
30/03/2025
গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি জনাব লকুছ মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর সভাপতি জনাব লকুছ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে সংগঠনের সভাপতি জনাব লকুছ মিয়ার নিজ বাড়িতে এই সুন্দর আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলী খান,সংগঠনের উপদেষ্টা ছালিক মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক এর বড় ভাই তজমুল মরির, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ এর বড় ভাই শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম এর বড় ভাই নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বিলাল আহমদ এর পিতা মখলিছ মিয়া,
সহ-সভাপতি ফখরুল ইসলাম এর ছোট ভাই নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ এর বড় ভাই সুমেল আহমেদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আজহার ইসলাম এর বড় ভাই রায়হান আহমেদ, কার্যনির্বাহী সদস্যের সুলাইমান আহমেদ এর বড় ভাই ওলি আহমেদ, এবং বালাগবঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক শাহ মোঃ হেলালসহ এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। প্রমুখ
সুদুর প্রবাস থেকে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব লকুছ মিয়া বলেন, আপনাদের এই আন্তরিক উপস্থিতি ও ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। আমি কৃতজ্ঞ ও চিরঋণী, বিশেষ করে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স-এর জন্য আপনাদের দোয়া চাই, যেন আমরা মানুষের কল্যাণে আরও কাজ করতে পারি।
ইফতার মাহফিলের উপস্থিতগন সবাই সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান।