Alom Vai

Alom Vai Sylhet Pua

17/10/2024

Same verse but different voise....

17/10/2024

আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে

17/10/2024

আল্লাহর জন্য হারাম উপার্জন থেকে বিরত থাকলে, আল্লাহ এরচেয়ে অধিক দিবেন!

🎙️ ডা. জাকির নায়েক (হাফি.)

17/10/2024

কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।

সূরা আল বাকারাহ ৯৭-১০৫

05/09/2024

বল, ‘হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন।

আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান

সূরাতুল ইমরান_২৬

05/09/2024

আসল মাস্টারমাইন্ড ছিলেন মহান আল্লাহ তাআলা।

“তারা ষড়যন্ত্র করলো। আর আল্লাহ নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী”।
[আলে-ইমরান: ৫৪]
Mizanur Rahman azhari

05/09/2024

হয় আল্লাহ জন্য ছেড়ে দাও, নয় আল্লাহ ওপর ছেড়ে দাও।

কারণ-

وَ اللهُ خَيْرُ الْمُكِرِينَ .(٣٠)

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

• সূরা [আনফাল:৩০]

04/09/2024

নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নির্দশন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। (বলে)‘হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর।
(সূরাহ আল-ইমরান: ১৯১-১৯২)

©

04/09/2024

গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, যদি অনুশোচনায় কাতর হয়ে উঠে আপনার তনুমন, তাহলে জানুন—আপনার অন্তরের কোথাও এখনও জিইয়ে আছে একটুকরো সবুজ। সেই সবুজকে বাড়তে দিলে তা একদিন ঘন অরণ্যে পরিণত হবে। তাতে যদি পানি দেওয়া হয়, পরিচর্যা করা হয়, সেই সবুজের অরণ্যে মহীরুহের মেলা বসবে একদিন।

কোন গুনাহের পরে ‘আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো’—এই ভয়ে যদি প্রকম্পিত হয় অন্তর, তাহলে নিশ্চিত হোন—আপনার হৃদয়ের কোথাও এখনও মিটিমিটি করে জ্বলছে একটুকরো আলো। আলোটাকে নিভতে না দিয়ে যদি আরো ভালোভাবে জ্বলে উঠার ব্যবস্থা করা যায়, তাহলে অন্ধকার হৃদয় একদিন আলো ঝলমলে এক উঠোনে পরিণত হবে।

গুনাহের পরও আল্লাহ আপনাকে সুযোগ দেন। অনুতপ্ত হবার সুযোগ, অনুশোচনা করার সুযোগ। সুযোগগুলো লুফে নিন। কখনো হেলায় হারাবেন না।

© আরিফ আজাদ।

Address

আম্বরখানা, মজুমদারী
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alom Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share