Imran Fair Info

Imran Fair Info বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট বানিয়ে মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করাই আমার কাজ🖊️

01/06/2024

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

26/03/2024

I got 12 reactions and 9 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

26/02/2024

ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে নষ্ট, ভ্রষ্ট আর পঁচা জিনিসের ভিউ বেশী হয়। ঐ লোকগুলো কি জানেনা তার মৃত্যুর পর অশ্লীল দেহের অঙ্গ ভঙ্গি, কথা বার্তা, তার প্রতিটি খারাপ কর্মকাণ্ড কবরের আজাবের প্রধান কারণ হবে। কারন সে মরে গেলেও তার ভিডিওগুলো এসব মাধ্যমে তরতাজা থাকবে বিশ্বব্যাপি মানুষের প্রতিটি ফোনে। তাই ক'টা টাকার জন্য দুনিয়া ও আখেরাতের জীবন বরবাদ করবেননা।

সার্থক জনম আমার জন্মেছি এই দেশেসার্থক জনম মা গো, তোমায় ভালোবেসে।
09/02/2024

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মা গো, তোমায় ভালোবেসে।

আজকের সাদামাটা নাস্তা।
31/12/2023

আজকের সাদামাটা নাস্তা।

14/12/2023

নামাজ বেহেস্তের চাবি

13/12/2023

পৃথিবীতে ৭টি মহাদেশ আছে। আমরা এশিয়া মহাদেশে বাস করি। এই এশিয়া মহাদেশে কি কি দেশ রয়েছে জানতে মাত্র ৭ মিনিটের পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন এবং এরকম দরকারি ভিডিও পেতে পেজটি দিয়ে রাখুন।

12/12/2023

আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।

12/12/2023

ছোটোবেলায় আম্মু বলতো, পড়লে ভালোভাবে পড়। নাহয় পড়ার দরকার নাই, জাইল্লা (জেলে) হ ।
হইলেও ভালো জাইল্লাই হ।

এই কথাগুলো হয়তো এটাই বোঝাইতো, জীবনে যা-ই হও, পারফেক্ট ভাবেই হও । মধ্যম লেভেলের কিছু হইয়া আদতে লাভ নাই।

এখন বুঝি, মধ্যবিত্ত শব্দটা যা ছুঁয়ে যায় তাই অভিশাপ হয়ে যায় ।

মধ্যবিত্ত পরিবারের কানায় কানায় দুঃখ আর অভাববোধ থাকে । মধ্যবিত্ত ছাত্রদের একদিন চাকরির পিছনে ছুটতে ছুটতে জুতোর তলা ক্ষয় হয়ে যায় । চাকরি হয় না ।

আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চারুকলা সাবজেক্টটার কোনো দাম নাই ৷ কিন্তু যে ছেলেটা আর্ট শিখেছে পারফেক্টভাবে, তার একটা আলাদা ভ্যালু আছে । পারফেক্টনেসের ভ্যালু ।

যে নাপিত ভালো চুল কাটায়, মানুষ বিশ টাকা বেশি দিয়া হইলেও তার কাছেই চুল কাটতে যায় ।

পড়ালেখা না কইরা পাড়ার মাঠে ক্রিকেট খেলে নষ্ট হওয়া ছেলেটাও যদি পারফেক্ট ক্রিকেটার হয়ে যায়, তার জনপ্রিয়তা আর টাকা দুই-ই আসে হুড়মুড়িয়ে ।

তখন আর সে পড়ালেখা না করে নষ্ট হওয়া বখে যাওয়া ছেলে না, ক্রিকেটার !

আসলে জীবনে যা করার ইচ্ছে হয়, যা-ই করি, পারফেক্টলি করা জরুরী ।

কুত্তার মতো দৌঁড়াইয়া কিংবা গাধার মতো পরিশ্রম কইরা হইলেও করা দরকার...

ভংচং কইরা মধ্যবিত্ত মেধার স্টুডেন্ট, মধ্যবিত্ত মেধার আর্টিস্ট, মধ্যবিত্ত মেধার ফটোগ্রাফার বা ফ্রিল্যান্সার হও, কোনো লাভ নাই ।

দিনশেষে অভাব থেকে যাবে, বাজারে গিয়ে যা চাইতেছো তা কিনতে না পেরে মন ছোট হয়ে যাবে, মাথা নিচু করে ঘরে ফিরতে হবে।

আসলে,মধ্যবিত্ত শব্দটা যা ছুঁয়ে যায়,তাই অভিশাপ হয়ে যায়...

' copied '

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Imran Fair Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Fair Info:

Share