Alor Path

Alor Path ASSALAMUALAIKUM... I'M TAREK AHMED, THIS IS MY OFFICIAL FACEBOOK PAGE. LIKE,SHARE,FOLLOW & SUPPORT ME.
সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানোই মূল লক্ষ্য।

29/07/2025

বাবা❤️
একটি নাম,,,,,একটি আশ্রয়,,,
পৃথিবীর সব সম্পর্কের ভীড়ে নীরব, অথচ সবচেয়ে শক্তিশালী সম্পর্কের নাম বাবা। ❤️
তিনি হাসেন কম,বলেনও কম, কিন্তু তার প্রতিটি ঘাম,প্রতিটি পরিশ্রমের ফোঁটায় লেখা থাকে সন্তানের হাসি।
আমরা হয়ত অনেক কিছু বলতে পারি না, প্রকাশ করতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে ঠিক ই বুঝি
বাবা ছাড়া জীবন কল্পনা করা যায় না।
আমার বাবা সহ পৃথিবীর সকল কবর বাসি বাবাদের আল্লাহ আপনি জান্নাতুল ফিরদৌস দান করুন,আ-মীন।

আলহামদুলিল্লাহ বাংলাদেশের পাসপোর্টে আবার ফিরে আসলো ইসরায়েল ব্যাতিত যেকোন দেশ ভ্রমণের সুযোগ।
13/04/2025

আলহামদুলিল্লাহ বাংলাদেশের পাসপোর্টে আবার ফিরে আসলো ইসরায়েল ব্যাতিত যেকোন দেশ ভ্রমণের সুযোগ।

16/11/2024

বদনজর সত্য, আস্তাগফিরুল্লাহ বলে ইয়া হাফিজু ১১ বার পড়ে বাচ্চাদের গায়ে সব সময় ফু দেওয়ার চেষ্টা করুন।

08/11/2024

সুরাঃ জ্বীন
highlights

03/11/2024

সিজদাতে ছোখের পানি আল্লাহ কখনো বিফলে দেন না।

21/09/2024

আলহামদুলিল্লাহ তীব্র তাপদাহের পর রহমতের বৃষ্টি

15/08/2023

#সোনার_পাখিরা_একে_একে_উড়ে_যায়_ভেঙে_ভেঙে
#হৃদয়ের_সকল_বাধন_নেকড়ের_উল্লাসে_কাপে
্চিত_জনতার_হৃদয়ে_কাঁদন।

29/06/2023
 #যার_মৃত্যু_যেখানে_নির্ধারিত_আছে_সেখানেই_তাঁর_মৃত্যু_হবে। এবার নির্ধারিত ব্যক্তি মৃত্যুর স্থানে উপস্থিত থাকা কিংবা দূরে...
24/06/2023

#যার_মৃত্যু_যেখানে_নির্ধারিত_আছে_সেখানেই_তাঁর_মৃত্যু_হবে। এবার নির্ধারিত ব্যক্তি মৃত্যুর স্থানে উপস্থিত থাকা কিংবা দূরে থাকুক। তাকে নির্ধারিত স্থানে পৌঁছানোর দায়িত্বও মহান আল্লাহর। এ সম্পর্কে হাদিসে পাকে সুস্পষ্ট বর্ণনা এসেছে-হজরত আবু আযযাতা ইয়াসারি ইবনে আবদিল্লাহ আল-হুজালি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা যখন তাঁর কোনো বান্দাকে নির্ধারিত স্থানে মৃত্যুদান করতে চান; তখন (তাকে) সেখানে (যাওয়ার জন্য) সেই বান্দার কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন।’ (আদাবুল মুফরাদ, তিরমিজি, আবু দাউদ, মুসতাদরাকে হাকেম)

19/06/2023

#হালাল_খাবার
হালাল খাবার মানুষের শরীর ও মন সুস্থ রাখে। হালাল খেলে শরীরে অসুখ-বিসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। হালাল খাদ্য খেলে অন্তরে প্রশান্তি আসে। ইবাদত করার জন্য মনের মধ্যে প্রফুল্লতা আসে। হালাল বস্তু খেয়ে আলহামদুলিল্লাহ বললে, আল্লাহ খুশি হয়ে রিজিক বাড়িয়ে দেন। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! আহার করো আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শোকর করো, যদি তোমরা তারই ইবাদত করো।’ -সূরা বাকারা: ১৭২

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share