Manusher Jonno - মানুষের জন্য

  • Home
  • Manusher Jonno - মানুষের জন্য

Manusher Jonno - মানুষের জন্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manusher Jonno - মানুষের জন্য, Digital creator, .

বেওয়ারিশ (পাগল) মানুষদের জন্য সিলেটে একটি চিকিৎসা ও আশ্রয় কেন্দ্র গড়ে তুলার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে সিলেট এয়ারপোর্ট এলাকায় একজন ডোনার জায়গাও দিয়েছেন। পাশাপাশি অসহায় মানুষকে সাপোর্ট করতে চাই আমরা। আমাদের পেইজে ফলো দিয়ে সাপোর্ট করবেন এই প্রত্যাশা রইল।

16/07/2025

আমাদের মানবিক কাজ পরিচালনার জন্য শহরের মধ্যে কম টাকায় একটি অফিস খুজছি। প্লিজ কারো জানা থাকলে 01787-117453 নাম্বারে কল করুন

14/07/2025

'ভারতের' সুরেশ বাবুর অ*পা*রে*শ*ন শেষে
বাড়ির পথে...
হাসপাতালের বিল এসেছে ৬২ হাজার টাকা,
মওকুফ করে পরিশোধিত বিল ৩৭ হাজার,
ঘাটতি ১০ হাজার টাকার উপরে!

সামান্য সামান্য দিলে ঋণ পরিশোধ হয়ে যাবে।
বিকাশ 01787-117453

13/07/2025

প্রয়োজন নয় তবুও কিনতে হয়!

ছবির এই ব্যক্তির নাম সুরেশ। হিন্দি ভাষায় কথা বলেন।তার বাড়ি ভারতের মুম্বাই জানিয়েছেন। গেল ১২-১৪ বছর থেকে সিলেট জকিগঞ্জ উপ...
11/07/2025

ছবির এই ব্যক্তির নাম সুরেশ।
হিন্দি ভাষায় কথা বলেন।
তার বাড়ি ভারতের মুম্বাই জানিয়েছেন।

গেল ১২-১৪ বছর থেকে সিলেট জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ-সোনাসার এলাকায় রাস্তায় বেওয়ারিশ হিসেবে ঘুরাঘুরি করতেন। ৫ দিন আগে সড়ক দুর্ঘ*টনায় বাম পায়ের হাড় ভেংগে যায়।

রাস্তা থেকে তুলে এনে সিলেটে চিকিৎসকের কাছে নিয়ে যাই আমরা।

চিকিৎসক জরুরি ভিত্তিতে অপারেশন এর পরামর্শ দেন। এবং একটি পাত লাগানোর কথা বলেন। এতে ব্যয় ৪০-৪৫ হাজার টাকার প্রয়োজন।

আলহামদুলিল্লাহ আজ বিকেলেই সাকসেস
অ*পা*রে*শন হয়েছে।

আমাদের কাছে শনিবার সকাল ১১ টা পর্যন্ত কালেকশন হয়েছে ১৫২০০ টাকা। যারা টাকা দিয়েছেন তাদের
প্রতি কৃতজ্ঞতা। যারা শে*য়া*র দিয়ে পাশে দাঁড়িয়েছেন
তাদের সকলের প্রতি ভালোবাসা রইল।

বিকাশে কেউ দিতে চাইলে
01787-117453

10/07/2025

ভারতের সুরেশ বাবুর অ*পা*রেশন চলছে এই মূহুর্তে!
প্রয়োজন ৪০-৪৫ হাজার টাকা!

শনিবার সকাল ১১টা পর্যন্ত কালেকশন
১৫২০০ টাকা। প্লিজ ২শ, ৫শ করে
দিলেই হয়ে যাবে।

বিকাশ পার্সোনাল 01787 117453
কেউ হেল্প করলে স্কিন শর্ট দিয়ে আপডেট
জানাবেন

10/07/2025

ভারতের সুরেশ বাবুর চিকিৎসা
দিতে ডাক্তারের পথে আমরা!

ভারত ফিরিয়ে নেক সুরেশ বাবুকে!
ইন্ডিয়ান হাইকমিশনের কাছে ভিডিও রিচ
করতে শে*য়া*র করুন সকলেই!!

09/07/2025

সিলেট থেকে ভারতের মুম্বাই প্রায় ২৪০০ কি.মি.
মানুষটি কিভাবে আসলো এখানে?

বাড়ি ভারতের মুম্বাই!সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে উনাকে। একজন বেওয়ারিশ মানুষ তিনি।  ...
09/07/2025

বাড়ি ভারতের মুম্বাই!

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে উনাকে। একজন বেওয়ারিশ মানুষ তিনি। কয়দিন আগে দুর্ঘ*টনায় তার কোমরের হাড় ভে*ঙে যায়।

রাস্তায় পড়ে থাকা আর অসহনীয় ব্যথা-যন্ত্র*ণায় কাতর তিনি। এই অবস্থায় এলাকার যুবক জামরুল ইসলাম আমাদের সাথে যোগাযোগ করেন।

চিকিৎসার উদ্যোগ নেয়া হলে আজ কয়েকজন মানবসেবী ভাইয়েরা গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

ইনশাআল্লাহ উনার চিকিৎসা হবে। রাস্তায় পড়ে থাকা অসুস্থ মানুষগুলো আমাদের চোখে দেখলেই সহ্য করতে পারি না।

আল্লাহ হয়ত তাদেরকে এই অবস্থায় রেখে আমাদেরকে পরীক্ষা করছেন! দেখি- অসুস্থ মানুষ দেখার পর তুমরা কি করো? অর্থাৎ মানুষ হিসেবে তো আমাদের সকলের দায় দায়িত্ব কিছুটা আছে!

হাটুর নিচ থেকে গুড়ালি পর্যন্ত ধরেছে প*চ*ন।পো*কা আর পো*কা! অসহনীয় যন্ত্রণা। এমন অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে ওসমানীহাসপা...
07/07/2025

হাটুর নিচ থেকে গুড়ালি পর্যন্ত ধরেছে প*চ*ন।
পো*কা আর পো*কা! অসহনীয় যন্ত্রণা।
এমন অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে ওসমানী
হাসপাতালে ভর্তি করি আমরা।

বেওয়ারিশ এই রোগীর দেখাশুনা করার
জন্য দুই জন মানুষ নিয়োজিত রয়েছেন হাসপাতালে।
কাল সকালে অ*পা*রে*শ*ন হবে তার।
সবাই দোয়া করবেন।
তার বাড়ি বলেছে,
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।

আর্থিক সহায়তায় আখাতারুজ্জামান ভাই (লন্ডন)
এবং জাবেদ ভাই আমেরিকা। ধন্যবাদ আপনাদেরকে

গোটাটিকর, সিলেট থেকে উদ্ধারকৃত মহিলারঅ*পারেশ*ন চলছে ওসমানী হাসপাতালে।দুই সেচ্ছাসেবীর অপেক্ষাওটি রুমের সামনে।যদি আজকে না ...
06/07/2025

গোটাটিকর, সিলেট থেকে উদ্ধারকৃত মহিলার
অ*পারেশ*ন চলছে ওসমানী হাসপাতালে।

দুই সেচ্ছাসেবীর অপেক্ষা
ওটি রুমের সামনে।

যদি আজকে না নিয়ে
আসতাম তাহলে কেমনে আজকের রাত কাটাত
বেওয়ারিশ এই মহিলা। সে তার বাড়ি বলেছে ময়মনসিংহের গফরগাঁও।

সবাই তথ্যটি শে*য়া*র দিয়ে সহযোগিতা করুন প্লিজ।

06/07/2025

উফ, এই জ্বা*লা যন্ত্র*না সহ্য হচ্ছে না!
লাইভটি আজকে বেশি করে শেয়ার করবেন প্লিজ"

04/07/2025

জুম্মা মোবারক!!
ভিডিওটি ভালো লাগলে
পেইজে ফ*লো, এবং একটি শে*য়ার
দিতে ভুলবেন না।

Address


Telephone

+8801787117453

Website

https://www.facebook.com/newsviewssylhet

Alerts

Be the first to know and let us send you an email when Manusher Jonno - মানুষের জন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manusher Jonno - মানুষের জন্য:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share