Md Saddam

Md Saddam আলহামদুলিল্লাহ

👉 GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পূর্নাঙ্গ  ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
08/12/2025

👉 GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পূর্নাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

07/12/2025

রাবি ও জাবির আবেদনের শেষ তারিখ আজ রাত ১১ টা ৫৯ মিনিট

ভার্সিটির ছেলেমেয়েরা পড়াশুনা করে ,রাজনীতি করে , প্রেমও করে । আবার  অনেকে দুয়িয়ার জীবনকে তুচ্ছ করে নিজেকে গড়ে তুলে আল্...
05/12/2025

ভার্সিটির ছেলেমেয়েরা পড়াশুনা করে ,রাজনীতি করে , প্রেমও করে । আবার অনেকে দুয়িয়ার জীবনকে তুচ্ছ করে নিজেকে গড়ে তুলে আল্লাহর বন্দেগী ও মানবকল্যাণকর মানুষ হিসেবে।
তারা একই সাথে রাজনৈতিক নেতাও হয় আবার ট্যালেন্টেড স্টুডেন্টও হয় ।
রাতের বেলা আড্ডা দিয়ে সকাল বেলা পরীক্ষা দিতে যায় । আবার রাত জেগে অনেকেই মশগুল থাকে ইবাদতে ।
এরা বাসের ভিড়ে দাঁড়িয়ে যেতেও অভ্যস্ত ,আবার গাড়ির সিটে ভাব নিয়ে বসতেও পটু ।

এক জুতায় বছর পার করে ,আবার স্নিকার্স পড়ে কুল হ্যান্ডসাম ডিউড সাজতেও এদের জুড়ি মেলা ভার ।
হলের পচা খাবার খেয়েও অভ্যস্ত । আবার দামী রেস্টুরেন্টের ফাস্টফুডও পেটে হজম হয় ।
এখানকার হলে প্রতি রাতে গল্প তৈরি হয় ।
অনুপ্রেরনার গল্প , সম্ভাবনার গল্প , রিলেশন ব্রেকাপ হওয়ার গল্প । পরিবার ছেড়ে দুরে থাকার গল্প । সবাই মিলে একসাথে বাসি মুড়ি খাওয়ার গল্প । রাত জেগে তাস পেটানোর গল্প ।
অসাধারন বন্ধুত্ব আর অপরিসীম শত্রুতা দুইটাই পাবেন এখানে ।
মেট্রিক ইন্টারে ডবল এ প্লাস পেয়ে ক্যাম্পাসে এসে ইয়ার লস খাওয়া ছেলে যেমন পাবেন একই ভাবে দুইটা এ মাইনাস পেয়ে ক্যাম্পাসে এসে একবারে প্রতিটি মিড পাস করা ছেলেও পাবেন ।
মিডে ভালো মার্কস পেয়েও বেকার পাবলিকিয়ান যেমন পাবেন ,আবার কম টেনেটুনে গ্রেস মার্ক নিয়ে মিডে পাশ করে শাইন করা পাবলিকিয়ান ছেলেমমেয়েও পাবেন ।
এখানে এক রাত পড়াশুনা করে টেনেটুনে পাশ করা ছেলে যেমন আছে , একইভাবে সারা বছর পড়াশুনা করে অনার্স মার্ক পাওয়া স্টুডেন্টও আছে ।
মেকাপের আস্তরনে ঢাকা পটের বিবিও যেমন আছে ,একই সাথে ঘামে ভেজা সংগ্রামী মেয়েও পাবেন ।
এইটা ভার্সিটি ।
এখানে কেউ কারো ""বস"" নয় । এখানে সবাই একেকটা ""বস "" । এখানে প্রতিটা ছেলে মেয়ে একেকটা ক্রিয়েটর ।
এখানে স্বপ্ন তৈরি হয় না । এখানে স্বপ্নের স্রষ্টা তৈরি হয় । প্রতিটা স্টুডেন্ট তার জায়গা থেকে একেকজন বড় মাপের ড্রিমার ।
বগিতে ড্রাম বাজানো ছেলেটা
কিংবা টিউশনে গিয়ে বেতন না পেয়ে ঠকে যাওয়া মানুষটাকে তাই কেউ দমিয়ে রাখতে পারে না ।
কারন এরা ভার্সিটি স্টুডেন্ট ।"

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫/২৬ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার প্রকাশিত - (পেপারিং ভার্সন) আবেদন শুরু...
02/12/2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫/২৬ শিক্ষাবর্ষের ভর্তি সার্কুলার প্রকাশিত - (পেপারিং ভার্সন)

আবেদন শুরু আগামী ৮ ই ডিসেম্বর থেকে।

♉ ৮১টি পদে সরকারি আবাসন পরিদপ্তর (doga) এ নিয়োগ বিজ্ঞপ্তি 👉 আবেদন শুরুঃ ৩ ডিসেম্বর ২০২৫👉 আবেদনের শেষ তারিখঃ  ৩১ ডিসেম্বর...
01/12/2025

♉ ৮১টি পদে সরকারি আবাসন পরিদপ্তর (doga) এ নিয়োগ বিজ্ঞপ্তি
👉 আবেদন শুরুঃ ৩ ডিসেম্বর ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত

✅অনলাইনে আবেদন করা হয়:- হাজেরা কম্পিউটার, লঞ্চঘাট, হাসপাতাল রোড, জামালগঞ্জ।
☑️ওয়াটসআপ/কল: 01716-979439

💠আবেদন করতে লাগবে:
১. ছবি + স্বাক্ষর
২. NID বা জন্মনিবন্ধন কাগজ
৩. সকল শিক্ষাগত কাগজ (মার্কশিট বা সার্টিফিকেট)
৪. বৈবাহিক অবস্থা: সিংগেল/ বিবাহিত (বিবাহিত হলে বউ/স্বামীর নাম ইংরেজিতে লিখে দিবেন)
৫. মোবাইল নাম্বার + জি-মেইল।

সেনাবাহিনী সৈনিক পদে আবেদন 🔥নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন ✅👉 আবেদন শুরুঃ ০৪ ডিসেম্বর ২০২৫👉 আবেদনের শেষ তারিখঃ ২৫ জান...
25/11/2025

সেনাবাহিনী সৈনিক পদে আবেদন 🔥
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন ✅

👉 আবেদন শুরুঃ ০৪ ডিসেম্বর ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ২৫ জানুয়ারি ২০২৬

👉 আবেদন ফীঃ ৩০০/- (অতিরিক্ত চার্জ প্রযোজ্য)
👉 বয়স : ০১/০২/২০২৭ হতে ১৭ থেকে ২২ বছর
👉 শিক্ষাগত যোগ্যতা : এস,এস,সি পাশ -(৩.০০)
👉 পুরুষ: ৫ ফুট ৫ ইঞ্চি (৪৯+ কেজি) বুক- ৩০"
👉 নারী: ৫ ফুট ১ ইঞ্চি (৪৭ কেজি) বুক- ২৮"

✅ আবেদন করতে কী কী লাগবে :-
(১) একাডেমিক সার্টিফিকেট/ মার্কশীট
(২) আইডি কার্ড/ জন্ম নিবন্ধন
(৩) সচল মোবাইল নাম্বার
(৪) এক কপি ছবি
(৫) পিতা মাতার আইডি কার্ড

আবেদন করতে ও প্রয়োজনীয় তথ্য ইনবক্সে দিয়ে পারেন।

সকল ইউনিভার্সিটি ও চাকরির আপডেট পেতে পেজটি ফলো করে রাখুন

সকল ইউনিভার্সিটি ও চাকরির আপডেট পেতে পেজটি ফলো করে রাখুন
24/11/2025

সকল ইউনিভার্সিটি ও চাকরির আপডেট পেতে পেজটি ফলো করে রাখুন

✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি।
24/11/2025

✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি।

💥 ব্রেকিংজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
18/11/2025

💥 ব্রেকিং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

🔥 প্রাইমারি নিয়োগ - ২য় ধাপ 🔥✅ ৪,১৬৬ পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "সহকারী শিক্ষক" নিয়োগ বিজ্ঞপ্তি👉 আবেদন ফীঃ ১১২/- টাকা...
14/11/2025

🔥 প্রাইমারি নিয়োগ - ২য় ধাপ 🔥
✅ ৪,১৬৬ পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের "সহকারী শিক্ষক" নিয়োগ বিজ্ঞপ্তি
👉 আবেদন ফীঃ ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৪ নভেম্বর ২০২৫

👉 আবেদনের শেষ তারিখঃ ২৭ নভেম্বর ২০২৫

14/11/2025

📢 ব্রেকিং নিউজ:
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ রবিবার সকালে!

✅ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬📌 অনলাইন আবেদন:👉 শুরু: ১৬ নভেম্বর,২০২৫👉 শ...
14/11/2025

✅ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬
📌 অনলাইন আবেদন:
👉 শুরু: ১৬ নভেম্বর,২০২৫
👉 শেষ: ১৯ ডিসেম্বর, ২০২৫
📌 পরীক্ষার তারিখ:
👉 ২৬ জানুয়ারি, ২০২৬ থেকে ২৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত
University application update 01

Address

Bishwamverpur, Sunamgong
Sylhet
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Saddam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share