
04/08/2025
📚 ইলমের আলোয় জ্বলে উঠুক হৃদয় 🌙
👉কওমি মাদ্রাসার শিক্ষা শুধুমাত্র পাণ্ডিত্য নয়—বরং আত্মশুদ্ধি, তাকওয়া এবং দীনের পূর্ণ চর্চার এক অফুরন্ত ধারক।
👉এখানে কুরআন-সুন্নাহর আলোকে গড়া হয় এমন এক প্রজন্ম, যারা দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই সফলতার পথে রাহবর হয়ে ওঠে।
🔸 ইলম শেখা শুধু দায়িত্ব নয়, এটা ইবাদত।
🔸 কওমি শিক্ষা মানেই কৃত্রিমতার বদলে খালিস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞান অর্জন।
🔸 দুনিয়াবি চাকচিক্যের মোহে নয়—আখিরাতের মুক্তির চেতনায় গড়া হয় একেকজন তালিবে ইলম।
📖 হে তরুণ!
আসো, আমরা ফিরে যাই সেই শিক্ষার পবিত্র ছায়াতলে—যেখান থেকে উঠে এসেছে বহু ওলিয়ে কামেল ও মুজাহিদে ইসলাম।
#ইলম #কওমি_মানহাজ #তালিবে_ইলম #আখিরাত_মুখী_শিক্ষা