BD news live G5

BD news live G5 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD news live G5, Media/News Company, Sylhet.

Bd News live,দেখবেন এবং নতুন update পেতে পেইজে লাইক ফলো দিতে ভুলবেন না । শেয়ার চালিয়ে যাবেন,,কোনো অন্যায় আমরা মেনে নিবো না, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ,,ধন্যবাদ ।

নিহতের সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যেতে পারে। Bdnewslive G5২৯/০৩/২০২৫এই পর্যন্তনিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মা...
29/03/2025

নিহতের সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যেতে পারে।
Bdnewslive G5
২৯/০৩/২০২৫

এই পর্যন্তনিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালায় শহর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা জানিয়েছে সংশ্লিষ্টরা।

প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পকবলিত স্থানগুলোতে বিধ্বস্ত ভবনের ইট-কংক্রিটের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা প্রতি সেকেন্ডে কমে আসছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।

ভয়াবহ এই দুর্যোগে যেকোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ব ও গবেষণা কেন্দ্র জানিয়েছে নিহতের সংখ্যা ১০ হাজার ছড়িয়ে যেতে পারে।
Bdnewslive G5
Shear flow ,,, bdnewslive G5

যেভাবে বড়লেখা উপজেলা বি,এন,পির একক গুরু হয়ে উঠলেন আব্দুল হাফিজ সাহেব, এই প্রজন্মের অজানা তথ্য জানতে সম্পূর্ণ পড়ুন।উনা...
28/03/2025

যেভাবে বড়লেখা উপজেলা বি,এন,পির একক গুরু হয়ে উঠলেন আব্দুল হাফিজ সাহেব, এই প্রজন্মের অজানা তথ্য জানতে সম্পূর্ণ পড়ুন।

উনার রাজনৈতিক জীবন শুরু হয় বড়লেখা পি,সি হাইস্কুল থেকে।
যেখানে আশির দশকে তিনি ছিলেন

পিসি হাইস্কুল শাখার দুই বারের সাধারণ সম্পাদক,,
ও সভাপতি, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক,,উপজেলা ছাত্রদলের সভাপতি,,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক,,উপজেলা যুবদলের সভাপতি ৩ বছর।
সবেক মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি। (অবিভক্ত বড়লেখা ও জুড়ী উপজেলা)
Bdnewslive G5

নব্বইয়ের দশকে আসেন উপজেলা বি,এন,পিতে সেখানে টানা ৯ বছর ছিলেন অবিভক্ত বড়লেখা ও জুড়ী উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক।
৪ বছর ছিলেন অবিভক্ত বড়লেখা ও জুড়ী উপজেলা বি,এন,পির আহব্বায়ক।
তার পর বিগত প্রায় ২৫ বছর ছিলেন বড়লেখা উপজেলা বি,এন,পির সভাপতি ও বর্তমান মৌলভীবাজার জেলা,বি,এন পির আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য।

বি,এন,পির জীবন্ত কিংবদন্তি একজন নেতা যার ভালোবাসায় হাজার হাজার নেতা কর্মী আজ দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। যাঁরা আজও আশা করছেন বড়লেখা উপজেলা বি,এন পির পুনরায় হাল ধরে,রাখবেন আব্দুল হাফিজ সাহেব।

তথ্যটি কেমন লাগলো জানাবেন,এবং নতুন নতুন আরও গুরুত্ব পূর্ণ তথ্য জানতে এই পেইজটিতে flow দিয়ে রাখবেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন ইনশাআল্লাহ্।
Bdnewslive G5

28/03/2025

বড়লেখা সদর ইউনিয়ন বি এন পির ইফতার ও দোয়া মাহফিল ২৭/৩/২০২৫

26/03/2025

দেশকে অস্থির করার ষড়যন্ত্রকারী এখন সক্রিয় হয়ে পড়েছে।
চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল নাইটগার্ড এর বিরুদ্ধে হামলা।

26/03/2025

বিয়ানীবাজার বড়লেখা হয়ে কক্স বাজারে সুন্দর পরিবেশে বাস সার্ভিস আরম্ভ হয়েছে।

25/03/2025

মৌলভীবাজার জেলার পূর্ব জুড়ী
ইউনিয়নের হালগড়া গ্রামে এই মাত্র পরিবারের মানুষ কে কুপিয়ে ,স্বর্ণ অলংকার নগদ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যাচ্ছে। দেখুন ভিডিওতে।

25/03/2025

বড়লেখা উত্তর চৌমুহনি কলেজ রোডে মারাত্বক এক্সিডেন্ট ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

24/03/2025

সাধারণত কেউ আইন অমান্য করলে তাকে আইনের আওতায় আনা যেতে পারে, কিন্তু পুলিশের থাপ্পড় মারার অধিকার নেই ।

22/03/2025

বড়লেখা দক্ষিণ বাজার রেলওয়ে মসজিদে রাত দুই ঘটিকায় তাহাজ্জুদের নামায জামাতে আদায় করার ব্যবস্থা করা হয়েছে।

19/03/2025

বড়লেখা পৌর শহরের গাজিটেকা এলাকায় গত রাত ১১:৩০ মিনিটে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাইকটি এক পথচারীকে ধাক্কা দিলে ঐ ব্যক্তি গুরুতর আহত হন,আহত ব্যক্তি গাজিটেকা গ্রামের বাসিন্দা।

আমার সিলেটি মাত ভাল লাগে,, ঢাকার ভাষায় আমি মাততে পরি না, সিলেটের কৃতি সন্তান, সিলেটের গর্ব ,ইউরোপিয়ান জনপ্রিয় ফুটবলার...
18/03/2025

আমার সিলেটি মাত ভাল লাগে,, ঢাকার ভাষায় আমি মাততে পরি না, সিলেটের কৃতি সন্তান, সিলেটের গর্ব ,ইউরোপিয়ান জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী ।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD news live G5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share