ন, চিনা বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
*সোনা পাতা*
টক্সিন বের করে, কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, পাকস্থলী ভালো রাখে । সীমিত আকারে সোনা পাতা খেলে পড়ে (গর্ব অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ)
*জম বীজ*
ডা*য়াবেটিস, ওজন কমাইতে, হজম শক্তি বাড়ায়, শর্করার মাত্রা কমাইতে,এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার জাম বীজ
*আমলকি*
হার্ট, ত্বক, চুল, স্বাস্থ্য উন্নতি,
ক্যা*ন্সার নির্মূলে, রক্তে শর্করা মাত্রা দূর করে। এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমলকী।
*হরতকি*
ডা*য়াবেটিস, কোষ্ঠকাঠিন্য ভালো করে।
হজম শক্তি বৃদ্ধি করে* যৌ*ন দুর্বলতা দূর করে, ত্বক, চুল, দাঁত, স্বাস্থ্য উন্নতি রাখে।
বয়সের চাপ নিয়ন্ত্রণ করে।
*পেঁপের বীজ*
শ্বাসকষ্ট, এলার্জি দূর করে, ওজন নিয়ন্ত্রণ করে, যৌ*ন দুর্বলতা দূর করে নিয়ম মেনে।
*রসুন*
উচ্চ র*ক্তচাপ,খারাপ কোলেস্টরেল, হৃদরোগের ঝুঁকি, শরীরে থাকা বিষাক্ত টক্সিন দূর করে ।
ক্যা*ন্সার, ডা*য়াবেটিস ভালো করে, যৌ*ন দু*র্বলতা, শ্বাসকষ্ট বাতের ব্যাথা দূর করে।
রসূলে রয়েছে পাঁচটি রস, তিক্ত অম্ল, নোনতা ,মিষ্টি ও কষা।
এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ভিটামিন সি সহ পুষ্টির ভাণ্ডার বলা হয় রস উনকে।
*হলুদ*
এন্টি ইনফ্লামেটরি ও এন্টিঅক্সিডেন্ট হলুদে।
প্রদাহ কমায়,হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক সুন্দর করে।
চুলকানি এলার্জি দূর করে।
আত্রাইটিসের ও ব্যাথা উপশম করে।
লিভার সুরক্ষিত থাকে ,মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ক্যা*ন্সার প্রতিরোধ করে, উচ্চ র*ক্তচাপ নিয়ন্ত্রণ করে। (ক্যা*ন্সারের চিকিৎসারত অথবা গর্ভপাতের) আশঙ্কা থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাঁচা হলুদ সেবন করবেন।
*এলাচ*
এন্টিঅক্সিডেন্ট, এন্টি ব্যাকটেরিয়াল ,এলাচ মুখের দুর্গন্ধ, হজম শক্তি বৃদ্ধি করে, গ্যাস্ট্রিক দূর করে।
শরীর সুস্থ রাখতে সাহায্য করে শ্বাস যন্ত্রের উন্নতি ঘটায় মেটাবলিজম উন্নত করে, শরীরকে ডিটক্সিফাই করে।
খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলে, ক্যা*ন্সার প্রতিরোধ করে।
*লবঙ্গ*
দাঁত ভালো রাখে, মুখে খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলে, এনটিঅক্সিডেন্ট, এন্টি ইনফোমেটরি লবঙ্গে।
হাড় শক্ত রাখে শরীরে থাকা বিষাক্ত টক্সিন বের করে, হজম শক্তি বাড়ায়,প্রদাহ কমায়।
*দারুচিনি*
রক্তে শর্করা কমায়, উচ্চ র*ক্তচাপ, খারাপ কোলেস্টরেল হৃদপিণ্ডের ঝুঁকি, ডা*য়াবেটিস,স্ট্রোক করা থেকে বাঁচিয়ে রাখে।
পেটে গ্যাস, হজমশক্তিতে কাজ করে, এন্টি ইনফ্লামেটরি ও এন্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ দারুচিনি, সংক্রমণ, প্রদাহের বিরুদ্ধে লড়াই করে, এন্টি অক্সিডেন্ট থাকার ফলে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এলার্জি চুলকানি দূর করে ডা*য়াবেটিস কমাইতে সহায়তা করে, অলৌকিকভাবে।
তারপরেও তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।
ফিরে এসো প্রকৃতির দিকে মহান প্রভু নামে।
প্রয়োজনে 01678-598444