OLD News

OLD News সারা বিশ্বে সিলেটি

30/05/2025

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ৪নং ওয়ার্ড সদস্য, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি প্রতিষ্ঠাকালীন সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা শহীদুর রহমান সুহেদের মাতা আজ শুক্রবার আনুমানিক বিকাল সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি... রাজিউন।
মরহুমের মৃত্যুতে তাহার বেহেশত কামনা করে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিঃদ্রঃ মরহুমার জানাযার নামাজের সময় নির্ধারন হলে পরবর্তীতে জানানো হবে।

 https://www.facebook.com/share/p/16KQTQCWxy/
23/05/2025

https://www.facebook.com/share/p/16KQTQCWxy/

প্রখ্যাত দার্শনিক আল্লামা ইকবাল লিখেছিলেন,
"প্রিয়া আমার, এক পাত্র বিষ দিয়ে কইলো, পান করো!
আমি পান করিলাম।
যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলাম
সে বাহু ধরে কইলো—
আমার অনুমতি ছাড়া মরতেও পারবে না!"

বাংলাদেশ তেমনই এক গভীর প্রেমের প্রতিচ্ছবি, যেখানে রাজনীতি নামক প্রিয়া জাতিকে একের পর এক বিষপাত্র হাতে তুলে দেয়। আর জাতি, ভালোবাসার আশায়, প্রিয়ার নির্দেশে বিষ পান করে—আবার যখন যন্ত্রণায় কাতর হয়, তখন সেই প্রিয়া বলে—“মরারও অনুমতি নেই”।

এই কথাগুলো আজ যেন নিছক কাব্য নয়, বরং আমাদের রক্তে গাঁথা বাস্তবতা। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসে। তবে গত এক বছরে সংস্কার প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে এবং ড. ইউনুস তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং জনসাধারণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ।
অন্তর্বর্তী সরকার যেনো একটি অসমাপ্ত কবিতার মতো হয়ে যাচ্ছে। ড. ইউনুস হলেন সেই সাধু কবি, যিনি রাজনীতির আঁধারে আলো জ্বালাতে এসেছিলেন। কিন্তু রাজনীতি তো আর ছায়া সহ্য করে না—আলো চাইলে তাকে শোষণ করে। তাই আজ তিনিও হতাশ; তাঁর সংস্কারের কথা হারিয়ে গেছে ষড়যন্ত্রের শব্দবন্যায়। তিনি বাধ্য হয়ে বলছেন—“আমি থাকতে পারছি না”, অথচ জাতি বলছে—“আপনি ছাড়া আমরা মরতে পারি না !”।

অপর দিকে সেনাবাহিনী নিয়তির বাহক না বিধাতার প্রতিনিধি তা কেউ বলে বুঝাতে পারছেনা। জেনারেল ওয়াকার যেন সেই অতৃপ্ত রাখাল যিনি বাঁশির সুরে নয়—শিসে জনগণকে ডাকেন। তাঁর ভাষায় ডিসেম্বরের ভেতর নির্বাচন চাই। কিন্তু প্রশ্ন হলো ভোট কি শুধু একটি দিন? নাকি এটি একটি চেতনা? সেনাবাহিনী রাজনীতির মাঝখানে দাঁড়ালেই যে জাতি নিরাপদ তা কিন্তু নয়—অথচ আজ সেই নিরপত্তাই সবচেয়ে অনিশ্চিত। জেনারেল ওয়াকার যেন সময়ের দূত। তাঁর কণ্ঠে যখন উচ্চারিত হয় “ডিসেম্বরে নির্বাচন চাই”, তখন অনেকের কানে তা আশার বার্তা, আবার অনেকের কাছে হুমকির ধ্বনি। এক সেনাপ্রধান যখন নির্বাচনের সময় নির্ধারণ করেন তখন প্রশ্ন উঠে—কাদের হাতে রাষ্ট্র? জাতি তখন প্রিয়ার বিষের চেয়ে বেশি ভয় পায় অস্ত্রের ঠাণ্ডা ইশারা।

এদিকে রাজনৈতিক দলগুলো করে প্রেমের নামে প্রতারণা! বিএনপি আজ চায় নির্বাচন। জামায়াত বলে আগে বিচার করো। এনসিপি বলে তোমরা কেউই প্রিয়া নও আমরাই নতুন প্রেমিক!
আর জনগণ? তারা বসে আছে বিষ পানের পরে, জানে না কার কথা সত্য কার হাতেই আছে পরবর্তী পাত্রটি। আওয়ামী লীগ নিষিদ্ধ—তবু এখনও ছায়ার মতো রাজনীতির আঙিনায়। যেন বিদায়ের পরে প্রেমিকের চিঠি—ছেঁড়া, পুরনো, কিন্তু ফেলা যায় না।

নিকট অতীতে শাহবাগ আবার গর্জেছে এনসিপি ও ছাত্রসমাজ মিলে। তারা বলেছে, প্রেমিকদের বদলাও, নইলে জাতি মরবে।”
বিএনপি, জামায়াত ও এনসিপি—তিনটি দল, তিনটি ভাষা কিন্তু একটি অভিন্ন আকুতি ক্ষমতার হিস্যা। বিএনপি নির্বাচনের তাগিদ দিচ্ছে, জামায়াত সংস্কারের পূর্বশর্তে ভোট আটকে রাখতে চায়, আর এনসিপি শহরের রাস্তায় শাহবাগের প্রেতাত্মা ফিরিয়ে এনেছে।
রাজনীতি আজ চায় ঘর অথচ তারা দেয় শ্মশান।
অন্যদিকে ইশরাক হোসেন—তরুণ নেতৃত্বের একটি নতুন চিত্র। তিনি যেন বিষপাত্রে একটি তাজা ফুল, যিনি বলছেন “রাজনীতি মানে মৃত্যু নয়—আবার বাঁচা যায়”।
প্রিয়া যদি বিষ দিয়ে বলে “পান করো”, আর সেই বিষও যদি ভালোবাসার নামে হয়, তবে প্রশ্ন জাগে—ভালোবাসা কি শর্তহীন হতে পারে না?
শাসকের মুখে মধু, হাতে শিকল। জনগণের ইচ্ছা যেন মৃতপ্রায় আর ন্যায়বিচার যেন কারো ব্যক্তিগত গৃহপালিত পোষা। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে (১) রাজনৈতিক সদিচ্ছা। (২) নিরপেক্ষ ও বাধ্যবাধকতাহীন নির্বাচন। (৩) সেনাবাহিনীর প্রশাসনিক নয়—সাংবিধানিক ভূমিকা।
(৪) সবচেয়ে জরুরি—জনগণের গণচেতনায় জাগরণ।
রাজনীতি আজ সেই প্রিয়ার মতো—যে ভালোবাসার নামে বিষ দেয়, আবার মৃত্যুরও অধিকার কেড়ে নেয়। আমরা সেই প্রেমিক জাতি যারা শতবার প্রতারিত হয়েও অপেক্ষা করি—হয়তো একদিন প্রিয়া বিষ নয়, জল দেবে। কিন্তু এখন সময় এসেছে প্রেমিকের জেগে ওঠার। শাসককে বলতে হবে—
“বাহু ধরে রাখলে হবে না, এবার আমরাও বলতে শিখেছি— তুমি যতই প্রিয়া হও, আমরা আর বিষ খাবো না।”

লেখক: মাহবুবুর রহমান চৌধুরী
সাবেক সাধারন সম্পাদক
গোলাপগঞ্জ প্রেসক্লাব

22/05/2025

সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের ৪নংওয়ার্ডের শেষ সীমায় মৌলভী খালের পৌরসভা অংশে আবারো ভাঙ্গন দেখা দেওয়ায় প্রায় ৪০ফুট (সুরমা ডাইক রোড) আরসিসি ঢালাই সড়ক ও গার্ড ওয়াল মাটি সহ ধেবে গিয়েছে। ফলে কয়েকটি পরিবার ঝুকিঁতে বসবাস করছেন। যদি এই অংশ পরোপুরি ভেঙ্গে যায় তবে নদীর পানি প্রবেশ করে পার্শবর্তী এলাকার কয়েকশত পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন ও দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
*ভিডিও লিংক কমেন্টে*

30/04/2025

গোলাপগঞ্জ পৌরসভার একটি মসজিদের ইমাম হা-ম-লায় আ*হত। বিস্তারিত কমেন্টে।

19/04/2025

গোলাপগঞ্জে ৪টি চোরাই সিএনজিসহ আটক
দক্ষিন সুরমার যুবক।
লিংক কমেন্ট বক্সে

24/02/2025

বিমান বন্দরে তোপের মুখে হাত জোড় করে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা!

গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে  কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার বিকের ৩টায় অর্ধশতাধিক শীতার্ত ...
24/01/2025

গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার বিকের ৩টায় অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিৎ ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তাফা মূসা, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌরসভার সহ কর আদায়কারী বাসিত আহমদ, শিক্ষক কায়েস মিয়া, প্রবীন মুরব্বী ফটিক আহমদ, বদরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমাজের প্রতিনিধি মনসুর চৌধুরী, শায়েক আহমদ চৌধুরী। এছাড়া গোলাপগঞ্জ মডেল থানার কয়েকজন অফিসার উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করে নিখোঁজ ব্যাক্তিকে খোঁজে পেতে সহযোগীতা করুন।
12/01/2025

পোষ্টটি শেয়ার করে নিখোঁজ ব্যাক্তিকে খোঁজে পেতে সহযোগীতা করুন।

গোলাপগঞ্জে  পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিতদি হাঙ্গার প্রজেক্ট এর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোলাপগঞ্জের উদ্যোগে  রাজন...
31/12/2024

গোলাপগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দি হাঙ্গার প্রজেক্ট এর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোলাপগঞ্জের উদ্যোগে রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মী সম্প্রীতি বজায় রাখার আহবানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। পিএফজি এম্বাসেডর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জ্বামান হেলালের সভাপতিত্ব ও পিএফজি সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে পিএফজির কার্যক্রম ও সম্মিলিত ঘোষনাপত্র পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট কো অর্ডিনেটর আকলিমা চৌধুরী। বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, পিএফজি এম্বাসেডর মনোয়ারা ফেরদৌস, এম্বাসেডর আবুল হোসাইন, সদস্য আব্দুল কাদির সেলিম, মাহবুবুল হক লুলু, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মুফতি জাবের আহমদ, পিএফজি ইয়থ গ্রুপের সদস্য দেলোয়ার হোসেন মান্না, মাজহারুল ইসলাম হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য সাবেক কাউন্সিলর মেহেরুন বেগম, সাবেক কাউন্সিলর সুফিয়া বেগম, ফাহিমা আক্তার তুলি, পারভেজ আহমদ, সিনিয়র সাংবাদিক ডাক্তার রতন মনি চন্দ, দেলওয়ার হোসেন মাহমুদ, মাওলানা শামসুল হুদা, সুলতান আবু নাসের, হাফিজ আব্দুল আলিম, সাংবাদিক সামিউল শয়ন, শায়েক আহমদ চৌধুরী।সহ আরো অনেকে। সভায় সম্মিলিত ঘোষনা পত্রে সবাই একমত পোষন করে সংঘাত পরিহার করে সম্প্রীতি বজায় রাখার অঙ্গিকার করেন। সভা শেষে দি হাঙ্গার প্রজেক্টের সাবেক কোঅর্ডিনেটর মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি জাবের আহমদ।

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের বার্ষিক পরীক্ষা ৪ জানুয়ারীজালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলে...
31/12/2024

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের বার্ষিক পরীক্ষা ৪ জানুয়ারী

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা আগামী ৪ জানুয়ারী ২০২৫ ইং শনিবার সকাল ৮টার সময় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।

কায়দা, আমপারা, কুরআন শরীফ ১ম বর্ষ ও কুরআন শরীফ ২য় বর্ষ এই মোট ৪ বিভাগের পরীক্ষা ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কায়দা, আমপারা, কুরআন শরীফ এবং মক্তব কতৃর্ক নির্ধারিত সিলেবাসের আলোকে প্রশ্নপত্রে মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হবে।

বোর্ডের পরীক্ষায় অংশ নিতে মক্তব পরিচালকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ। বিস্তারিত জানতে ০১৭১৭-৯৩০৪৯৫, ০১৭৮৯-২২৫৪৪৬, ০১৭৩১-৬২১৩০৩ যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি

Address

Golapganj
Sylhet
3166

Telephone

+8801711700286

Website

Alerts

Be the first to know and let us send you an email when OLD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OLD News:

Share