24/10/2024
বিয়ানীবাজার পৌর শহরে নাত সড়কের পয়েন্ট সংলগ্ন ফুটপাত আবারো দখল শুরু বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন মহোদয় এর নির্দেশ অমাণ্য করে, সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে, চলিতেছে দখল কিছু সিন্ডিকেট এর সহযোগীতায় এই জায়গা বতর্মানে সমপুর্ন দখলে একপাশ সবজি ব্যবসায়ীদের দখলে, অন্যপাশ ভ্যান গাড়িতে বহিরাগর্ত কাপড় বিক্রেতাদের দখলে।এরা পৌর বিএনপির বিভিন্ন সদস্যদের নাম ব্যবহার করে এখানে এসে বসিতেছে দখলের চেষ্টা চালাচ্ছে। বাস্তবে এই দখলদার,সিন্ডিকেট পৌর বি এনপির কোন সদস্য নয়।বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এনপির মানহানি করিতেছে বিয়ানীবাজার উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএম মহোদয় এর দৃষ্টি আর্কষন করিতেছি এদের বিষয়ে পদক্ষেপ নিয়ে দখলদার উচেছদ করা হোক। পাবলিক চলাচলের রাস্তা বন্দো করে ভ্যান গাড়ী প্রতি বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া হচেছ।? হাঠ বাজার ডাকের সাথে এদের কোন সম্পর্ক নেই এরা কোন বাজার মাসুল দেয়না অহেতুক সমস্যার সৃষ্টি করে দুই মাসের জন্য বসে ছয় মাস এখনো ব্যবসা করিতেছে। এখানে কোন লোক বসানোর অফিসিয়াল কোন অনুমোদন দেওয়া হয়নি এজন্য বাজার মাসুলদার কাউকে বসানোর চেষ্টা করেনি। এই জায়গা খালি রাখা হয়েছিলো পাবলিক চলাচলের জন্য এখান থেকে কিছু সিন্ডিকেট ইউএন মহোদয় এর কাছে গিয়ে পৌর বি এনপি সদস্যদের নাম ব্যবহার করে মিথ্যা কথা বলে উনাকে কনফিউজড করে মানবিক বিবেচনা করার জন্য অনুরুধ করে সুযোগ নিয়েছে এ রকম মিথ্যা কথা বলে বিভিন্ন ভাবে প্রতারুণা করে দখলের চেষ্টা অব্যাহত হাটবাজার ডাক লিজের মাধ্যমে রয়েছে এরা বিগত বছর গুলোতে ব্যবসা করেছে সব কিছু খুব ভালো জেনেও মাসুলদার এর কোন বাজার মাসুল দেয়না,বর্তমানে এরা ভিটা দখল করে অন্যর কাছে বিক্রি করিতেছে। বিয়ানীবাজার পৌর শহরে পাবলিক টয়লেটও ফ্রী নয়,এটা ব্যবহার করলে দশ টাকা দিতে হয়। এরা মৌসুমি ফল বিক্রি করতে দুই মাসের জন্য বসে এখন ছয় মাস। ফল বাজার এর মেয়াদ শেষ হয়েছে চার মাস আগে এখনো এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দখল করে বসে আছে।?