12/07/2025
নির্মমতা
মোহাম্মদ মুক্তাদির আহমাদ
১২ জুলাই ২০২৫খ্রিঃ
কতো নির্মমতা দেখতে হবে আর
কতো শুনতে হবে বলো চিৎকার?
মরে গেছে নাকি মনুষ্যত্ব জনতার?
এ কেমন মানহানি বলো স্বাধীনতার?
ওরা মানুষ নাকি মানুষ রূপী হায়না?
প্রাণ কেড়ে নেওয়া ছাড়া কিছু পায়না?
ছিনতাই চাঁদাবাজি খুন আর ধর্ষণ ছাড়া
আর কি ওরা কিছু খুঁজে দেশে দেখেনা?
হিংস্র হয়ে গেছে ওরা ক্ষমতার দাপটে
বিবেকহীনতার তালা ঝুলছে কপাটে।
স্বাধীনতা শুধু কেবল নামেতে'ই স্বাধীন
পরাধীনতার শিকলে বন্ধি আমরা বটে।
কবে হব সভ্য আলোকিত জাতি মোরা?
ছাড়তে কি পারবো না মানুষ প্রাণে মারা?
পশুর চেয়েও নিকৃষ্ট হব কেন লোভে পরে
ভুল কি করেছে দেশ স্বাধীন করেছে যারা?
মানুষের প্রতি নেই মানুষের কোন মায়া
খুঁজে শুধু'ই লোভ ক্ষমতা দলের ছায়া।
যার যেমন খুশি করছে দল করুক তবে
জাতির জন্য মহৎ হোক মন থাকুক দয়া।