Adhunik Media

Adhunik Media সংবাদের সাথে সারাক্ষণ

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি জনাব লকুছ মিয়ার উদ্যোগে ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবালাগঞ্জ প্রতিনিধ...
30/03/2025

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি জনাব লকুছ মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি জনাব লকুছ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে সংগঠনের সভাপতি জনাব লকুছ মিয়ার নিজ বাড়িতে এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলী খান,সংগঠনের উপদেষ্টা ছালিক মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক এর বড় ভাই তজমুল মরির, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ এর বড় ভাই শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম এর বড় ভাই নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিলাল আহমদ এর পিতা মখলিছ মিয়া,
সহ-সভাপতি ফখরুল ইসলাম এর ছোট ভাই নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ এর বড় ভাই সুমেল আহমেদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আজহার ইসলাম এর বড় ভাই রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্যের সুলাইমান আহমেদ এর বড় ভাই ওলি আহমেদ, এবং বালাগবঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক শাহ মোঃ হেলালসহ এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। প্রমুখ

সুদুর প্রবাস থেকে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব লকুছ মিয়া বলেন, আপনাদের এই আন্তরিক উপস্থিতি ও ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আমি কৃতজ্ঞ ও চিরঋণী, বিশেষ করে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর জন্য আপনাদের দোয়া চাই, যেন আমরা মানুষের কল্যাণে আরও কাজ করতে পারি।

ইফতার মাহফিলের উপস্থিতগন সবাই সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান।

14/03/2025

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় মরহুম মকবুল আলীর পারিবারিক সহযোগিতায় এয়াতিমদের এক দিনের সেহরি ও ইফতার মাহফিল

21/01/2025

ভোরের আলো উন্নয়ন সংস্থার উদ্যোগে ই'সলামী গ'জল সন্ধ্যায় গজল পরিবেশন করছেন মুজাহিদুল ইসলাম বুলবুল

হোসেনপুর, গহরপুর, বালাগঞ্জ।

08/12/2024

আজ রাতে নি-ষি-দ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা
এয়ারপোর্ট রোডে মিছিল বের করার সময়,তাদের কে
আ-ট-ক করে পুলিশের হাতে তুলে দেন

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক,
আব্দুস সামাদ লস্কর মুনিম।

05/12/2024

সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন।

#সিলেট_বিএনপি #যুবদল #সিলেট_যুবদল #সিলেট #বাংলাদেশেরখবর #বাংলাদেশের_খবর #সিলেটের_খবর #সিলেটেরখবর

04/12/2024

হঠাৎ গহরপুরে শিক্ষার্থীরা কেন বি-ক্ষো-ভ মি-ছি-ল করছেন!

03/12/2024

দিল্লী না ঢাকা শ্লোগানে উ-ত্তা-ল সিলেটের রাজপথ!
বক্তব্য রাখছেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

02/12/2024

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকুসর খালাস হওয়ার সংবাদে দেওয়ান বাজার ইউ'পি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মি-ছি-ল!

01/12/2024

সিলেটের জামাই বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে: যুবনেতা মকসুদ এর শ্লোগানে মুখরিত চৌহাট্টা এলাকা।

#যুবদল #বিএনপি #তারেক_রহমান

01/12/2024

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

#সিলেটবিএনপি

Address

Shohir Plaza, Zindabazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhunik Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adhunik Media:

Share