15/10/2025
আমাদের প্রিয় নবী (সা:)ﷺ বলেছেন:
“সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক — যে ব্যক্তি তার মা-বাবার একজন বা দুজনকেই বৃদ্ধ অবস্থায় পায়, কিন্তু তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারে না।”
📚 (মুসলিম: ২৫৫১)
👇
রিপন মিয়া বা রিপন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর তার বাবা,মায়ের যে বিষয় গুলো অনেকেই মর্মাহত বা অবাক করলেও বাস্তবে অবাক হওয়ার কিছু নেই।
আমার ভুলে যাই বর্তমানে সোসিয়াল মিডিয়াতে যা দেখা যায়,দেখাই সেটা আসলে বাস্তবিক না আর যেটা দেখাইনা সেটাই বাস্তবতা।রিপন মিয়া হোক বা কোনো বড় রিচ ফ্যামিলির বড় কর্তা হোক প্রত্যেকেই জানি বুঝি বাবা মায়ের জন্যে কর্তব্য কি দায়িত্ব কি।
এর জন্যে শিক্ষিত, গরীব অথবা কোটিপতি হতে হয়না। যার আল্লাহর প্রতি ভয় আছে যার মমতা স্নেহবোধ অনুভব করে,যে নিজেই বাবা, মা হয় বা হবে জানে সে তার মমতাময়ী বা , বাবা কে কখনো কষ্টে ফেলে দিবে না।।।।
আরেকটা বিষয় হলো সোশ্যাল মিডিয়ার যা দেখি সাথে সাথে বিশ্বাস করে নেই, সেই ক্ষেত্রেও কিছুটা ধৈর্য ধরা উচিত।
নীতি নৈতিকতা হারিয়ে গেলে সে আর মানুষ থাকে না।
সেই সুযোগে অনেকেই এই দুঃখজনক পরিস্থিতিতে ভালোই কনটেন্ট হিসেবে নিয়ে তাদের গলায় মাইক্রোফোনের মেলা বসিয়েছেন ।