Johurul hoqe officeal

Johurul hoqe officeal "কেমন লাগবে সেদিন, যেদিন তোমার রব বলবেন,,, "প্রবেশ করো আমার জান্নাতে"। [সূরা-ফজর-৩০]
💛আলহামদুলিল্লাহ💛
(6)

04/02/2025

মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু।
আলহামদুলিল্লাহ

04/02/2025

আল্লাহ যখন খুশি হন, তখন তিনি রহমত বর্ষণ করেন।🥰

সম্মান করি সেই ভালোবাসাকে,যার শেষ শব্দ ছিল,,ইয়া উম্মাতি ইয়া উম্মাতি! 🥹🧡
04/02/2025

সম্মান করি সেই ভালোবাসাকে,
যার শেষ শব্দ ছিল,,

ইয়া উম্মাতি ইয়া উম্মাতি! 🥹🧡

04/02/2025

-আজকাল মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে।🌼

04/02/2025

আলিফ, লাম, মিম!😌

আমার পোস্টটি যে পড়েছে সেই ৩০ টি নেকি পাবে 🤲❤️‍🩹

04/02/2025

❝ بسم الله الرحمن الرحيم ❞শুরু করছি আল্লাহর নামে,যিনি পরম করুণাময়,অসীম দয়ালু..!!🌟🤲

04/02/2025

বিপদ এক সময় কেটে যায়, বিপদগ্রস্ত ব্যক্তি আজীবন দুঃখী থাকে না, এক সময় সুখী হয়! 😅
হারানো ব্যক্তি /বসতু এক সময় ফিরে পাওয়া যায়।
স্বপ্ন একদিন বাস্তব হয়,! ❤️🥀💞

03/02/2025

খেয়াল করে দেখবেন রমজানের কথা মনে আসলেই মনে কেমন যেনো শান্তি শান্তি লাগে!❤️‍🩹✨

03/02/2025

শীত গিয়ে গরম চলে আসলো, কিন্তু Valentine পালন করার একটা মানুষ আসলো না। 🥺

03/02/2025

আল্লাহুম্মাগফিরলি!
কঠিন একটা বাস্তবতা হচ্ছে,বর্তমানে বেশিরভাগ মানুষই আমাদের সমাজে আমল করার চেয়ে আমল দেখাতে বেশি পছন্দ করে।❤️‍🩹

03/02/2025

চাঁদের মতো ছিলেন মোহাম্মদ সাঃ 🥰

দাদা বাবুরা আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকলে একটু সাবধানে ঢুকবেন। কারণ প্রথম ধাপেই আপনাদেরকে আমাদের কুংফু খ্যাত ব্রাহ্মণবাড়ি...
06/12/2024

দাদা বাবুরা আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকলে একটু সাবধানে ঢুকবেন। কারণ প্রথম ধাপেই আপনাদেরকে আমাদের কুংফু খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিক্রম করতে হবে। সুনাম নিশ্চই শুনে থাকবেন। না শুনলে গুগোল করে নেন এক্ষুনি।

আখাউড়া জংশনে আসার পর এলোপাতাড়ি ঠ্যাঁটার ঘা লাগলে বুঝে নিবেন টেডা রফিক সামনে আছে। খুব খেয়ালে যাবেন।

তাকে কোনোমতে পাশ কাটাতে পারলেও ভাববেন না রেহাই পেয়ে গেছেন!

কিছুদূর আসার পর কসবার আশেপাশে দেখবেন রা*মদা মিজান হাতে রা*মদা নিয়ে ব্রীজের উপর পা ঝুলিয়ে বসে বিড়ি টানছে। তার কো*প কিন্তু একটাও মিস হয়না। একদম ঘাড় বরাবর মা*রে।

এই যাত্রায় রক্ষা পেলেও আরো কিছুদূর আগালে দেখবেন নবীনগরের দিকে লুঙ্গি কাঁচা দিয়ে রাস্তার মাঝখানে লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে রুস্তম, শামসু আর আব্বাস এর দল।


তাদের হাতে একপ্রকার অদ্ভুত লাঠি থাকে যাকে আমরা মান্দার গাছের লাঠি বলে জানি। লাঠির উপরে অনেকগুলো কাঁটা থাকে। মানে যেখানে বসাবে একদম ছিঁড়ে মাংস বেরিয়ে আসবে।

তাছাড়া লোকমুখে আব্বাসের একটা তারিফ শুনেছি। সে যাকে ধরে তাকে 'আব্বা' না ডাকিয়ে ছাড়েনা!

এরপরেও যদি ভাগ্যগুণে পার পেয়ে যান তাহলে হবিগঞ্জ অথবা ভৈরবব্রীজ পার হবার আগেই দেখবেন হাওয়া হয়ে গেছেন। অস্ত্রশস্ত্র যা আনবেন সব হারাবেন। তাছাড়া আমাদের অন্যান্য জেলার খেলোয়াড়রাও তো আপনারা খেলতে আসবেন শুনে রিজার্ভে আছে।

আসুন, খেলুন। হার জিত তো পরের কথা। তবুও দেখুন আপনারা যা ভালো মনে করেন!!

Copy Post Form :- Sazzad Bin Mojiruddin
#রণনীতি

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Johurul hoqe officeal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share