Md. Ahnaf Ahmed

Md. Ahnaf Ahmed BaCkBaNcHeRs

22/07/2025
সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
22/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭😭😭

“মালিক”, আপনি সকল শহীদদের পরিবারের শোক সহ্য করার তৌফিক দেন 😭💔

10/07/2025

আজকের রেজাল্টে আমি মোটেও বিষ্মিত নই।
আমি মনে করি রেজাল্ট এমন ই হওয়া উচিত ।

সবার আগে আমাদের এই এ+ এর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।
এ+ আমাদের মানসিকতার সাথে মিশে গিয়েছে। বাচ্চা মানুষ হচ্ছে কি না সেদিকে খেয়াল নাই কারো। আমরা পরে আছি এ+ এর নেশায়।

বরাবরের মতো আমি মনে করি, এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ি মা-বাবা৷

অল্প বয়সে মোবাইল দিয়ে দিলাম, আর নিজের সন্তানের ভবিষ্যৎ নিজের হাতে শেষ করে দিলাম।

মোবাইল খারাপ কিছু না, যদি আমরা ভালো উদ্যেশ্য নিয়ে ব্যাবহার করি।

কিন্তু, বর্তমানে পোলাপান সারাদিন ফেসবুক, ইউটিউব আর গেমসের নেশায় তলিয়ে যাচ্ছে। সেদিকে আমাদের খেয়াল নাই।

আমরা সবসময় বাচ্চাদের তুলনা অন্য বাচ্চাদের সাথে করি।

কিন্তু কেনো?
সবাই কি এক হবে?
কখনো না৷ সবাই কখনো একই রকম মেধবী হবে না ।

যারা এ+ পেয়েছে তার অধিকাংশ শিক্ষার্থী এখনো এটাই ভালো করে জানে না, কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়। কিভাবে বড়দের সম্মান করতে হয়।

তাহলে এই এ+ দিয়ে আমাদের কি হবে?

আসলেও কি এই এ+ আমাদের জীবনে কোনো কাজে আসবে?

আপনার কি মনে হয়??

এরমন চলতে থাকলে, আস্তে আস্তে সম্পূর্ণ জেনারেশন শেষ হয়ে যাবে।

অভিবাবকদের বলবো, নিজের সন্তানকে সময় দিন।
সে সঠিক পথে আছে কি না খোজ রাখুন৷

খারাপ কিছু বললে আমি আন্তরিকভাবে দুঃখিত ।

পিছনেপিছনে ফিরে দেখি কতো পথ তোহেঁটে এলাম অনেকের সাথে  কই! আজ তো কেউ নেই রব ছাড়া।~ আরিফ আজাদ
28/05/2025

পিছনেপিছনে ফিরে দেখি কতো পথ তো
হেঁটে এলাম অনেকের সাথে কই!
আজ তো কেউ নেই রব ছাড়া।

~ আরিফ আজাদ

25/05/2025

জুলাই অভ্যুথানে রাজনৈতিক দলের নেতাদের চেয়ে রিকশা ওয়ালাদের অবদান সবচেয়ে বেশি।

তাহলে কীভাবে বুঝবে রাজনৈতিক দলের নেতারা,,,, সাধারণ জনগণ কতটা কষ্ট ভুগ করে!🥲🥲

“এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে এরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করেনা। এরা জা'লে'মদের বিরুদ্ধে চোখে চোখ রেখে ক...
25/05/2025

“এই প্রজন্মের সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে এরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করেনা। এরা জা'লে'মদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে জানে। কোন আধিপত্যবাদ, কোন সম্রাজ্যবাদকে এরা পরোয়া করেনা।"

-জাহিদুল ইসলাম, শিবির সভাপতি

18/05/2025

Allah's plan is better than your deepest desires ❤️❤️

21/02/2025

তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন।"
— (সূরা আয-জুমার, ৩৯:৫৩)

03/02/2025

সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য্য ও সময়..!

Address

Sylhet

Telephone

+8801780110328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Ahnaf Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Ahnaf Ahmed:

Share