BD Simple Tips

BD Simple Tips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Simple Tips, Sylhet.
(4)

মা-বাবা ও বাচ্চাদের জন্য সহজ ও কার্যকর টিপস!
গর্ভাবস্থা 🤰 | প্যারেন্টিং ‍‍‍👨‍👩‍👧‍👦 | হেলথ কেয়ার ❤️
নতুন মা-বাবার জন্য দরকারি সব তথ্য এখন এক জায়গায়!
▶️ YouTube চ্যানেল: BD Simple Tips
Follow করে রাখো – প্রতিদিন শেখো নতুন কিছু!

30/09/2025

প্রিয়.....
যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়..
তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়...🥲

30/09/2025

শিশুর নাভি সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন, পানি বা ক্রিম লাগাবেন না। ডায়াপার যেন নাভি ঢেকে না রাখে এবং বাতাস চলাচল করতে দিন। যদি লালচে, দুর্গন্ধ বা পুঁজ দেখা যায় তবে দ্রুত ডাক্তারের কাছে যান।

29/09/2025

দেরি করে নাভির নাড়ি কাটার বৈজ্ঞানিক উপকারিতা

অপারেশন থিয়েটারের আলো তখনও চোখে লেগে আছে। বুক ভরা কষ্টের পর একটা ছোট্ট কান্নার শব্দ কানে এল—আমার সন্তানের কান্না। আমি চো...
29/09/2025

অপারেশন থিয়েটারের আলো তখনও চোখে লেগে আছে। বুক ভরা কষ্টের পর একটা ছোট্ট কান্নার শব্দ কানে এল—আমার সন্তানের কান্না। আমি চোখ বন্ধ করেই হাসলাম, কিন্তু শরীরটা তখন যেন আমার নিজের ছিল না। ডাক্তার-নার্সরা বলছিলেন—“সব ঠিক আছে, মা আর বাচ্চা দু’জনই ভালো আছেন।”

কিন্তু সত্যি বলতে কী, আমি একদমই ভালো ছিলাম না। শরীরের প্রতিটা শিরা-উপশিরা যেন কেটে গেছে, বুকটা ভারী, আর নিচের অংশটা পুরো অসাড়। স্যালাইন, অক্সিজেন, ব্যথানাশক—সবকিছু মিলিয়ে আমি তখন আধা ঘুম আর আধা জাগরণের মধ্যে।

দিন দুয়েক পর নার্স এসে বললেন,
—“মা, একটু উঠে দাঁড়াতে হবে।”

আমি ভেবেছিলাম মজা করছেন। এই কাটা-পোড়া, সেলাইয়ের মধ্যে উঠে দাঁড়ানো মানে তো নতুন করে আবার যন্ত্রণার সাগরে ঝাঁপ দেওয়া। তবুও সাহস করে বললাম,
—“চেষ্টা করি।”

নার্স আমাকে ধরে হাত বাড়ালেন। পেটের সেলাইটা যেন প্রতিটা নড়াচড়ায় ছিঁড়ে যাচ্ছিল। আমি কুঁকড়ে গেলাম। শরীর ঘামে ভিজে গেল ব্যথায়। মাথা ঘুরছিল, মনে হচ্ছিল আমি আর পারব না।

কিন্তু ঠিক তখনই পাশের বেডে রাখা আমার ছোট্ট শিশুর দিকে চোখ পড়ল।
সাদা কাপড়ে মোড়া, অস্থিরভাবে হাত-পা নাড়ছিল। ওর নিঃশ্বাসে যেন আমার জন্য অপেক্ষার আহ্বান ছিল।

আমি দাঁড়ালাম।
না, সেটা হাঁটা ছিল না—শুধু কয়েক সেকেন্ডের জন্য শরীরটাকে সোজা করে রাখা।
কিন্তু আমার চোখে জল নেমে এলো।

সেই মুহূর্তে বুঝলাম—এই ব্যথা, এই কষ্ট, সবই সার্থক।
কারণ আমার সন্তানের প্রথম হাসি, প্রথম দৃষ্টি, প্রথম স্পর্শ—এসবের সামনে কোনো যন্ত্রণা টিকতে পারে না।

আমি জানি না বাইরে থেকে হয়তো মনে হচ্ছিল আমি কেবলই একজন মা সিজারের পর উঠে দাঁড়াচ্ছি, কিন্তু ভেতরে আমি যেন এক যোদ্ধা হয়ে উঠেছিলাম।
সেই প্রথম দাঁড়ানোটা শুধু শরীরের জয় নয়, মায়ের ভালোবাসারও জয়। ❤️

#সুস্থমা_সুস্থশিশু

29/09/2025

🥤 লাচ্ছি 🥤 হজমে সহায়ক, শরীর ঠান্ডা রাখে।
🥤 ডাবের পানি 💧 শরীর হাইড্রেট করে, ইলেক্ট্রোলাইট সরবরাহ করে।

29/09/2025

"গর্ভবতী বউমা যখন একটু যত্ন চায়, তখন শাশুড়ির অবহেলা তার মনে গভীর ক্ষত তৈরি করে।
মায়ের মতো পাশে থাকলে সম্পর্ক হয় মজবুত, অবহেলা করলে থেকে যায় আজীবন কষ্ট।
মেয়ের প্রতি যত্ন দিলে প্রশংসা, কিন্তু বউমার প্রতি অবহেলা কেন?
মনে রাখুন, আজকের বউমা একদিন হবে কারো মা।"

গর্ভাবস্থায় অনেক মায়ের পা ফুলে যায়। বাইরে থেকে দেখলে এটা কেবল সাধারণ ফোলাভাব মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মায়ের শরী...
29/09/2025

গর্ভাবস্থায় অনেক মায়ের পা ফুলে যায়। বাইরে থেকে দেখলে এটা কেবল সাধারণ ফোলাভাব মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মায়ের শরীরের বড় পরিবর্তনের গল্প। গর্ভের ভেতরে একটা নতুন প্রাণ বেড়ে ওঠে, তার জন্য মায়ের শরীরে রক্ত ও তরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। সেই বাড়তি চাপটাই গিয়ে জমে থাকে মায়ের পায়ে। তাই অনেক সময় সন্ধ্যার দিকে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর পা ফুলে ওঠে।

এই ফোলাভাব একদিক থেকে খুব স্বাভাবিক। কিন্তু যদি হঠাৎ মুখ, হাত কিংবা চোখও ফুলে যায়, সঙ্গে মাথাব্যথা বা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা শুরু হয়—তাহলে সেটা আর সাধারণ ফোলাভাব নয়, বরং সতর্ক সংকেত। তখন দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা খুবই জরুরি।

মায়ের পা ফুলে যাওয়া যেনো তার কষ্টের আরেকটি নাম, কিন্তু একইসাথে এটাই জানান দেয়—তার শরীর নিঃস্বার্থভাবে শিশুর জন্য কাজ করছে। মা হয়তো চুপচাপ বসে আছেন, পা দুটি ভারী হয়ে আছে, হাঁটা কষ্টকর লাগছে, তবুও সেই ফুলে ওঠা পায়ের ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি—একটি নতুন জীবনের আগমনের।

শেষ পর্যন্ত মায়ের প্রতিটি কষ্টই পরিণত হয় এক অনন্য আনন্দে। তাই গর্ভবতী মায়ের ফোলা পা শুধু চিকিৎসার যত্নই নয়, ভালোবাসা আর বোঝাপড়ার যত্নও চায়। কারণ মায়ের হাসি মানেই সন্তানের সুখ।

এই শুভ্র ফুলের মতোই গর্ভবতী মায়ের মনও থাকুক শান্ত ও নির্মল। এর মতো পবিত্রতা আর সৌন্দর্যই মায়ের গর্ভের শিশুর সুস্থতার প...
29/09/2025

এই শুভ্র ফুলের মতোই গর্ভবতী মায়ের মনও থাকুক শান্ত ও নির্মল।
এর মতো পবিত্রতা আর সৌন্দর্যই মায়ের গর্ভের শিশুর সুস্থতার প্রতীক।

29/09/2025

গর্ভবতী মায়েরা সকালবেলা উঠেই পুষ্টিকর খাবার খেয়ে নিবেন। পুষ্টিকর খাবার মানেই শিশুর সুস্বাস্থ্য

28/09/2025

গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব: মায়ের হাসি মানেই শিশুর সুস্থতা #গর্ভাবস্থা
#মায়েরহাসিশিশুরসুস্থতা
#সুস্থমা_সুস্থশিশু

28/09/2025

গর্ভাবস্থায় আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি কি পেয়েছেন

28/09/2025

আপনার গর্ভাবস্থার সময় আপনার পাশে কে ছিল?

Address

Sylhet
3084

Alerts

Be the first to know and let us send you an email when BD Simple Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Simple Tips:

Share