দৈনন্দিন ছাতক Chhatak

দৈনন্দিন ছাতক Chhatak Media/News/Publishing

যোগাযোগ -ঃ ইনবক্স।

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানরাজনৈতিক মামলায় ১ জন গ্রেফতার ||ডেস্ক নিউজঃ ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলা...
06/03/2025

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান
রাজনৈতিক মামলায় ১ জন গ্রেফতার ||

ডেস্ক নিউজঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার
আসামি মো. রজব আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মো. রজব আলী নোয়ারাই ইউনিয়নের পুর্ব কুপিয়া গ্রামের
মৃত মখলিছ আলীর পুত্র ও সাবেক এমপি মুহিবুর রহমান
মানিকের ব্যাক্তিগত সহকারী মোশাহিদ আলীর ছোট ভাই।
মো.রজব আলী নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি।

ছাতক থানার এসআই (নি:) মো.সিকান্দর আলী, এএসআই (নি:) বিশ্বজিত,এএসআই (নি:) নো.তোলা মিয়া,এএসআই (নি:) তাইজ উদ্দীন,এএসআই (নি:) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেফতার করেছেন।

পুলিশ জানিয়েছে ছাতক থানার মামলা নং-১৫,তাং ১০. ০২. ২০২৫ খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3)/25-D এর সন্দিগ্ধ আসামী মো.রজব আলী।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে। # #

ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায়  || ডেস্ক নিউজঃছাতকের জাউয়াবাজারে ভ্রাম্য...
06/03/2025

ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় ||

ডেস্ক নিউজঃ
ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬ মার্চ) দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করে ৮ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জাউয়াবাজারের তাজ ব্রাদার্স ষ্টোর ১ লক্ষ টাকা, হাজী মোশাররফ আলী ষ্টোর ৫০ হাজার টাকা,মিতালী
ডিপার্টমেন্টাল ষ্টোর ১০ হাজার টাকা,জনতা বেকারি ১০ হাজার টাকা,রনজিত বাবুর দোকানে২০ হাজার টাকা,কানু তালুকদার ৩০ হাজার টাকা,বিসমিল্লাহ সবজি ভান্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোরের গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করে পুলিশ ক্যাম্পে দেয়া হয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। # #

পু' লি শে র'  অ ভি যা নে'  শান্তি গ'ঞ্জে'  অ - স্ত্র'  সহ  ১  ডা কা ত  সর্দার  মর্তূজ আলী  গ্রে প্তা র' ।
02/03/2025

পু' লি শে র' অ ভি যা নে' শান্তি গ'ঞ্জে' অ - স্ত্র' সহ ১ ডা কা ত সর্দার মর্তূজ আলী গ্রে প্তা র' ।

সাবেক যুবদল নেতা, কেন্দ্রীয়  বিএনপি নেতার অনুসারী - বাগবাড়ী গ্রামের মামুন মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী,ইয়াবা ও নগদ ...
02/03/2025

সাবেক যুবদল নেতা, কেন্দ্রীয় বিএনপি নেতার অনুসারী - বাগবাড়ী গ্রামের মামুন মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী,ইয়াবা ও নগদ অর্থসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার।

মেজরটিলা ইসলামপুর সিলেটে ডা/কাতি তারাবির নামাজের সময় সোনা ও নগদ ৫ লাখ টাকা ডা/কা/তি সিলেটে মেজরটিলা ইসলামপুর।
02/03/2025

মেজরটিলা ইসলামপুর সিলেটে ডা/কাতি
তারাবির নামাজের সময় সোনা ও নগদ ৫ লাখ টাকা ডা/কা/তি সিলেটে মেজরটিলা ইসলামপুর।

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪১ হাজার টাকা জরিমানা আদায়  ||ডেস্ক নিউজঃছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪১...
02/03/2025

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
৪১ হাজার টাকা জরিমানা আদায় ||

ডেস্ক নিউজঃ
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ছাতক শহরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয়টি মামলা দায়ের করে ৬ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ২ মার্চ দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছিরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা
হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জানান, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত থাকবে। # #

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনন্দিন ছাতক Chhatak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category