01/07/2025
কি ভাবছো? এই যে রাগ করে কল মেসেজ বা টেক্সট করছো না ,ওপাশের মানুষটা তোমায় খুব মিস করছে?
তুমি একটা টেক্সট করলে সে হুমড়ি খেয়ে পড়বে রিপ্লাই দেওয়ার জন্য?
কিংবা সে ফোনটা হাতে নিয়ে বসে আছে,তোমার নাম্বার থেকে কলটা যাওয়ার সাথে সাথে রিসিভ করে হ্যালো বলবে?
যদি তুমি এগুলো ভেবে থাকো তবে ভুল ভাবছো।ওপাশের মানুষগুলো কখনো তোমাদের মিস করে না! তোমার টেক্সটের রিপ্লে দেওয়ার জন্য হুমড়ি খেয়েও পড়ে না! কিংবা তোমার কলের জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষাও করে না!
বিশ্বাস হচ্ছে না'তো? মনে মনে ভাবছো মেয়াদ উর্তীর্ণ গঞ্জিকা সেবন করে এইসব লিখছে?
না ভাই! গঞ্জিকা সেবন করে এসব লিখছি না।এটাই বাস্তবতা।
যদি বিশ্বাস না হয় তবে একটা টেক্সট করে দেখো!
ঘন্টার পর ঘন্টা চলে যাবে তোমার মেসেজ সীন হবে না।সীন হলেও রিপ্লাই আসবেনা।কখনো কখনো ঘন্টা কয়েক অপেক্ষার পর যে রিপ্লাই আসবে,সেটা দেখার চেয়ে না দেখা তোমার জন্য ভালো হবে!
যে উল্লাস উদ্দীপনা নিয়ে তুমি টেক্সটা করেছিলে মুহুর্তেই সেই উদ্দীপনায় কালবৈশাখি ঝড় নামবে।
কল দেও একবার! রিং হতে হতে কলটা কেটে যাবে।কখনো কখনো মধুর কন্ঠে শুনবে,"আপনার কলটি এই মুহুর্তে ওয়েটিং এ আছে....." সেই মধুর কন্ঠ আর তোমার কাছে মধুর
লাগবে না।
তুমি আশা করবে ওপাশের মানুষটা কল ব্যাক করে তোমাকে এক্সকিউজ শুনাবে ওমুক কল দিছিলো,রাগ করো না ! বা বিজি ছিলাম ফোন ধরতে পারিনি।
কিন্তু না! ওপাশের মানুষটা ধমক দিয়ে বলবে অযথা ডিস্টার্ব করছো কেন? আর কখনো ফোন দিয়ে বিরক্ত করবা না।
কি ব্যাপার অবাক হচ্ছেন? ভাবছেন, আমার দু'বছরের ভালোবাসা,আমার তিন,আমার পাচঁ,আমার সাত!
এতোদিনের ভালোবাসার মানুষটা এমন কিভাবে করতে পারে?
পারে ভাই! মানুষ সব পারে।তুমি যার জন্য চোখের পানি ফেলছো,সে তোমার চোখের পানিতে সুইমিং বানিয়ে আরেকজন কে নিয়ে সাঁতার কাটবে।এই সবই মানুষের দ্বারা পসিবল।
মানুষ তো উপকারীর ঘাড়েও লাথি মারতে পারে।আর তোমার এই আবেগের ভালোবাসা তার কাছে ঢেড়ুয়া শাক!
এখনো সময় আছে,নিজের চোখের জলে সুইমিং বানিয়ে অন্য কাউকে সাঁতার কাটতে দিও না।এই নোনাজল কে নদী বানিয়ে সাগর ছুয়ে দেও।
চোখের পানির দাম অনেক।একে সস্তা করো না।মনে রাখবে, "চোখের পানিকে সস্তা করা মানে নিজেকে সস্তা করা।"
আর তুমি সস্তা কোনো বস্তু নও। তোমার মুল্য ও পাশের মানুষরা না দিতে পারুক, গোটা পৃথিবী দিবে।
নিজেকে বিকশিত করো।আর এই ভুল ভাবনা গুলো ঝেড়ে ফেলো।
এগিয়ে চলো গুটি গুটি পায়ে।একদিন এই পৃথিবীটা তোমাদেরই হবে