15/09/2024
                                            স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সমগ্র পশ্চিমা বিশ্বে জনমত গঠন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নানামুখী চাপ প্রয়োগে অসামান্য ভূমিকা রাখা সাংবাদিক ' মুসফিকুল ফজল আনসারী'র সাথে সিলেট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ভাই।
দীর্ঘ এক দশক এর নির্বাসন শেষে দেশে ফিরেছেন সিলেট মা'য়ের গর্বিত সন্তান, কিংবদন্তি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন।
মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন। এছাড়াও বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কাজ করেছে। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্ট। ওয়ার্কএক্সিপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত বৃটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায়। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এনটিভিতে জনপ্রিয় অনুষ্ঠান ‘হ্যালো এক্সেলেন্সি’ হোস্ট করেছেন, যেখানে রাষ্ট্রদূত এবং বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তিনি জাস্টনিউজবিডি’র সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।                                        
 
                                         
   
   
   
   
     
   
   
  