আশরাফুল আলম ফাহাদ

আশরাফুল আলম ফাহাদ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এর স্মৃতি বিজড়িত ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর উপজেলার সর্বস্তরের...
06/06/2025

জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) এর স্মৃতি বিজড়িত
ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর উপজেলার সর্বস্তরের জনগণ, ভাই, বোন, বন্ধু, শুভাকাঙ্খী সহ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা 💦🌹
💌 ঈদ মোবারক 💌

30/09/2024

কেয়ামতের বিভীষিকাময় দিনে কেউ কারও হবে না। সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন,সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে- তখন নিজেকে ছাড়া আর কারও দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না (সূরা আবাসা, আয়াত ৩৪-৩৭।) হাদিস শরিফে আছে, হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন ‘মহানবী (সা.)কে বলতে শুনেছি, কেয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে এসে দাঁড়াবে। এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! নারী-পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে হুজুর (সা.) বললেন, হে আয়েশা! সে দিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, কেউ কারও দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না (বুখারি ও মুসলিম।)

জামায়াত কেনো ভোটের রাজনীতির বিষয়ে নিরব? ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি নিয়ে জামায়াত সম্পর্কে অন্যান্য দলের বিশেষ করে বামদের মু...
30/08/2024

জামায়াত কেনো ভোটের রাজনীতির বিষয়ে নিরব?
ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি নিয়ে জামায়াত সম্পর্কে অন্যান্য দলের বিশেষ করে বামদের মুখরোচক গল্পে জামায়াতের লোকজন নিরব থাকেন। এটাই জামায়াতের শক্তি তাদের প্রকৃত অবস্থা আসলে বিশ্লেষণ করে কোন সমীক্ষার মাধ্যমে উপস্থাপন করাটা অসাধ্য ব্যাপার।

জামায়াত তাদের সক্ষমতা জানে বিধায় ক্ষমতার রাজনীতিতে ফোকাস না করে ক্ষমতায় যাওয়ার পর সেই ক্ষমতাকে জনগনের স্বার্থে কাজে লাগানোর মত লোক তৈরিতে ব্যস্ত।

ঐতিহাসিক রুশ বিপ্লবের নায়ক লেলিন জনপ্রিয়তার শীর্ষে থেকে বিপ্লবের মহানায়ক হলেও ক্ষমতার রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জামায়েত ইসলামি রাজনীতির মাঠের লেলিন হতে চায় না।

বাংলাদেশের রাজনীতিতে লেলীনের ধারার রাজনীতি নামে বামরা রাজনীতি করলেও তার জনবিচ্ছিন্ন হওয়ার ইতিহাস থেকে কোন শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। তাই এদের দলের সংখ্যা আর নেতা-কর্মীর সংখ্যা প্রায় সমান। এদের রাজনৈতিক মিছিল মিটিং দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ বাংলাদেশ। আসলেই কি তাই? আসল কারণ, হচ্ছে জনগন আছে কিন্তু তাদের রাজনীতিটা জনগনের জন্য নয় তাই এমন আকাল পরিলক্ষিত।

অথচ দেশে রাজনৈতিক বিশ্লেষকরা খুব সহজেই বলে বসে দেশে বুদ্ধি ভিত্তিক এবং আদর্শিক রাজনীতি চর্চা করছেন জামায়াত আর বামদলগুলো। আসলে বাস্তবতার সাথে এর কোন মিল আছে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে ইনু, মেনন, মতিয়া, দিলীপ বড়ুয়াদের এমন করুন আত্মাহুতির কোনো প্রয়োজন ছিল না। প্রকৃত অর্থে এদেশের বামরাও গতানুগতিক ক্ষমতার রাজনীতি চর্চার মধ্যে বিলিন হয়ে গিয়েছে। তাই এই জায়গায় জামায়াতে ইসলামীকে আলাদা করে বিশ্লেষণ না করলে জামায়াতে ইসলামীকে ভুল পঠন হবে।

অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল নয় বরং রাজনীতি বিজ্ঞান চর্চার একটি প্রতিষ্ঠান হিসেবে বিশ্লেষ করুন তাহলে অনেক কিছুর সহজ সমীকরণ পেয়ে যাবেন।

পরিশেষে জনগনের চাহিদা সম্পন্ন নেতৃত্ব যখন গঠন হয়ে যাবে তখন ক্ষমতা চাইতে হবে না, ক্ষমতা নিজে থেকেই জামায়াতের হাতে ধরা দিবে।

মোহাম্মদ নিজাম উদ্দিন
৩০/০৮/২০২৪
জুমাবার
তুরস্ক

সংগ্রামী ছাত্রজনতকে সালাম।সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। আহতদের সুস্থতা কামনা করছি। এই বিজয়ের মহা নায়ক আমাদের নি...
06/08/2024

সংগ্রামী ছাত্রজনতকে সালাম।
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।
আহতদের সুস্থতা কামনা করছি।
এই বিজয়ের মহা নায়ক আমাদের নিষ্পাপ শিশু কিশোর তরুণরা। বীর নায়করা এখন আমরা একটি সুখী সম্বৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।
যেই বাংলাদেশ হবে মালয়েশিয়া সিংঙ্গাপুর থেকেও উন্নত। মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এখন আমরা সবাই মিলে এই কঠিন কাজ করতে হবে। আজ থেকে বাংলাদেশের সকল ধর্মের মানুষ নিরাপদ, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ আরও নিরাপদ, তাদের উপরে একটি ফুলের ইটাও কেউ দেয়নি। কারন তারা আমাদের কাছে আমাদের নবীর রেখে যাওয়া আমানত, রাসুল সাঃ বলেছেন কেউ যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপরে অঘাত করে তাহলে ঐ হামলাকারী ব্যাক্তির উপরে কেয়ামতের দিন আল্লাহর রাসুল সাঃ নিজে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবেন। এটাই আমাদের ইসলামের শিক্ষা। সুতরাং সিলেট সদর উপজেলার সকল সংখ্যালঘু ভাই বোন আমাদের কাছে আমানত স্বরুপ নিরাপদ।
সংগ্রামরত বিজয়ী বন্ধুরা আগামীকাল আমার পক্ষ থেকে শিবের বাজারে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত রইলো। ইনশাআল্লাহ।

আমির ফকির এক হয়ে যায় যে ঈদে,আয় না সবাই এক হয়ে যাই সেই ঈদে।এমনি করে থাকি সবাই জীবনভর যাই ভুলে যাই উঁচু-নিচু, আপন-পর।⭐  োব...
10/04/2024

আমির ফকির এক হয়ে যায় যে ঈদে,
আয় না সবাই এক হয়ে যাই সেই ঈদে।
এমনি করে থাকি সবাই জীবনভর
যাই ভুলে যাই উঁচু-নিচু, আপন-পর।

⭐ োবারক 🌙

02/03/2024

একটা কৌম তারা পরনির্ভর, সাধারণ মুসলমানদের আবেগ ভালবাসা পাওয়ার লাভের আশায় লেবাসি ভেলকিবাজি করা হলো তাদের জীবিকা নির্বাহের প্রধানত পূঁজি। গুজব ছড়িয়ে কিচ্ছা কাহিনি আর গীবত চর্চা হলো তাদের পাঠ্যসূচি। হিংসা বিদ্বেষ অহংকার হলো তাদের আমলি আক্বীদা।

আমি জানি, কিছু মানুষ আপনাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে আপনি তাদের কোনো ক্ষতি করেছেন। তবু, আপনি তাদের কাছে স্রেফ অ...
24/01/2024

আমি জানি, কিছু মানুষ আপনাকে পছন্দ করে না। ব্যাপারটা এমন নয় যে আপনি তাদের কোনো ক্ষতি করেছেন। তবু, আপনি তাদের কাছে স্রেফ অপছন্দের মানুষ। আপনার হাঁটা-চলা, কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না। কেউ হয়তো আপনাকে অপছন্দ করে, কারণ আপনি তাদের চেয়ে ভালো কাজ জানেন, আপনি তাদের চেয়ে বেশি যোগ্য ও পরিশ্রমী। আপনি তাদের চেয়ে বেশি জনপ্রিয়, আপনাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে। আপনার চুল তার চেয়ে সামান্য বড় বা ছোট, আপনার গায়ের রঙ তার চেয়ে খানিকটা উজ্জ্বল বা অনুজ্জ্বল—

হয়তো কারণটা এমন। কেবল কারও কোনো ক্ষতি করলেই আপনি তার অপছন্দের পাত্র হবেন, তা নয়। অপছন্দ-ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে। মানুষের সহজাত চরিত্রেই এই অনুভূতির প্রভাব আছে। আপনাকে কে পছন্দ করলো আর কে অপছন্দ করলো এটা না ভেবে বরং নিজের অবস্থার পরিবর্তন করুন, আর এইটাই বুদ্ধিমানের কাজ।
ধন্যবাদ

একটি মহান আন্দোলনের নেতৃত্ব তৈরী হতে একটি শতাব্দী লেগে যায়। আর এই যোগ্য নেতৃত্ব তৈরীর পেছনে কারিগর থাকেন শতাব্দীর মহানায়...
12/09/2023

একটি মহান আন্দোলনের নেতৃত্ব তৈরী হতে একটি শতাব্দী লেগে যায়। আর এই যোগ্য নেতৃত্ব তৈরীর পেছনে কারিগর থাকেন শতাব্দীর মহানায়করা।
মহাকবি আল্লামা ইকবালের স্বপ্ন এর বাস্তবে রূপ দিতে
উস্তাদ আল্লামা সইয়েদ আবুল আ'লা মওদুদী রাহ: এর মেধা, অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম রাতের কিতাব রচনা, লাহোর থেকে সারা ভারতবর্ষে বাঁধা উপেক্ষা করে পথ চলা, এর সোনালী ফসল ছিলেন আমাদের শহীদ নেতারা। শহীদ নেতাদের প্রত্যেক জন ছিলেন নিজ গুনে মহীয়ান। এদের রক্ষা করতে না পারা শুধু জামায়াতে ইসলামীর ব্যার্থতা নয় গুটা জাতির ব্যার্থতা।
নেতৃত্বের কোয়ালিটি অনুধাবন করুন দেখেন বর্তমানে আওয়ামীগ সরকার টানা তিনবার ক্ষমতায়, এর আগেও তারা ক্ষমতায় ছিল কিন্তু ভাতের নরেন্দ্র মোদির হাতে পায়ে ধরে জু বাইডেনের সাথে একটা সেল্ফি তুলতে তাদের কত-না ঘাম ঝরাতে হয়েছে। তা-ও স্বয়ং প্রধানমন্ত্রীর।
আর দেখেন জামায়াতের ৩য় সারির নেতা ছিলেন শহীদ কামারুজ্জামান আর মাওলানা আবু তাহের রাহঃ তারা মার্কিন মূলুকে কতটা দাপিয়ে বেড়াতেন।
এটাই ছিল শহীদ কামারুজ্জামানের কুটনৈতিক দক্ষতা, তৎক্ষালীন সময়ে বাংলাদেশে পৃথিবীর যেকোনো দেশের রাষ্ট্র দূত আসলে তার সাথে শহীদ কামারুজ্জামান সাক্ষাৎ করতেন, ও তাঁদের সাথে বাংলাদেশের ইসলাম পন্থী রাজনীতির সৌন্দর্য তুলে ধরতেন। ছবিতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কাটার ও জামায়াতে ইসলামীর ততকালীন সহকারী সেক্রেটারি শহীদ কামারুজ্জামান ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু তাহের রাহঃ।
মহান আল্লাহ আমাদের শহীদ নেতাদের শাহাদাত কবুল করুন আর তাদের শূন্যতা পূরন করুন, আমাদের অক্ষমতার ক্ষমা করুন আমীন।

Address

Sylhet
Sylhet

Telephone

+8801783625579

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশরাফুল আলম ফাহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আশরাফুল আলম ফাহাদ:

Share