ব্যারিস্টার সুমন সমর্থক গোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ব্যারিস্টার সুমন সমর্থক গোষ্ঠী

ব্যারিস্টার সুমন সমর্থক গোষ্ঠী ব্যারিস্টার সুমনের সকল কার্যক্রম আপনাদের কাছে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য,সবাই সাথে থাুকন!

21/11/2024

কান্নাকাটি করে নিজ এলাকার আদালত থেকে বের হয়ে কি বললেন,, Barrister Syed Sayedul Haque Suman!
@

সারাদেশের মানুষ আওয়াজ তুলুন! Barrister Syed Sayedul Haque Suman ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই!
23/10/2024

সারাদেশের মানুষ আওয়াজ তুলুন!
Barrister Syed Sayedul Haque Suman ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই!

আমি দেশ ছেড়ে যাই নি । যাইতেও চাই না। দোয়া করবেন সবাই। ভাল থাকুক বাংলাদেশ।
23/10/2024

আমি দেশ ছেড়ে যাই নি । যাইতেও চাই না। দোয়া করবেন সবাই। ভাল থাকুক বাংলাদেশ।

22/10/2024

আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।
Barrister Syed Sayedul Haque Suman

22/08/2024

আমার পরিবারের পক্ষ থেকে ফেনীর বন্যার্ত মানুষের জন্য শুকনা খাবার প্রস্তুত হচ্ছে। দয়া করে যে যার জায়গা থেকে সাহায্য করুন--ব্যারিস্টার সুমন 📝

মানুষের ভালো কাজের প্রশংসা করুন।মানুষটাকে আপনি দালাল বলতে পারেন, এই মানুষটাকে আপনি বিকাশ নিয়ে ট্রল করতে পারেন কিন্তু বি...
22/08/2024

মানুষের ভালো কাজের প্রশংসা করুন।

মানুষটাকে আপনি দালাল বলতে পারেন, এই মানুষটাকে আপনি বিকাশ নিয়ে ট্রল করতে পারেন কিন্তু বিগত বছরগুলোতে বন্যা হলে এই মানুষটাই কয়েকশো গাড়ি খাবার নিয়ে মানুষের কাছে হাজির হত।

যারা ট্রল করেন তারা কখনো নিজের শ্রম দিয়ে মানুষের পাশে থাকতে দেখলাম না, যে কোন মানুষকে নিয়ে ফেসবুকে ট্রল করা সহজ কিন্তু বাস্তবে কাজ করাটাই কঠিন।

ট্রল না করে নিজে কিছু করে দেখান হয়তো এখন আমাকে দালাল বলতে পারেন, তবে যারা ভালো কাজ করে তাদের ভালোটা তুলে ধরাও আমাদের দায়িত্ব।

ব্যারিস্টার সাইদুল হক সুমনসহ আরো যারা কাজ য়ে
করেছেন তারা হয়তো সমালোচনার উর্ধ্বে নয় তবে বন্যার সময় তাদের ভালো কাজগুলো অবশ্যই বাহ বাহ পাওয়ার মত ছিল।

গতকাল থেকে বন্যা পরিস্থিতি খারাপ অনেকে যারা কাজ করত তাদের নিয়ে অসংখ্য ট্রল হয়েছে। এজন্য হয়তো তারা নামতে চাচ্ছেন না নতুন করে যারা কাজ করবে তারাও ভরসা পাচ্ছে না আগামীতে হয়তো তাদের নিয়েও ট্রল করা হবে, যারা কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করা উচিত।

অনেক আলেম ওলামা বন্যার্তদের পাশে দাড়িয়েছেন।
আপনি আমি ও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

22/08/2024

ব্যারিস্টার সুমন ভাইকে এই মুহূর্তে খুবই দরকার।

একজন বাবা🥺
22/08/2024

একজন বাবা🥺

22/08/2024

ফেনীতে হেলিকপ্টার মাধ্যমে উদ্ধার অভিযানের জন্য দুই হাজার স্কয়ার ফিটের উন্মুক্ত ছাদ প্রয়োজন।
তথ্য দিয়ে সহযোগিতা করুন 01819023220।

বিকাশ সুমন, বিকাশ আফ্রিদি, বিকাশ তাসরিফ! এইসব বলে ট্রল করে ফেইসবুকে সস্তা বিনোদন নেওয়া খুব সহজ। বাস্তবে দুর্যোগ বা কঠিন ...
22/08/2024

বিকাশ সুমন, বিকাশ আফ্রিদি, বিকাশ তাসরিফ!
এইসব বলে ট্রল করে ফেইসবুকে সস্তা বিনোদন নেওয়া খুব সহজ।
বাস্তবে দুর্যোগ বা কঠিন সময়ে এর মধ্যে অনেকেই পাশে থাকেনা।

আগে অন্তত ফেইসবুকে পরিচিত বা জনপ্রিয়তার আশায় হলেও মানুষ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার উদ্যোগ নিয়েছিল। এতে করে অন্তত কিছু ক্ষতিগ্রস্ত মানুষ হলেও উপকৃত হয়েছে।

কিন্তু বর্তমানে সেটা ট্রল করে এমন পর্যায়ে নিয়ে গেছে কেউ আর এই উদ্যোগ নিতে সাহস করেনা।

আমরা এমন এক অকৃতজ্ঞ জাতি, মানুষকে সম্মান দিয়ে বাহবা দিয়ে মানবতার ফেরিওয়ালা বানাতেও দেরি করিনা। আবার ট্রল করে একেবারে নিচে নামাতেও সময় নিইনা।

মহান আল্লাহ দেশের এই বন্যা/ দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুক। 🥺🤲

22/08/2024

কী একটা অবস্থা। আল্লাহ্ তুমি হেফাজত কর।

Address

Chunarughat Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যারিস্টার সুমন সমর্থক গোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যারিস্টার সুমন সমর্থক গোষ্ঠী:

Share

Category