Md Anwar Hossen

Md Anwar Hossen Freelancer
Digital Marketer & search engine optimization professional.

12/08/2025

ফেসবুকে এখন সবথেকে বেশি ছড়িয়ে আছে নগ্নতা। যদি আপনি চান আপনাদের সামনে নগ্ন বা অশ্লীল ভিডিও, ছবি বা পোস্ট না আসুক সেই ক্ষেত্রে নিম্নে দেওয়া ফেসবুকের সেটিংস টা চেঞ্জ করে ফেলুন।

Step 1: Facebook ➤ Settings ➤ Content Preference

Step 2 : Sensitive Content ➤ Select Show Less ➤ OK

এই সেটিংস চেঞ্জ করার উপকারীতা নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।

With Md Anwar Hossen – I'm on a streak! I've been a top fan for 13 months in a row. 🎉
11/08/2025

With Md Anwar Hossen – I'm on a streak! I've been a top fan for 13 months in a row. 🎉

06/08/2025

প্রত্যেকের ফেইসবুক Bio টা দিয়ে যান- দেখি কারটা বেশি সুন্দর হয়.

29/07/2025

কিভাবে বুঝবেন আপনি ম্যাচিউর কি না। ম্যাচিউরিটির আসল মানে বুঝে নিন... 🤍

১. কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করাই পৃথিবীর সবচে বড় ম্যাচুরিটি।
মানুষ নিজের মতো করে বাঁচতে চায়। তাকে স্বাধীনতা দিন।

২. সব কথা জানার দরকার নেই, কিছু কথা না জানাটাও শান্তির নাম।
কৌতূহল নয়, সম্মান বড়।

৩. তর্কে জিতলে নয়, অনুভূতিতে জিতে নিন মানুষের মন।
বোঝাতে না পারলে বোঝার চেষ্টা করুন।

৪. সব কথায় প্রতিক্রিয়া দেখানো লাগে না।
মাঝে মাঝে চুপ থাকা মানে ক্ষমা নয়, বরং শান্তির বুদ্ধিমত্তা।

৫. নিজের ব্যর্থতা অন্যের সফলতার সাথে তুলনা করা অপরিপক্বতা।
সবার সময় আলাদা, ধৈর্যই পরিণত মানসিকতার চাবিকাঠি।

৭. নিজেকে প্রমাণ করতে গলা ফাটাতে হয় না, আচরণই যথেষ্ট।
সত্যিকারের ম্যাচিউর মানুষ নিজের নিরবতায়ও শক্তিশালী।

ম্যাচিউরিটি শব্দটা বয়সে নয়, ভাবনায় আসে।
যেখানে ভালোবাসা থাকে, সম্মান থাকে, এবং সীমারেখা বোঝার জ্ঞান থাকে।

Md Anwar Hossen

22/07/2025

আল্লাহ আমাদের দেশকে শান্তিময় করুন।

22/07/2025

১ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়া ছাড়া ১বছরে দেশের কোনো সংস্কার পাইলাম না!

30/06/2025

মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধির জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো:
১. শারীরিক ব্যায়াম: নিয়মিত শারীরিক কার্যকলাপ মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ উন্নত করে, জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করে এবং স্নায়ু অবক্ষয় রোগের ঝুঁকি কমায়।
২. পর্যাপ্ত ঘুম: প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় স্ক্রিন টাইম কমানো এবং একটি আরামদায়ক পরিবেশ তৈরি করা ভালো।
৩. মানসিক ব্যায়াম: বই পড়া, ধাঁধা সমাধান করা, নতুন ভাষা শেখা বা অন্য কোনো নতুন দক্ষতা অর্জন করা মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম।
৪. সুষম খাদ্য: ভূমধ্যসাগরীয় খাবার, যেমন - চর্বিযুক্ত মাছ, জলপাই তেল, বাদাম, বীজ, সবুজ শাকসবজি, বেরি, এবং শস্য মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী।
৫. ধ্যান এবং মননশীলতা: প্রতিদিন কিছু সময় ধ্যান বা মননশীলতার জন্য রাখলে মানসিক চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায়।
৬. নতুন কিছু শেখা: নতুন ভাষা শেখা বা নতুন কোনো দক্ষতা অর্জন করা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এছাড়া, গান শোনা বা নতুন বাদ্যযন্ত্র বাজানোও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
৭. সামাজিক কার্যকলাপ: বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো মস্তিষ্কের জন্য ভালো। সামাজিক কার্যকলাপ মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং জ্ঞানীয় ক্ষমতা বাড়ায়।
৮. কাজের চাপ কমানো: কাজের চাপ মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই, কাজের চাপ কমানোর চেষ্টা করুন এবং মাঝে মাঝে বিশ্রাম নিন।
৯. প্রযুক্তি থেকে বিরতি: মাঝে মাঝে প্রযুক্তি থেকে বিরতি নেওয়া প্রয়োজন। স্ক্রিন টাইম কমালে মস্তিষ্কের উপর চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায়।
১০. পর্যাপ্ত জল পান করা: শরীরে জলের অভাব মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তাই, পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন।
১১. মস্তিষ্কের প্রশিক্ষণ: ব্রেইন গেম খেলা বা পাজল সমাধান করা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
১২. সূর্যের আলো: সকালে কিছুক্ষণ সূর্যের আলোতে থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা মস্তিষ্কের জন্য খুবই প্রয়োজনীয়।
এই উপায়গুলো অনুসরণ করে আপনি আপনার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে পারেন।

জীবন ক্ষণস্থায়ী এবং খুবই ঠোনকো! নিজেকে ভালবাসুন।
27/06/2025

জীবন ক্ষণস্থায়ী এবং খুবই ঠোনকো!

নিজেকে ভালবাসুন।

27/06/2025

জানেন কি!!

দুনিয়ার যত কনডেম আছে সব করলেও আদতে ইজ-রায়েলের যায় আসেনা। ইউএন নিন্দা জানাক, IAEA নিন্দা জানাক, ফ্রান্স, ইউকে, চীন, রাশিয়া, গোটা মধ্যপ্রাচ্যের সব আরবগুষ্টি সবাই নিন্দা জানালেও ইজ-রায়েলের যায় আসেনা। বরং তারা আনন্দিত হয় এবং টিটকারি করে। কারন তারা জানে তাদের অস্তিত্ব রক্ষার জন্য পশ্চিমের দেশ জীবন দিতে পিছুপা হবেনা। যেমনটি জার্মানি বলেছে তারা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। হঠাৎ করে ইরান পুরো ইউরোপের জন্য হুমকি হয়ে গেছে। ফিলিস্তিনি ১০ হাজার শিশু মরলে কিছুই হবেনা কিন্তু একজন ইজ-রায়েলের শিশু মারা গেলে পালটা কনডেমনেশনের বোমা ছোড়া হয় ইরানের প্রতি। এই ব্যাপারগুলি আসলে কেন? ইজ-রায়েল এমন দেশ যারা যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান বা পার্লামেন্ট ভবনে আক্রমন করে বলে এটা এক্ট অব সেল্ফ ডিফেন্স, পশ্চিমা বিশ্ব ইজ-রায়েলের পক্ষেই থাকবে। প্রতিপক্ষক্র হুমকি দিবে হজম করো, কিন্তু পালটা প্রতিক্রিয়া দেখালে খবর আছে। এটাই বাস্তবতা। ডিপ্লোম্যাসি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এসব ফাউ প্যাচাল পেড়ে আদতে ইজ-রায়েলের উপর চার সৃষ্টির সুযোগ নেই।

23/06/2025

We don't want war.

23/06/2025

আপনার কি মনে হয় পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে??

Address

Sylhet,division
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Anwar Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share