
29/03/2025
নিহতের সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যেতে পারে।
Bdnewslive G5
২৯/০৩/২০২৫
এই পর্যন্তনিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালায় শহর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পকবলিত স্থানগুলোতে বিধ্বস্ত ভবনের ইট-কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা প্রতি সেকেন্ডে কমে আসছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।
ভয়াবহ এই দুর্যোগে যেকোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ব ও গবেষণা কেন্দ্র জানিয়েছে নিহতের সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যেতে পারে।
Bdnewslive G5
Shear flow ,,, bdnewslive G5