20/08/2025
হায়রে জায়গা জমি?
দেখুন ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছিল, অবশেষে বুঝতে পেরে ক্ষমা চাইতেছে
অথচ ভাই মারা যাওয়ার আগে ক্ষমা করতেছে না,
হাতের ইশারায় চলে যেতে বলছে,কতটুকু অভিমান থাকলে ভাইয়ের প্রতি ভাই এমন করতে পারে।
সম্পত্তির জন্য ভাইয়ের সাথে ভাই কখনো ঝগড়া কর না। সম্পত্তি কিন্তু রয়ে যাবে দুনিয়াতে, শুধু থাকবে না মানুষ। তাই যারা ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে, সময় থাকতে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন।🤲