21/10/2025
কাতারে রুমমেটের হাতে খুন প্রবাসী।
রুমে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হ'ত্যা করে নিজদেশের মানুষ।
নিহতের নাম, আসিফ মোহাম্মাদ সায়েম।
গ্রামের বাড়ি, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিন গন্ডামারা তালুকদার বাড়ি। পিতা মোজ্জামেল হোক।
যতটুকা জানা যায়, সায়েমের বিবাহ টিক হওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটে। পাওনা টাকা ফেরত চাওয়াতে রুম মেটের হাতে খুন হয় সায়েম।
সায়েম আল শাহানিয়ার দোসারি পার্কের পাশে বসবাস করতেন।
মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট উনার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।