10/09/2025
তবুও দীর্ঘদিন তাকিয়ে আছি
এই আশায়, হয়তো একদিন তোমার মন গলবে, আমায় ভালোবাসবে।
কখনো কি ভেবেছো, এতটা নীরব থেকেও আমি শুধু তোমাকেই চাইছি?
রাতের পর রাত, হাজারো অশ্রুর ভেতরও তোমার মুখটাই দেখি।
অন্যরা হয়তো আমায় হাসতে দেখে, কিন্তু আমার ভেতরের কষ্টটা কেউ বোঝে না।
আমি শুধু চাইছিলাম তোমার সামান্য একটা ভালোবাসা, সামান্য একটা বিশ্বাস।
কিন্তু তুমি সেই ভালোবাসা ফিরিয়ে দাওনি
তবুও আমি হাল ছাড়িনি, এখনো দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
হয়তো একদিন তুমি বুঝবে, ভালোবাসার নামে আমি কতটা নিঃস্বার্থ ছিলাম,
কতটা ভেঙে পড়েও তোমার জন্য বেঁচে ছিলাম…💔