Hafiza Tabassum siddiqa mitla

  • Home
  • Hafiza Tabassum siddiqa mitla

Hafiza Tabassum siddiqa mitla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafiza Tabassum siddiqa mitla, Digital creator, .

26/05/2024

কেমন নারীর বিয়ের জন্য উত্তম??

চরিত্র ও আমলে যে ভালো সেই জীবনসঙ্গী হিসেবে উত্তম। যে ধর্মেরই হোক না কেন ধর্মীয় অনুশাসনের মধ্যে যার জীবন তার থেকেই বেশি শান্তি আশা করা যায়।
যে নারী তার রব কে ভালোবাসে, ভয় করে, আদেশ নিষেধ মেনে চলে,স্বামীর হক সম্পর্কে ভালো মতো জানে আশা করি বিয়ের পর স্বামীর খেদমত, সন্তুষ্টিতে সে একধাপ এগিয়ে থাকবে।
বাহ্যিক সুরত না অন্তরের সৌন্দর্যকেই মুখ্য গুরুত্ব দেওয়া উচিত। আমল ও আখলাক সুন্দর হলে অনেক সময় শ্যাম বা কালোবর্নের মেয়েরাও বেশ ভালো সংসারি হয়ে থাকে। কিন্তু আফসোস তো এটাই যে এযুগে ছেলেরা ফর্সার কাছে দ্বীনের আলোকে কম্প্রোমাইস করে।

অনেক মেয়েদেরই বিয়ের আগে অন্যত্র সম্পর্ক থাকে। বিয়ের আগে এক বা একাধিক পুরুষের সাথে প্রাক বৈবাহিকজীবনে অবাধ মেলামেশা করলে বিয়ের পর দূর্বল স্বামীকে বিভিন্ন সময়ে অপমান অপদস্ত হেয় হতে হয়। কেননা পূর্বের বেড পার্টনারের স্মৃতি ভুলতে না পেরে স্বামীর সাথে রূঢ় আচরণ করে।
স্ত্রী যদি বাবার বাড়িতে ঘরোয়া আদব কায়দা না শিখে,আত্মীয় স্বজন উশৃংখল হলে প্রতোক্ষ বা পরোক্ষভাবে স্ত্রীর উপর প্রভাব পড়বে এবং এতে করে স্বামী ও সন্তানের উপর ও কিছুটা প্রভাব পড়ে তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।

বিয়েতে কাছর আত্মীয় স্বজন এড়িয়ে চলা ভালো কেননা এতে যৌন আকর্ষন কম হওয়া এবং সন্তানদের মধ্যে ও কিছু জেনেটিকেলি রোগ হতে পারে। দ্বীনদার,সুশ্রী,মায়াবী হাসিখুশি স্বভাবের মেয়েরা ভালো হয়।
যে নারী বিয়ের আগে চরিত্র হেফাজত করে এবং স্বামীর হক আদায় করে পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।

গোনাহ কে গোনাহ জানতে হবে,অন্তরের ঘৃনা করতে হবে।
সাময়িক সুখের জন্য অবাধ মেলামেশা কে না বলি। যারা যি-না ব্যভিচারে আসক্ত, তারা না ব্যক্তিগত ভাবে সুখী আর না সংসার জীবনে!! এবং অসুখী মানুষের সোহবতে আপনি কখনও সুখী হবে না।

যাকে বিয়ে করতে যাচ্ছেন সে শুধু স্ত্রীই নয়, সে হবে আপনার ভবিষ্যত সন্তানের মা। এজন্য প্রথমেই তিনি কেমন মা হবেন মনে একটা ধারনা রাখবেন। সুসন্তান সংসারকে আলোকিত করে এবং পিতামাতা কে গর্বিত করে।
বয়সের ব্যবধান ৪-৬ বছর হলে ভালো হবে এবং কুমারী নারী বিয়ের জন্য উত্তম।

25/05/2024
25/05/2024


02/04/2024

বিয়ে করতে মেয়েরা এখন অর্থ খুঁজে, আর ছেলেরা খুঁজে সুন্দরী।দ্বীনের তরে নয়তো কেউই, মুখেই কেবল দ্বীনদারী।
আল্লাহুম্মাগফিরলি🤲

10/03/2024

কত মানুষ ফিরিয়ে দিয়েছি- তোমাকে পাবার আশায়। তুমি কিনা সেই মুগ্ধ হলে, অন্যের ভালোবাসায়।'💔

পালিয়ে যাবো কোনোও সন্ধ্যাপানে সূর্য ডুবে যেথায় আঁধার নামে। হারিয়ে যাবো কোনোও নিরুদ্দেশেভবঘুরে নয়তো পথিক বেশে।লিখবো না কো...
27/02/2024

পালিয়ে যাবো কোনোও সন্ধ্যাপানে
সূর্য ডুবে যেথায় আঁধার নামে।
হারিয়ে যাবো কোনোও নিরুদ্দেশে
ভবঘুরে নয়তো পথিক বেশে।

লিখবো না কোনো চিঠি রাত্রি জেগে
হরেক রকম শব্দের ছন্দ দিয়ে।
সাজাবো না আর রূপকথার নগরী
হৃদয়ের বিশুদ্ধ আবেগ ক্ষয়ে।

দুঃখের বোঝা বুকের মধ্যেখানেই বয়ে
চোখের জলে যদিও পাহাড় গলে।
মনকে সস্তা বানিয়ে শির অবনত করে
ধুলি ভেবে দাপিত পায়ের তলে।

অলিক সুখের নৌকায় ভাসতে গিয়ে
বিপাকে হিয়া ছিন্ন ঝড়ের কবলে।
মধুর হাঁড়ি চুলায় বসিয়ে ঘনাতে চেয়ে
বিষের দাঁনা বাঁধলো হৃদ অতুলে।

যাবার সময় কালে কেউ পিছন থেকে
ডাকিয়ো না প্রিয় চিরচেনা স্বরে।
স্মৃতির বিশাল নগরী পুড়ে ছাঁই হলে
ভুলে যেও আমাই তবে চিরতরে।

কবিতা- অলীক সুখ
____________❤️🥰❤️_______

24/02/2024

"আসসালামু আলাইকুম"
এই আইডির মানুষটাকে মন থাকে শ্রদ্ধা করি। আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করুন আমিন। টাচ করলেই সারপ্রাইজ ইনশাআল্লাহ।🤲
https://www.facebook.com/profile.php?=733223

Digital creator

30/01/2024

দাঁড়িতে পুরুষ অসাধারণ অনেক ভালো লাগে... 🌻🌿
@followers

29/01/2024

একটা মেয়ের জন্য দুইটি পুরুষ ভয়ংকর
(১)দুলাভাই (২) দেবর❌

এবং একটি ছেলের জন্য দুইটি মেয়ে ভয়ঙ্কর
(১) ভাবি (২) শালি❌

কিছু কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে যারা দুলাভাই এবং দেবরের সঙ্গে ইয়ার্কি তামাশা ঠাট্টা করতে গিয়ে নিজের স্বামীর আমানতকে নষ্ট করে❌

আর কিছু কিছু বেহায়া নির্লজ্জ ছেলে আছে যারা ভাবি এবং শালির সঙ্গে ইয়ার্কি তামাশা ঠাট্টা করে নিজের স্ত্রীর আমানতকে নষ্ট করে, এদিকে স্ত্রীর খবর নেই।

আমাদের সমাজ বলে দেবর হলো ছোট ভাইয়ের মতো, কিন্তু রাসূল সাঃ বলে দেবর হলো মৃত্যু, তোমরা যেমন মৃত্যুকে ভয় করো তেমন দেবরকে কেও ভয় করো। কারণ এরা খাতারনাক।।✋

যৌথ পরিবারের অজুহাতে কারণে অকারণে দেবর ভাবি কিংবা দুলাভাই শালীর মেলামেশা করা ওহেতুক মশকরা ফাজলামি করা সম্পূর্ণ হারাম❌,,, সেই সাথে একে অপরের গায়ে গায়ে স্পর্শ করে পাশাপাশি বসা কিংবা
hand shake 🤝 করা সম্পূর্ণ হারাম, অন্যথায় এগুলো সবই জিনার মধ্যে সামিল হবে।।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক
🤲🤲(আমিন)🤲🤲

23/12/2023

আপনার হৃদয়ের আবেগের ভালোবাসা গুলো তালাবদ্ধ রাখুন নির্দিষ্ট একজনের জন্য যে,এসে কবুল নামক চাবি দিয়ে সে,তালা খুলে আপনার হৃদয়ে প্রবেশ করবে।সেই একজনের জন্যই আপনার হৃদয় পবিত্র রাখুন,সেই একজনের জন্যই আপনার অন্তরকে নরম রাখুন।দেখবেন আল্লাহ এমন কাউকে দান করবেন যে, আপনার চক্ষুকে সবসময় শীতল রাখবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।

______ ইনশাআল্লাহ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiza Tabassum siddiqa mitla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share